ETV Bharat / bharat

Car Theft in UP: বি-টেক চোরেরা গাড়ি ঠেলে নিয়ে গেল 17 কিলোমিটার, কিন্তু কেন ? - Thieves push stolen car 17 km in Uttar Pradesh

গাড়ি চাই ৷ তাই চুরি করার পর খারাপ গাড়িকে ঠেলে নিয়ে গেল চোরেরা 17 কিলোমিটার পথ ৷ তারপর ?

strange theft incident in Kanpur
আজব চুরির ঘটনা
author img

By

Published : May 25, 2023, 10:26 PM IST

Updated : May 25, 2023, 10:47 PM IST

কানপুর, 25 মে: কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে ৷ কিন্তু এখানে তো উলটপূরাণ ৷ চোরেদেরই দেখা গেল বুদ্ধির অভাব ৷ চুরি করেও মহা খপ্পরে পড়লেন তিনি চোর বাবাজীবন ৷ চুরি করা গাড়ি তাদের ঠেলে নিয়ে যেতে হল 17 কিলোমিটার ৷ কিন্তু কেন ? চুরি করেও গাড়িতে চরতে পারলেন না তাঁরা ?

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে ৷ সেখানে তিন যুবক চুরি করেন একটি গাড়ি ৷ তাদের মধ্যে দুই যুবক আবার বি-টেক ইঞ্জিনিয়র ৷ কিন্তু কোনও বিদ্যাই তাদের কাজে দিল না ৷ গাড়ি নিয়ে যখন পালাতে যাবেন চক্ষু চড়কগাছ তিনজনের ৷ দেখেন গাড়িটিই খারাপ ৷ সেটিতো চলছেই না ৷ এর ফলে তাতে করে পালানো তো দূরের কথা ঠেলে ঠেলে গাড়িটিকে শেষমেষ সাড়াতে নিয়ে ছুটতে হল গ্যারেজে ৷ মঙ্গলবার সন্ধ্যেতে তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সূত্রের খবর, ওই গাড়িটিকে চুরি করে নিয়ে পালানোর সময় তাতে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয় ৷ কিন্তু যুবকরা তো পিছু হটার পাত্র নয় ৷ গাড়ি তারা নিয়েই যাবে ৷ তাই ঠেলেই চুরি করা গাড়িটিকে প্রায় 17 কিলোমিটার নিয়ে যাওয়া হল ৷ তারপর তারা সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে যাওয়ার আগে একটি নির্জন জায়গায় গাড়িটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় । কিন্তু পরে আবার মত বদল করেন ৷ ঠেলে মেরামতের জন্য গাড়িটিকে একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয় । এরপরে গাড়িটি ঠিক হলে সেটিকে তিনজন ব্যবহারও করে ৷ পরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ তিন চোরকে গ্রেফতার করে এবং গাড়িটিকে উদ্ধার করে ।

স্বরূপ নগরের এসিপি ব্রজ নারায়ণ বলেন, "একটি মারুতি ভ্যান চুরির সঙ্গে জড়িত তিন দুষ্কৃতীকে নাজিরাবাদ পুলিশ ধরেছে । তথ্যের ভিত্তিতে গাড়ি-সহ তাদের গ্রেফতার করা হয়েছে । জিজ্ঞাসাবাদের সময় চোররা নিজেদেরকে পুরানো কানপুরের রানিঘাটের বাসিন্দা সত্যম কুমার, গাদ্রিয়ান পুর্ব এলাকার বাসিন্দা আমান গৌতম এবং ব্রহ্ম নগরে থাকা অমিত ভার্মা বলে পরিচয় দেয় ৷ অভিযুক্তরাই পুলিশকে চুরি করা গাড়িটিকে উদ্ধার করতে সাহায্য করে ৷

দুই অভিযুক্ত সত্যম কুমার ও আমান বি-টেক করছেন । উভয় ইঞ্জিনিয়রিং শিক্ষার্থী অনলাইন প্রচারের জন্য ওয়েবসাইট তৈরিতেও নিযুক্ত রয়েছে । দু'জনে অনলাইনে কাজের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করছিলেন । তৃতীয় অভিযুক্ত অমিত ভার্মা শহরের একটি অ্যাপার্টমেন্টে গৃহস্থালির কাজ করেন । পানের দোকানে দেখা হত তাঁদের ৷ সেখান থেকেই তিনজন ভালো বন্ধু হয়ে ওঠে । দ্রুত অর্থ উপার্জনের জন্য তাঁরা এই অপরাধ জগতে পা রাখেন ।

