ETV Bharat / bharat

পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের - জঙ্গি হামলা

বায়ুসেনার ঘাঁটিতে বিস্ফোরণের পর, এবার কাশ্মীরের প্রাক্তন এক পুলিশ আধিকারিককে সপরিবারে হত্যা করল জঙ্গিরা ৷ পুলওয়ামার অবন্তিপোরায় ফায়াজ আহমেদ নামে ওই স্পেশাল অফিসারের বাড়িতে ঢুকে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায় বলে খবর ৷

terrorists-shoot-dead-police-officer-his-family in pulwama jammu kashmir
পুলওয়ামায় পরিবার সহ পুলিশ আধিকারিককে হত্যা করল জঙ্গিরা
author img

By

Published : Jun 28, 2021, 10:32 AM IST

Updated : Jun 28, 2021, 1:23 PM IST

শ্রীনগর, 28 জুন : পুলওয়ামা জেলায় প্রাক্তন এক পুলিশ আধিকারিক ও তাঁর পরিবারকে গুলি করে মারল জঙ্গিরা ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে কাশ্মীর পুলিশের তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে ৷ রাত 11টা 15 মিনিট নাগাদ পুলওয়ামা জেলার অবন্তিপোরার হারিপারিগামে প্রাক্তন অফিসার ফায়াজ আহমেদের বাড়িতে ঢোকে জঙ্গিরা ৷

প্রাক্তন পুলিশ আধিকারিক ফায়াজ আহমেদ সেই সময় বাড়িতেই ছিলেন ৷ ঘরে ঢুকে ওই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ তাঁর স্ত্রী রাজা বানো এবং মেয়েকেও গুলি করে হত্যা করে ওই জঙ্গিরা ৷ গুলি চালানোর পর ঘটনাস্থলেই ফায়াজ আহমেদের মৃত্যু হয় ৷ তাঁর স্ত্রী রাজা বানোকে আশঙ্কানজক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান ৷ অন্যদিকে, তাঁদের মেয়ে আজ সকালে ওই হাসপাতালেই মারা গিয়েছে ৷ তার শরীরে গুলি লাগায় একাধিক জখম ছিল ৷ জঙ্গিদের খোঁজে জম্মু ও কাশ্মীর পুলিশ তল্লাশি শুরু করেছে ৷

  • #Terrorists barged into the house of SPO Fayaz Ahmad of Hariparigam Awantipora & fired #indiscriminately. In this #terror incident, he along with his wife & daughter recieved #critical gunshot injuries. Fayaz Ahmad #succumbed to his injuries. Area cordoned off. Search going on.

    — Kashmir Zone Police (@KashmirPolice) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jammu Blast : কড়া সতর্কতা জারি পাঠানকোটে

প্রসঙ্গত, টানা চার মাস উপত্যকায় কার্যত কোনও সন্ত্রাসের চিহ্ন ছিল না ৷ কিন্তু, হঠাৎ করেই গত কয়েক সপ্তাহে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটতে শুরু করেছে ৷ যার সবচেয়ে বড় হামলাটি হয়েছে গতকাল ৷ জম্মু বিমানবন্দরের ভিতরে বায়ুসেনার ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দু’টি বিস্ফোরণ হয় ৷ ঘটনায় 2 জওয়ান আহত হয়েছেন ৷ অনুমান করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে আকাশপথে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে ৷ ঘটনায় ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের আওতায় সুয়োমোটো মামলা রুজু করা হয়েছে বলে খবর ৷ এই ঘটনার পর উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷

শ্রীনগর, 28 জুন : পুলওয়ামা জেলায় প্রাক্তন এক পুলিশ আধিকারিক ও তাঁর পরিবারকে গুলি করে মারল জঙ্গিরা ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে কাশ্মীর পুলিশের তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে ৷ রাত 11টা 15 মিনিট নাগাদ পুলওয়ামা জেলার অবন্তিপোরার হারিপারিগামে প্রাক্তন অফিসার ফায়াজ আহমেদের বাড়িতে ঢোকে জঙ্গিরা ৷

প্রাক্তন পুলিশ আধিকারিক ফায়াজ আহমেদ সেই সময় বাড়িতেই ছিলেন ৷ ঘরে ঢুকে ওই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ তাঁর স্ত্রী রাজা বানো এবং মেয়েকেও গুলি করে হত্যা করে ওই জঙ্গিরা ৷ গুলি চালানোর পর ঘটনাস্থলেই ফায়াজ আহমেদের মৃত্যু হয় ৷ তাঁর স্ত্রী রাজা বানোকে আশঙ্কানজক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান ৷ অন্যদিকে, তাঁদের মেয়ে আজ সকালে ওই হাসপাতালেই মারা গিয়েছে ৷ তার শরীরে গুলি লাগায় একাধিক জখম ছিল ৷ জঙ্গিদের খোঁজে জম্মু ও কাশ্মীর পুলিশ তল্লাশি শুরু করেছে ৷

  • #Terrorists barged into the house of SPO Fayaz Ahmad of Hariparigam Awantipora & fired #indiscriminately. In this #terror incident, he along with his wife & daughter recieved #critical gunshot injuries. Fayaz Ahmad #succumbed to his injuries. Area cordoned off. Search going on.

    — Kashmir Zone Police (@KashmirPolice) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Jammu Blast : কড়া সতর্কতা জারি পাঠানকোটে

প্রসঙ্গত, টানা চার মাস উপত্যকায় কার্যত কোনও সন্ত্রাসের চিহ্ন ছিল না ৷ কিন্তু, হঠাৎ করেই গত কয়েক সপ্তাহে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটতে শুরু করেছে ৷ যার সবচেয়ে বড় হামলাটি হয়েছে গতকাল ৷ জম্মু বিমানবন্দরের ভিতরে বায়ুসেনার ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দু’টি বিস্ফোরণ হয় ৷ ঘটনায় 2 জওয়ান আহত হয়েছেন ৷ অনুমান করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে আকাশপথে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে ৷ ঘটনায় ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের আওতায় সুয়োমোটো মামলা রুজু করা হয়েছে বলে খবর ৷ এই ঘটনার পর উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷

Last Updated : Jun 28, 2021, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.