ETV Bharat / bharat

চামোলির তুষার ধসে নিখোঁজ শ্রমিকদের মৃত ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার

author img

By

Published : May 30, 2021, 3:48 PM IST

উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলার 33 জন এবং শাহজাহানপুর জেলার 1 জন শ্রমিক উত্তরাখণ্ডের চামোলির তুষার ধসের ফলে হওয়া বন্যায় ভেসে গিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে 5 জনের দেহ উদ্ধার করা হয়েছিল ৷ তাঁদের পরিচয়ও জানা গিয়েছিল ৷ তাঁরা সবাই লাখিমপুর খেরি জেলার বাসিন্দা ছিলেন ৷ সেই সময় বাকিদের খুঁজে পাওয়া যায়নি ৷

the-uttarakhand-government-declared-the-28-missing-workers-dead-in-the-chamoli-avalanche
চামোলির তুষার ধসে নিখোঁজ শ্রমিকদের মৃত ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার

লাখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 30 মে : উত্তরাখণ্ডের চামোলিতে গত 7 ফেব্রুয়ারি তুষারধস নামে ৷ যে ঘটনায় তপবন-বিষ্ণুগাদ হাইড্রোপাওয়ার প্রজেক্টে কাজ করার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন 28 জন শ্রমিক ৷ আজ অবশেষে তাঁদের মৃত বলে ঘোষণা করা হল ৷ যে খবর মৃত 28 শ্রমিকের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে মৃত এই শ্রমিকদের পরিবার আর্থিক সাহায্যও পাবে ৷

মৃত শ্রমিকদের প্রত্যেকে 29 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ যার মধ্যে 20 লাখ টাকা দেবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ৷ 4 লাখ টাকা দেবে উত্তরাখণ্ড বিপর্যয় তহবিল থেকে ৷ উত্তরাখণ্ড সরকারের বেনিফিসিয়ারি স্কিম থেকে দেওয়া হবে 1 লাখ টাকা এবং 2 লাখ টাকা দেবে উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকার ৷ উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলার 33 জন এবং শাহজাহানপুর জেলার 1 জন শ্রমিক ওই তুষার ধসের ফলে হওয়া বন্যায় ভেসে গিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে 5 জনের দেহ উদ্ধার করা হয়েছিল ৷ তাঁদের পরিচয়ও জানা গিয়েছিল ৷ তাঁরা সবাই লাখিমপুর খেরি জেলার বাসিন্দা ছিলেন ৷ সেই সময় বাকিদের খুঁজে পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : উত্তরাখণ্ডের চামোলিতে তুষার বিপর্যয়ে মৃত বেড়ে 60, নিখোঁজ 136

প্রসঙ্গত, 23 ফেব্রুয়ারি উত্তরাখণ্ড সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, প্রায় 140 জনের মতো মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাঁদের ‘সম্ভাব্য মৃত’ ঘোষণা করা হয়েছিল ৷ যার পরেই গত মার্চ মাসে 140 জনকে সরকারিভাবে মৃত ঘোষণা করে উত্তরাখণ্ড প্রশাসন ৷ সেই ঘোষণার পরেই লাখিমপুর খেরি প্রশাসন নিহতদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠায় ৷ সবশেষে এ নিয়ে সংবাদপত্রে একটি গ্যাজেট প্রকাশ করা হয় ওই 140 জনকে মৃত ঘোষণা করা নিয়ে কোনও আপত্তি থাকলে, তা জানানো জন্য ৷ কিন্তু, সেখানে কোনও আপত্তি না ওঠায়, উত্তরাখণ্ড সরকার মৃত্যুর শংসাপত্র তৈরি করে ৷

লাখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 30 মে : উত্তরাখণ্ডের চামোলিতে গত 7 ফেব্রুয়ারি তুষারধস নামে ৷ যে ঘটনায় তপবন-বিষ্ণুগাদ হাইড্রোপাওয়ার প্রজেক্টে কাজ করার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন 28 জন শ্রমিক ৷ আজ অবশেষে তাঁদের মৃত বলে ঘোষণা করা হল ৷ যে খবর মৃত 28 শ্রমিকের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে মৃত এই শ্রমিকদের পরিবার আর্থিক সাহায্যও পাবে ৷

মৃত শ্রমিকদের প্রত্যেকে 29 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ যার মধ্যে 20 লাখ টাকা দেবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ৷ 4 লাখ টাকা দেবে উত্তরাখণ্ড বিপর্যয় তহবিল থেকে ৷ উত্তরাখণ্ড সরকারের বেনিফিসিয়ারি স্কিম থেকে দেওয়া হবে 1 লাখ টাকা এবং 2 লাখ টাকা দেবে উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকার ৷ উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলার 33 জন এবং শাহজাহানপুর জেলার 1 জন শ্রমিক ওই তুষার ধসের ফলে হওয়া বন্যায় ভেসে গিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে 5 জনের দেহ উদ্ধার করা হয়েছিল ৷ তাঁদের পরিচয়ও জানা গিয়েছিল ৷ তাঁরা সবাই লাখিমপুর খেরি জেলার বাসিন্দা ছিলেন ৷ সেই সময় বাকিদের খুঁজে পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : উত্তরাখণ্ডের চামোলিতে তুষার বিপর্যয়ে মৃত বেড়ে 60, নিখোঁজ 136

প্রসঙ্গত, 23 ফেব্রুয়ারি উত্তরাখণ্ড সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, প্রায় 140 জনের মতো মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তাঁদের ‘সম্ভাব্য মৃত’ ঘোষণা করা হয়েছিল ৷ যার পরেই গত মার্চ মাসে 140 জনকে সরকারিভাবে মৃত ঘোষণা করে উত্তরাখণ্ড প্রশাসন ৷ সেই ঘোষণার পরেই লাখিমপুর খেরি প্রশাসন নিহতদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠায় ৷ সবশেষে এ নিয়ে সংবাদপত্রে একটি গ্যাজেট প্রকাশ করা হয় ওই 140 জনকে মৃত ঘোষণা করা নিয়ে কোনও আপত্তি থাকলে, তা জানানো জন্য ৷ কিন্তু, সেখানে কোনও আপত্তি না ওঠায়, উত্তরাখণ্ড সরকার মৃত্যুর শংসাপত্র তৈরি করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.