মুম্বই, 5 অক্টোবর: দশেরাতে মুম্বইয়ে হুমকি ফোন ঘিরে চাঞ্চল্য । আম্বানি পরিবার পরিচালিত স্যর এইচ এন রিলায়েন্স হাসপাতালে এল হুমকি ফোন। বিস্ফোরণ ঘটিয়ে হাসপাতালটি উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ফোন আসে (A Threat call came to Reliance Hospital in Mumbai )। শুধু তাই নয়, আম্বানি পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলে খবর ।
মুম্বই পুলিশের তরফে এই খবররে সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে । বলা হয়েছে, "স্যর এইচ এন রিলায়েন্স হাসপাতালের ল্যান্ডলাইনে দুপুর 12.57 মিনিটে একটি হুমকি ফোন আসে । হাসপাতাল উড়িয়ে দেওয়ার পাশাপাশি আম্বানি পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয় ।" ইতিমধ্য়েই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ডি বি মার্গ থানায় ।
আরও পড়ুন: বারামুল্লায় আজানের আওয়াজ শুনে ভাষণ থামালেন অমিত
এই হাসপাতালে হুমকি ফোন আসা অবশ্য নতুন কোনও ঘটনা নয় । অগস্ট মাসে এক সোনার দোকানের মালিক ফোন করে মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারারের সদস্যদের খুনের হুমকি দেন । পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ । অন্যদিকে গতবছরের ফেব্রুয়ারি মাসে আম্বানিদের দক্ষিণ মুম্বইয়ের বাড়ির কাছে বিস্ফোরকে ঠাসা একটি গাড়ি উদ্ধার হয় । সেই ঘটনায় পুলিশ আধিকারিকও গ্রেফতার হয়েছিলেন । তৎকালীন উদ্ধব ঠাকরে মন্ত্রিসভার এক সদস্যের নামও জড়ায় । এরপর আজ আবারও হুমকি ফোন এলো ।