নয়াদিল্লি, 1 অক্টোবর : পাকিস্তান (Pakistan) সরকারের টুইটার অ্যাকাউন্ট (Twitter Account) ভারত (India) থেকে খোলা যাচ্ছে না ৷ শনিবার সকালে বিষয়টি নজরে আসে ৷
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যে কেন এমন ঘটনা ঘটল ? তাহলে কি ভারত সরকার এদেশে পাকিস্তানের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিল ৷ যদিও সরকারি তরফে এখনও এই নিয়ে কিছু জানা যায়নি ৷
তবে চলতি বছরের জুলাই মাসে একই ঘটনা ঘটেছিল ৷ তখনও পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট খোলা যাচ্ছিল না ৷ পরে অবশ্য আবার থেকে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট খোলা যেতে থাকে ৷ তার পর আবার শনিবার একই ঘটনা ঘটল ৷
প্রসঙ্গত, এদিন টুইটারে গভর্নমেন্ট অফ পাকিস্তান (Government of Pakistan) সার্চ করলে একটি মেসেজ দেখাচ্ছে, যেখানে লেখা আছে - পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট আইনি দাবির প্রেক্ষিতে ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৷
টুইটারে আগেই জানিয়ে রেখে যে কোনও বৈধ কর্তৃপক্ষ যুক্তিযুক্ত আপত্তি তুললে তারা তাদের প্ল্যাটফর্ম থেকে যে কোনও অ্যাকাউন্ট সংশ্লিষ্ট দেশ থেকে নির্দিষ্ট সময়ের জন্য সরিয়ে দিতে পারে ৷ এক্ষেত্রে তেমন কিছু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷
প্রসঙ্গত, দিন কয়েক আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক 16টি ইউটিউব চ্যানেল (Youtube Channels) ব্লক করে দেয় ৷ তার মধ্যে পাকিস্তানের ছ’টি ইউটিউব চ্যানেল ছিল ৷ জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই কারণ দেখিয়ে ওই চ্যানেলগুলি ব্লক করে দেওয়া হয় ৷
এর আগে গত জুনে ভারত রাষ্ট্রসংঘে (United Nations) পাকিস্তানে দূতাবাস, তুরস্ক, ইরান ও মিশর সরকারের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয় টুইটার ৷ অগস্টে আবার ভারত সরকার 8টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় ৷ তার মধ্যে পাকিস্তানের একটা অ্যাকাউন্ট ছিল ৷
এখনও ভারত বিরোধী কাজের অভিযোগে সরকার 100টি ইউটিউব চ্যানেল, 4টি ফেসবুক পেজ 5টা টুইটার অ্যাকাউন্ট ও 3টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ৷
আরও পড়ুন : টুইট সরানোর আইনি দাবিতে শীর্ষে ভারত, জানাল টুইটার