ETV Bharat / bharat

Corona Update India : সামান্য বাড়ল সংক্রমণ, কমছে মৃত্যুর সংখ্যা - সামান্য বাড়ল সংক্রমণ তবে কমছে মৃত্যুর সংখ্যা

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 হাজার 224 জন ৷ সুস্থ হয়েছেন 1 লাখ 7 হাজার 628 জন এবং মৃত্যু হয়েছে 2 হাজার 542 জনের ৷

করোনাভাইরাস আপডেট
করোনাভাইরাস আপডেট
author img

By

Published : Jun 16, 2021, 9:36 AM IST

Updated : Jun 16, 2021, 10:37 AM IST

নয়াদিল্লি, 16 জুন : শেষ ক'দিন ধরে স্বস্তি দিচ্ছিল দেশের করোনা পরিস্থিতি । টানা তিন দিন ধরে 10 হাজার করে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা । তবে আজ ফের বাড়ল করোনা সংক্রমণ ৷ যদিও কমেছে মৃতের সংখ্যা ।

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 হাজার 224 জন ৷ সুস্থ হয়েছেন 1 লাখ 7 হাজার 628 জন এবং মৃত্যু হয়েছে 2 হাজার 542 জনের ৷ সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 96 লাখ 33 হাজার 105 জন ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 83 লাখ 88 হাজার 100 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 79 হাজার 573 জনের ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 লাখ 65 হাজার 832 জন ৷ এখনও পর্যন্ত মোট 26 কোটি 19 লাখ 72 হাজার 14 জনকে টিকা দেওয়া হয়েছে ৷

  • ------------" class="align-text-top noRightClick twitterSection" data=" ------------"> ------------

বিভিন্ন রাজ্যেও করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালর দিকে । বিভিন্ন রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ।

নয়াদিল্লি, 16 জুন : শেষ ক'দিন ধরে স্বস্তি দিচ্ছিল দেশের করোনা পরিস্থিতি । টানা তিন দিন ধরে 10 হাজার করে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা । তবে আজ ফের বাড়ল করোনা সংক্রমণ ৷ যদিও কমেছে মৃতের সংখ্যা ।

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 হাজার 224 জন ৷ সুস্থ হয়েছেন 1 লাখ 7 হাজার 628 জন এবং মৃত্যু হয়েছে 2 হাজার 542 জনের ৷ সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 96 লাখ 33 হাজার 105 জন ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 83 লাখ 88 হাজার 100 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 79 হাজার 573 জনের ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 লাখ 65 হাজার 832 জন ৷ এখনও পর্যন্ত মোট 26 কোটি 19 লাখ 72 হাজার 14 জনকে টিকা দেওয়া হয়েছে ৷

  • ------------" class="align-text-top noRightClick twitterSection" data=" ------------"> ------------

বিভিন্ন রাজ্যেও করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালর দিকে । বিভিন্ন রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ।

Last Updated : Jun 16, 2021, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.