ETV Bharat / bharat

N V Ramana: থানাতেই মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি সবচেয়ে বেশি, মত প্রধান বিচারপতির

থানাতেই মানবাধিকার সবচেয়ে বেশি ঝুঁকির (Threat to human rights) মুখে থাকে ৷ পুলিশ হেফাজতে বন্দিদের উপর অত্যাচার (Custodial Torture) নিয়ে সরব হয়ে এ কথা বললেন দেশের প্রধান বিচারপতি (CJI) এনভি রামানা (N V Ramana)৷

Threat to human rights highest in police stations: CJI N V Ramana on custodial torture
থানাতেই মানবাধিকার সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে : প্রধান বিচারপতি
author img

By

Published : Aug 8, 2021, 7:43 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট : পুলিশ হেফাজতে বন্দিদের উপর অত্যাচার (Custodial Torture) নিয়ে সরব হলেন দেশের প্রধান বিচারপতি (CJI) এনভি রামানা (N V Ramana) ৷ তাঁর দাবি, পুলিশ স্টেশনেই মানবাধিকার সবচেয়ে বেশি ঝুঁকির (Threat to human rights) মুখে থাকে ৷ এমনকী এগিয়ে থাকা শ্রেণিও সে ক্ষেত্রে নিষ্কৃতি পায় না বলে দাবি তাঁর ৷

দেশের জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ ন্য়াশনাল লিগাল সার্ভিসেস অথরিটি অফ ইন্ডিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতি রামানা বলেন, "মানবাধিকারের প্রতি আঘাতের ঝুঁকি সবচেয়ে বেশি পুলিশ স্টেশনগুলিতে ৷ পুলিশ হেফাজতে অত্যাচার ও অন্যান্য পুলিশি শোষণজনিত সমস্যা এখনও আমাদের সমাজে বিদ্যমান ৷ সাম্প্রতিক খবর বলছে, এগিয়ে থাকা শ্রেণিও থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট থেকে নিষ্কৃতি পাচ্ছে না ৷"

Threat to human rights highest in police stations: CJI N V Ramana on custodial torture
থানাতেই মানবাধিকার সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে : প্রধান বিচারপতি

আরও পড়ুন: পর্নোগ্রাফির ব্যবসার বিরুদ্ধে এবার বাড়তি নজরদারি লালবাজারের

প্রধান বিচারপতির দাবি, সাংবিধানিক ঘোষণা এবং গ্যারান্টি থাকা সত্ত্বেও থানায় আইনি প্রতিনিধিত্বের অভাব গ্রেফতার হওয়া বা আটক ব্যক্তিদের জন্য একটি বিশাল ক্ষতির কারণ ৷ অত্যধিক সুবিধাপ্রাপ্ত এবং সবচেয়ে দুর্বলদের মধ্যে ন্যায়বিচারের সহজলভ্যতার ব্যবধান দূর করা প্রয়োজন বলে মত রামানার ৷

আরও পড়ুন: তৃণমূল নেতাদের জামিন দিল ত্রিপুরার আদালত, থানায় ঠায় বসে অভিষেক

তিনি বলেন, "আইনি সুবিধা পাওয়া ও বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়া যে সাংবিধানিক অধিকার - এটা জানানোটা খুব জরুরি ৷ এটা নিশ্চিত করতে প্রত্যেক থানা ও সংশোধনাগারের বাইরে ডিসপ্লে বোর্ড ও হোর্ডিং রাখাটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে ৷" প্রধান বিচারপতির কথায়, "আমাদের দেশে যে আর্থ-সামাজিক বৈষম্য রয়েছে, তা অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে না ৷ বিচারবিভাগ যদি নাগরিকদের আস্থা অর্জন করতে চায়, তাহলে প্রত্যেককে এটা বোঝাতে হবে যে, আমরা তাঁদের জন্যই রয়েছি ৷ দীর্ঘ সময় ধরে দুর্বল শ্রেণির মানুষেরা বিচারবিভাগ থেকে অনেক দূরে রয়েছেন ৷"

