ETV Bharat / bharat

Jewellery Theft in Delhi: দিল্লিতে দেওয়াল কেটে 25 কোটি টাকার গয়না চুরি ! তদন্তে পুলিশ - thieves stole crore rupees of jewellery

দিল্লিতে দোকানের দেওয়াল কেটে কয়েক কোটি টাকার গয়না চুরির ঘটনা ঘটেছে । দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে চোরেদের ধরার চেষ্টা করছে পুলিশ ।

Jewellery robbery
দেওয়াল কেটে গয়না চুরি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:09 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: দিল্লিতে গয়নার দোকানে বড়সড় চুরি ৷ দোকানের দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে কোটি টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কতীরা ৷ ঘটনাটি ঘটেছে হজরত নিজামুদ্দিন থানা এলাকার জংপুরা এলাকায় । 5-7 লক্ষ নগদ টাকা-সহ 20-25 কোটি টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ । এই ঘটনার তোলপাড় হয়ে ওঠে এলাকা ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের বিভিন্ন দল । দোকানে লাগানো এবং আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে ।

  • दुकान मालिक ने बताया, "हम रविवार को दुकान बंद कर के गए थे और मंगलवार की सुबह जब दुकान खोली तो हमें पूरी दुकान में धूल दिखाई दी। पता लगाने पर पता चला कि चोरों ने स्ट्रांग रूम की दीवार में गड्ढा कर सामान चोरी किया है। करीब 20-25 करोड़ का सामान चोरी हुआ जिसमें 5-7 लाख रुपए नकद भी… pic.twitter.com/FRFPSvl1QQ

    — ANI_HindiNews (@AHindinews) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গয়নার দোকানের মালিক বলেন, "আমরা রবিবার দোকান বন্ধ করে চলে গিয়েছিলাম ৷ এরপর মঙ্গলবার সকালে এসে দোকান খুললে সারা দোকানে ধুলো দেখতে পাই । তারপর ভিতরে ভালো করে চারদিকে দেখে জানতে পারি চোরেরা দেওয়ালে গর্ত করে দোকান প্রবেশ করেছিল এবং গয়না চুরি করে নিয়ে গিয়েছে । নগদ 5 থেকে 7 লক্ষ টাকা-সহ 20 থেকে 25 কোটি টাকার জিনিসপত্র চুরি হয়েছে । চোরেরা সিসিটিভি ক্যামেরাও নষ্ট করেছে । আমাদের সমস্ত কর্মচারীরা এখানে উপস্থিত রয়েছে ।"

চোরেরা প্রায় 20 থেকে 25 কোটি টাকার গয়না নিয়ে গিয়েছে বলে দাবি মালিকের । তবে ঠিক কত গয়না চুরি হয়েছে তা বলতে পারছে না ঘটনাস্থলে আসা পুলিশ আধিকারিকরা । পুলিশ এখনও দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে । এ দিন চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশের দল এবং পিসিআর টিম ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারপরে তদন্তের জন্য অপরাধ দমন এবং ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয় । গয়নার দোকানের ভিতরে ও বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । এছাড়া প্রযুক্তিগত নজরদারির সহায়তাও নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4

বিষয়টি সমাধানে জেলার অপারেশন সেলের দলও মোতায়েন করা হয়েছে । তবে গয়নার দোকানে কোটি টাকার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে । পরপর চুরির ঘটনায় জুয়েলার্স সমিতিও শিগগিরই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চলেছে । যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে দক্ষিণ-পূর্ব জেলার ডিসিপি রাজেশ দেবের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি ।

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: দিল্লিতে গয়নার দোকানে বড়সড় চুরি ৷ দোকানের দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে কোটি টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কতীরা ৷ ঘটনাটি ঘটেছে হজরত নিজামুদ্দিন থানা এলাকার জংপুরা এলাকায় । 5-7 লক্ষ নগদ টাকা-সহ 20-25 কোটি টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ । এই ঘটনার তোলপাড় হয়ে ওঠে এলাকা ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের বিভিন্ন দল । দোকানে লাগানো এবং আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে ।

  • दुकान मालिक ने बताया, "हम रविवार को दुकान बंद कर के गए थे और मंगलवार की सुबह जब दुकान खोली तो हमें पूरी दुकान में धूल दिखाई दी। पता लगाने पर पता चला कि चोरों ने स्ट्रांग रूम की दीवार में गड्ढा कर सामान चोरी किया है। करीब 20-25 करोड़ का सामान चोरी हुआ जिसमें 5-7 लाख रुपए नकद भी… pic.twitter.com/FRFPSvl1QQ

    — ANI_HindiNews (@AHindinews) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গয়নার দোকানের মালিক বলেন, "আমরা রবিবার দোকান বন্ধ করে চলে গিয়েছিলাম ৷ এরপর মঙ্গলবার সকালে এসে দোকান খুললে সারা দোকানে ধুলো দেখতে পাই । তারপর ভিতরে ভালো করে চারদিকে দেখে জানতে পারি চোরেরা দেওয়ালে গর্ত করে দোকান প্রবেশ করেছিল এবং গয়না চুরি করে নিয়ে গিয়েছে । নগদ 5 থেকে 7 লক্ষ টাকা-সহ 20 থেকে 25 কোটি টাকার জিনিসপত্র চুরি হয়েছে । চোরেরা সিসিটিভি ক্যামেরাও নষ্ট করেছে । আমাদের সমস্ত কর্মচারীরা এখানে উপস্থিত রয়েছে ।"

চোরেরা প্রায় 20 থেকে 25 কোটি টাকার গয়না নিয়ে গিয়েছে বলে দাবি মালিকের । তবে ঠিক কত গয়না চুরি হয়েছে তা বলতে পারছে না ঘটনাস্থলে আসা পুলিশ আধিকারিকরা । পুলিশ এখনও দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে । এ দিন চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশের দল এবং পিসিআর টিম ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারপরে তদন্তের জন্য অপরাধ দমন এবং ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয় । গয়নার দোকানের ভিতরে ও বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । এছাড়া প্রযুক্তিগত নজরদারির সহায়তাও নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4

বিষয়টি সমাধানে জেলার অপারেশন সেলের দলও মোতায়েন করা হয়েছে । তবে গয়নার দোকানে কোটি টাকার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে । পরপর চুরির ঘটনায় জুয়েলার্স সমিতিও শিগগিরই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চলেছে । যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে দক্ষিণ-পূর্ব জেলার ডিসিপি রাজেশ দেবের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.