ETV Bharat / bharat

Encounter in Baramulla: বারামুলায় গুলির লড়াই, সেনার এনকাউন্টারে নিকেশ দুই লস্কর জঙ্গি

নিরাপত্তাবাহিনীর কাছে আগে থাকতে খবর ছিল ৷ সেই অনুযায়ী এলাকা ঘিরে ফেলে তারা ৷ এরপর জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয় ৷ পরে তা এনকাউন্টারে পরিণত হয় ৷ মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷

Jammu and Kashmir Encounter
জম্মু ও কাশ্মীরে এনকাউন্টার
author img

By

Published : May 4, 2023, 8:33 AM IST

Updated : May 4, 2023, 10:04 AM IST

শ্রীনগর, 4 মে: উপত্যকায় এনকাউন্টারে নিকেশ দুই লস্কর-ই-তইবা জঙ্গি ৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে । এ নিয়ে কাশ্মীর জোন পুলিশ টুইটে লিখেছে, "দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে ৷ তাদের সনাক্তকরণের কাজ চলছে ৷ একটি একে 47 রাইফেল এবং একটি পিস্তল-সহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ।" বারামুল্লা জেলার ওয়ানিগাম পায়েন ক্রিরি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমনই তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে ৷ এই অভিযানে একটি একে 47 রাইফেল এবং একটি পিস্তল-সহ বেশ কিছু অস্ত্র, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত জিনিসপত্র উদ্ধার হয় ৷

একজন পুলিশ কর্মী জানিয়েছেন, জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালালে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয় ৷ এখনও অভিযান চলছে বলেই খবর ৷ এর আগে বুধবার, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হয় ৷ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বুধবার সকালে কুপওয়ারা জেলার পিচনাদ মাচিল এলাকার কাছে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে একটি এনকাউন্টার শুরু হয় ৷ এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে ভারতীয় সেনাবাহিনী এবং কুপওয়ারা পুলিশ একসঙ্গে কাজ করছে ৷

শ্রীনগরের প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা (পিআরও) জানিয়েছেন, নিরাপত্তাকর্মীরা কুপওয়ারার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশের (এসএসপি) দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে ৷ তারা সতর্ক করেছিল, সন্ত্রাসবাদী লঞ্চ প্যাডগুলির মধ্যে একটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে মাচাল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ৷ পিআরও জানান, 1 মে সৈন্যদের উচ্চ-সতর্কবার্তা দেওয়া হয়েছিল ৷ এলাকায় অনুপ্রবেশ আটকাতে একটি সু-সমন্বিত গ্রিড স্থাপন করা হয়েছিল ৷

ভারতীয় সেনাবাহিনী এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) কুপওয়ারাকেও অনুপ্রবেশের সম্ভাব্য রুটের মধ্যেই ধরেছিল ৷ বুধবার সকালে সেনারা জঙ্গিদের দেখতে পায় ৷ দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় যার ফলে দুই সন্ত্রাসবাদী নিহত হয় ৷ দুই জঙ্গির মৃতদেহের কাছ থেকে দু'টি একে সিরিজের রাইফেল, ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় ৷ বর্তমানে তাদের পরিচয় ও সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী নিশ্চিত করা হচ্ছে ৷

আরও পড়ুন: বদগামে চলছে তীব্র গুলির লড়াই, বাহিনীর ফাঁদে 2 জঙ্গি

শ্রীনগর, 4 মে: উপত্যকায় এনকাউন্টারে নিকেশ দুই লস্কর-ই-তইবা জঙ্গি ৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে । এ নিয়ে কাশ্মীর জোন পুলিশ টুইটে লিখেছে, "দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে ৷ তাদের সনাক্তকরণের কাজ চলছে ৷ একটি একে 47 রাইফেল এবং একটি পিস্তল-সহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ।" বারামুল্লা জেলার ওয়ানিগাম পায়েন ক্রিরি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমনই তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে ৷ এই অভিযানে একটি একে 47 রাইফেল এবং একটি পিস্তল-সহ বেশ কিছু অস্ত্র, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত জিনিসপত্র উদ্ধার হয় ৷

একজন পুলিশ কর্মী জানিয়েছেন, জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালালে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয় ৷ এখনও অভিযান চলছে বলেই খবর ৷ এর আগে বুধবার, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হয় ৷ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বুধবার সকালে কুপওয়ারা জেলার পিচনাদ মাচিল এলাকার কাছে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে একটি এনকাউন্টার শুরু হয় ৷ এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে ভারতীয় সেনাবাহিনী এবং কুপওয়ারা পুলিশ একসঙ্গে কাজ করছে ৷

শ্রীনগরের প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা (পিআরও) জানিয়েছেন, নিরাপত্তাকর্মীরা কুপওয়ারার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশের (এসএসপি) দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে ৷ তারা সতর্ক করেছিল, সন্ত্রাসবাদী লঞ্চ প্যাডগুলির মধ্যে একটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে মাচাল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ৷ পিআরও জানান, 1 মে সৈন্যদের উচ্চ-সতর্কবার্তা দেওয়া হয়েছিল ৷ এলাকায় অনুপ্রবেশ আটকাতে একটি সু-সমন্বিত গ্রিড স্থাপন করা হয়েছিল ৷

ভারতীয় সেনাবাহিনী এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) কুপওয়ারাকেও অনুপ্রবেশের সম্ভাব্য রুটের মধ্যেই ধরেছিল ৷ বুধবার সকালে সেনারা জঙ্গিদের দেখতে পায় ৷ দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় যার ফলে দুই সন্ত্রাসবাদী নিহত হয় ৷ দুই জঙ্গির মৃতদেহের কাছ থেকে দু'টি একে সিরিজের রাইফেল, ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় ৷ বর্তমানে তাদের পরিচয় ও সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী নিশ্চিত করা হচ্ছে ৷

আরও পড়ুন: বদগামে চলছে তীব্র গুলির লড়াই, বাহিনীর ফাঁদে 2 জঙ্গি

Last Updated : May 4, 2023, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.