আরও পড়ুন: কাজ না করলে জনপ্রতিনিধির বাড়ির সামনে মলত্যাগের নিদান দিলীপের

বিনামূল্যে আইনি পরিষেবার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ডাকবিভাগকে কাজে লাগানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি ৷

নয়াদিল্লি, 8 অগস্ট : পুলিশ হেফাজতে বন্দিদের উপর অত্যাচার (Custodial Torture) নিয়ে সরব হলেন দেশের প্রধান বিচারপতি (CJI) এনভি রামানা (N V Ramana) ৷ তাঁর দাবি, পুলিশ স্টেশনেই মানবাধিকার সবচেয়ে বেশি ঝুঁকির (Threat to human rights) মুখে থাকে ৷ এমনকী এগিয়ে থাকা শ্রেণিও সে ক্ষেত্রে নিষ্কৃতি পায় না বলে দাবি তাঁর ৷

দেশের জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ ন্য়াশনাল লিগাল সার্ভিসেস অথরিটি অফ ইন্ডিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতি রামানা বলেন, "মানবাধিকারের প্রতি আঘাতের ঝুঁকি সবচেয়ে বেশি পুলিশ স্টেশনগুলিতে ৷ পুলিশ হেফাজতে অত্যাচার ও অন্যান্য পুলিশি শোষণজনিত সমস্যা এখনও আমাদের সমাজে বিদ্যমান ৷ সাম্প্রতিক খবর বলছে, এগিয়ে থাকা শ্রেণিও থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট থেকে নিষ্কৃতি পাচ্ছে না ৷"

Threat to human rights highest in police stations: CJI N V Ramana on custodial torture
থানাতেই মানবাধিকার সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে : প্রধান বিচারপতি

আরও পড়ুন: পর্নোগ্রাফির ব্যবসার বিরুদ্ধে এবার বাড়তি নজরদারি লালবাজারের

প্রধান বিচারপতির দাবি, সাংবিধানিক ঘোষণা এবং গ্যারান্টি থাকা সত্ত্বেও থানায় আইনি প্রতিনিধিত্বের অভাব গ্রেফতার হওয়া বা আটক ব্যক্তিদের জন্য একটি বিশাল ক্ষতির কারণ ৷ অত্যধিক সুবিধাপ্রাপ্ত এবং সবচেয়ে দুর্বলদের মধ্যে ন্যায়বিচারের সহজলভ্যতার ব্যবধান দূর করা প্রয়োজন বলে মত রামানার ৷

আরও পড়ুন: তৃণমূল নেতাদের জামিন দিল ত্রিপুরার আদালত, থানায় ঠায় বসে অভিষেক

তিনি বলেন, "আইনি সুবিধা পাওয়া ও বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়া যে সাংবিধানিক অধিকার - এটা জানানোটা খুব জরুরি ৷ এটা নিশ্চিত করতে প্রত্যেক থানা ও সংশোধনাগারের বাইরে ডিসপ্লে বোর্ড ও হোর্ডিং রাখাটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে ৷" প্রধান বিচারপতির কথায়, "আমাদের দেশে যে আর্থ-সামাজিক বৈষম্য রয়েছে, তা অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে না ৷ বিচারবিভাগ যদি নাগরিকদের আস্থা অর্জন করতে চায়, তাহলে প্রত্যেককে এটা বোঝাতে হবে যে, আমরা তাঁদের জন্যই রয়েছি ৷ দীর্ঘ সময় ধরে দুর্বল শ্রেণির মানুষেরা বিচারবিভাগ থেকে অনেক দূরে রয়েছেন ৷"

আরও পড়ুন: কাজ না করলে জনপ্রতিনিধির বাড়ির সামনে মলত্যাগের নিদান দিলীপের

বিনামূল্যে আইনি পরিষেবার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ডাকবিভাগকে কাজে লাগানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.