নয়াদিল্লি, 2 জুন : ধর্ষণের মামলায় সাংবাদিক তরুণ তেজপালের খালাসের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টের কাছে আপিল করে গোয়া সরকারের তরফে বলা হয় যে এটি বিচারের জন্য উপযুক্ত মামলা ছিল ৷ ট্র্যাক কোর্টের বোঝাপড়ার অভাবে অভিযোগকারিণীর মানসিক অবস্থা ও তাঁর চরিত্রকে ভর্ৎসনা করা হয়েছে ৷
তরুণ তেজপালের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতের গোয়া বেঞ্চে দায়ের করা মামলাটি এই সপ্তাহে সংশোধন করা হয়েছে এবং এই মামলায় আরও কিছু ভিত্তি সংযোজন করা হয়েছে ৷
আরও পড়ুন : আট বছর পর ধর্ষণের মামলায় বেকসুর খালাস সাংবাদিক তরুণ তেজপাল
গোয়া সরকারের তরফে ট্রায়াল কোর্টকে বলা হয়, "সাক্ষীদের দেওয়া প্রমাণকে পরম সত্য হিসাবে বিবেচনা করেছেন ঠিকই কিন্তু একই সঙ্গে অভিযোগকারিণী এবং সাক্ষীদের দেওয়া প্রমাণগুলি না খুঁজে তাঁদের সম্মানহানি করেছেন ৷"