আরও পড়ুন: জ্যৈষ্ঠ মাসে স্কন্দ ষষ্ঠী ব্রত কবে পালিত হবে ? জেনে নিন তারিখ, শুভ সময় এবং পূজার পদ্ধতি

কানপুর, 25 মে: কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে ৷ কিন্তু এখানে তো উলটপূরাণ ৷ চোরেদেরই দেখা গেল বুদ্ধির অভাব ৷ চুরি করেও মহা খপ্পরে পড়লেন তিনি চোর বাবাজীবন ৷ চুরি করা গাড়ি তাদের ঠেলে নিয়ে যেতে হল 17 কিলোমিটার ৷ কিন্তু কেন ? চুরি করেও গাড়িতে চরতে পারলেন না তাঁরা ?

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে ৷ সেখানে তিন যুবক চুরি করেন একটি গাড়ি ৷ তাদের মধ্যে দুই যুবক আবার বি-টেক ইঞ্জিনিয়র ৷ কিন্তু কোনও বিদ্যাই তাদের কাজে দিল না ৷ গাড়ি নিয়ে যখন পালাতে যাবেন চক্ষু চড়কগাছ তিনজনের ৷ দেখেন গাড়িটিই খারাপ ৷ সেটিতো চলছেই না ৷ এর ফলে তাতে করে পালানো তো দূরের কথা ঠেলে ঠেলে গাড়িটিকে শেষমেষ সাড়াতে নিয়ে ছুটতে হল গ্যারেজে ৷ মঙ্গলবার সন্ধ্যেতে তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সূত্রের খবর, ওই গাড়িটিকে চুরি করে নিয়ে পালানোর সময় তাতে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয় ৷ কিন্তু যুবকরা তো পিছু হটার পাত্র নয় ৷ গাড়ি তারা নিয়েই যাবে ৷ তাই ঠেলেই চুরি করা গাড়িটিকে প্রায় 17 কিলোমিটার নিয়ে যাওয়া হল ৷ তারপর তারা সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে যাওয়ার আগে একটি নির্জন জায়গায় গাড়িটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় । কিন্তু পরে আবার মত বদল করেন ৷ ঠেলে মেরামতের জন্য গাড়িটিকে একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয় । এরপরে গাড়িটি ঠিক হলে সেটিকে তিনজন ব্যবহারও করে ৷ পরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ তিন চোরকে গ্রেফতার করে এবং গাড়িটিকে উদ্ধার করে ।

স্বরূপ নগরের এসিপি ব্রজ নারায়ণ বলেন, "একটি মারুতি ভ্যান চুরির সঙ্গে জড়িত তিন দুষ্কৃতীকে নাজিরাবাদ পুলিশ ধরেছে । তথ্যের ভিত্তিতে গাড়ি-সহ তাদের গ্রেফতার করা হয়েছে । জিজ্ঞাসাবাদের সময় চোররা নিজেদেরকে পুরানো কানপুরের রানিঘাটের বাসিন্দা সত্যম কুমার, গাদ্রিয়ান পুর্ব এলাকার বাসিন্দা আমান গৌতম এবং ব্রহ্ম নগরে থাকা অমিত ভার্মা বলে পরিচয় দেয় ৷ অভিযুক্তরাই পুলিশকে চুরি করা গাড়িটিকে উদ্ধার করতে সাহায্য করে ৷

দুই অভিযুক্ত সত্যম কুমার ও আমান বি-টেক করছেন । উভয় ইঞ্জিনিয়রিং শিক্ষার্থী অনলাইন প্রচারের জন্য ওয়েবসাইট তৈরিতেও নিযুক্ত রয়েছে । দু'জনে অনলাইনে কাজের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করছিলেন । তৃতীয় অভিযুক্ত অমিত ভার্মা শহরের একটি অ্যাপার্টমেন্টে গৃহস্থালির কাজ করেন । পানের দোকানে দেখা হত তাঁদের ৷ সেখান থেকেই তিনজন ভালো বন্ধু হয়ে ওঠে । দ্রুত অর্থ উপার্জনের জন্য তাঁরা এই অপরাধ জগতে পা রাখেন ।

আরও পড়ুন: জ্যৈষ্ঠ মাসে স্কন্দ ষষ্ঠী ব্রত কবে পালিত হবে ? জেনে নিন তারিখ, শুভ সময় এবং পূজার পদ্ধতি

Last Updated : May 25, 2023, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.