ETV Bharat / bharat

Grandson Demanded Ransom: ভুয়ো কলে দাদুর থেকে কোটি টাকা মুক্তিপণ চেয়ে শ্রীঘরে যুবক

পাঠানকোটের (Pathankot) এক ব্য়ক্তির কাছে সম্প্রতি ফোন কলে এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে আসছিল অজ্ঞাতপরিচয় একজন ৷ অভিযুক্তের পরিচয় জানার পরেই তাজ্জব বনে যান সকলে ৷ আর কেউ নন, ভুয়ো কলে মুক্তিপণ দাবি করা অভিযুক্ত খোদ অভিযোগকারীর নাতি (The grandson demanded ransom from his grandfather) ৷

author img

By

Published : Dec 3, 2022, 8:53 PM IST

Etv BharatGrandson Demanded Ransom
ভুয়ো কলে দাদুর থেকে কোটি টাকা মুক্তিপণ চেয়ে শ্রীঘরে যুবক

পাঠানকোট, 3 ডিসেম্বর: সিনেমা, ওয়েব সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে অপরাধ প্রবণতা বাড়ছে উত্তরোত্তর ৷ সাম্প্রতিক সময়ে 'ডেক্সটার' ওয়েব সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে দিল্লিতে লিভ-ইন পার্টনারকে খুন এবং পরবর্তীতে দেহ টুকরো-টুকরো করে ফেলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশে ৷ এবার পঞ্জাবের একটি ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের ৷ পাঠানকোটের (Pathankot) এক ব্য়ক্তির কাছে সম্প্রতি ফোন কলে এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে আসছিল অজ্ঞাতপরিচয় একজন ৷ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে শাহপুর কান্দি থানার (Shahpur Kandi Police Station) পুলিশ ৷ কয়েকঘণ্টার মধ্যে অভিযুক্তের হদিশ পায় তারা ৷ কিন্তু অভিযুক্তের পরিচয় জানার পরেই তাজ্জব বনে যান সকলে ৷ আর কেউ নন, ভুয়ো কলে মুক্তিপণ দাবি করা অভিযুক্ত খোদ অভিযোগকারীর নাতি (The grandson demanded ransom from his grandfather) ৷

যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে লাগাতার অভিযোগকারীর কাছে ফোন আসছিল, সেই নম্বরটি ট্র্যাক করে অভিযুক্তের কাছে পৌঁছতে বিশেষ বেগ পেতে হয়নি পুলিশকে ৷ তড়িঘড়ি গ্রেফতার করা হয় 'গুণধর' নাতিকে ৷ অভিযোগকারী পুলিশকে জানান, লাগাতার ফোন করে এক কোটি টাকা দাবি করা হচ্ছিল তাঁকে ৷ সঠিক সময়ে সেই টাকা পৌঁছে দিতে না-পারলে ফলাফল মারাত্মক হতে পারে বলেও হুমকি দেওয়া হয় ৷ বিপদে পড়ে পুলিশের দ্বারস্থ হওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা ছিল না অভিযোগকারীর কাছে ৷ শাহপুর কান্দি পুলিশ স্টেশনে গিয়ে ঘটনার কথা বিশদে জানান ওই ব্য়ক্তি ৷

আরও পড়ুন: প্রেমিককে সঙ্গে নিয়ে বিষ প্রয়োগে স্বামীকে হত্যা, গ্রেফতার 2

ঘটনার তদন্তে নেমে যুবককে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে অভিযুক্ত আসলে অভিযোগকারীর নাতি ৷ শুধু তাই নয়, একটি চুরির ঘটনায় আগে থেকেই অভিযুক্ত গ্রেফতার হওয়া যুবক ৷ যদিও আপাতত মুক্তিপণ-কাণ্ডের আসল রহস্য জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে শাহপুর কান্দি থানার পুলিশ ৷ কী কারণে দাদুর থেকে মুক্তিপণ চেয়েছিল সে, জানতে উদগ্রীব পরিবারও ৷

পাঠানকোট, 3 ডিসেম্বর: সিনেমা, ওয়েব সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে অপরাধ প্রবণতা বাড়ছে উত্তরোত্তর ৷ সাম্প্রতিক সময়ে 'ডেক্সটার' ওয়েব সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে দিল্লিতে লিভ-ইন পার্টনারকে খুন এবং পরবর্তীতে দেহ টুকরো-টুকরো করে ফেলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশে ৷ এবার পঞ্জাবের একটি ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের ৷ পাঠানকোটের (Pathankot) এক ব্য়ক্তির কাছে সম্প্রতি ফোন কলে এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে আসছিল অজ্ঞাতপরিচয় একজন ৷ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে শাহপুর কান্দি থানার (Shahpur Kandi Police Station) পুলিশ ৷ কয়েকঘণ্টার মধ্যে অভিযুক্তের হদিশ পায় তারা ৷ কিন্তু অভিযুক্তের পরিচয় জানার পরেই তাজ্জব বনে যান সকলে ৷ আর কেউ নন, ভুয়ো কলে মুক্তিপণ দাবি করা অভিযুক্ত খোদ অভিযোগকারীর নাতি (The grandson demanded ransom from his grandfather) ৷

যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে লাগাতার অভিযোগকারীর কাছে ফোন আসছিল, সেই নম্বরটি ট্র্যাক করে অভিযুক্তের কাছে পৌঁছতে বিশেষ বেগ পেতে হয়নি পুলিশকে ৷ তড়িঘড়ি গ্রেফতার করা হয় 'গুণধর' নাতিকে ৷ অভিযোগকারী পুলিশকে জানান, লাগাতার ফোন করে এক কোটি টাকা দাবি করা হচ্ছিল তাঁকে ৷ সঠিক সময়ে সেই টাকা পৌঁছে দিতে না-পারলে ফলাফল মারাত্মক হতে পারে বলেও হুমকি দেওয়া হয় ৷ বিপদে পড়ে পুলিশের দ্বারস্থ হওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা ছিল না অভিযোগকারীর কাছে ৷ শাহপুর কান্দি পুলিশ স্টেশনে গিয়ে ঘটনার কথা বিশদে জানান ওই ব্য়ক্তি ৷

আরও পড়ুন: প্রেমিককে সঙ্গে নিয়ে বিষ প্রয়োগে স্বামীকে হত্যা, গ্রেফতার 2

ঘটনার তদন্তে নেমে যুবককে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে অভিযুক্ত আসলে অভিযোগকারীর নাতি ৷ শুধু তাই নয়, একটি চুরির ঘটনায় আগে থেকেই অভিযুক্ত গ্রেফতার হওয়া যুবক ৷ যদিও আপাতত মুক্তিপণ-কাণ্ডের আসল রহস্য জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে শাহপুর কান্দি থানার পুলিশ ৷ কী কারণে দাদুর থেকে মুক্তিপণ চেয়েছিল সে, জানতে উদগ্রীব পরিবারও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.