ETV Bharat / bharat

Shopian Encounter : শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ 1 জঙ্গি - One militant killed in encounter

জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার তুর্কওয়াঙ্গাম এলাকায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় জঙ্গির (one militant killed in Shopian encounter) ৷ এলাকায় এখনও চলছে অভিযান ৷

Shopian Terrorist Encounter
শোপিয়ানে এনকাউন্টারে মৃত্য়ু জঙ্গির
author img

By

Published : Apr 1, 2022, 10:24 AM IST

শ্রীনগর, 1 এপ্রিল : জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত এক জঙ্গি ৷ জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার তুর্কওয়াঙ্গাম এলাকায় এনকাউন্টারে খতম হয় ওই জঙ্গি (one militant killed in Shopian encounter) ৷ নিহত জঙ্গির পরিচয় এখনও জনা যায়নি ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ টুইট জানিয়েছে, "শোপিয়ানের তুর্কওয়াঙ্গাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে । আরও বিস্তারিত জানা যাবে ।"

আরও পড়ুন : Srinagar Encounter : শ্রীনগরের নওগামে এনকাউন্টার, মৃত 3 জঙ্গি

জানা গিয়েছে, এদিন সূত্র মারফৎ পুলিশের কাছে খবর আসে তুর্কওয়াঙ্গাম এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ সেইমতো বৃহস্পতিবার রাতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে ৷ পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী ৷ জঙ্গিরা পুলিশকে লক্ষ্য় করে গুলি চালায় ৷ পাল্টা পুলিশকের গুলিতে খতম হয় ওই জঙ্গি ৷ তবে জঙ্গির পরিচয় এবং কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে সে যুক্ত ছিল তা জানার চেষ্টা হচ্ছে ৷ তল্লাশি অভিযান এখনও শেষ হয়নি ৷ আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তা খুঁজে দেখছে নিরাপত্তাবাহিনী ৷

প্রসঙ্গত, এর আগে 30 মার্চ শ্রীনগরের রায়নাওয়ারি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় দুই লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি ৷

শ্রীনগর, 1 এপ্রিল : জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত এক জঙ্গি ৷ জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার তুর্কওয়াঙ্গাম এলাকায় এনকাউন্টারে খতম হয় ওই জঙ্গি (one militant killed in Shopian encounter) ৷ নিহত জঙ্গির পরিচয় এখনও জনা যায়নি ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ টুইট জানিয়েছে, "শোপিয়ানের তুর্কওয়াঙ্গাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে । আরও বিস্তারিত জানা যাবে ।"

আরও পড়ুন : Srinagar Encounter : শ্রীনগরের নওগামে এনকাউন্টার, মৃত 3 জঙ্গি

জানা গিয়েছে, এদিন সূত্র মারফৎ পুলিশের কাছে খবর আসে তুর্কওয়াঙ্গাম এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ সেইমতো বৃহস্পতিবার রাতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে ৷ পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী ৷ জঙ্গিরা পুলিশকে লক্ষ্য় করে গুলি চালায় ৷ পাল্টা পুলিশকের গুলিতে খতম হয় ওই জঙ্গি ৷ তবে জঙ্গির পরিচয় এবং কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে সে যুক্ত ছিল তা জানার চেষ্টা হচ্ছে ৷ তল্লাশি অভিযান এখনও শেষ হয়নি ৷ আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তা খুঁজে দেখছে নিরাপত্তাবাহিনী ৷

প্রসঙ্গত, এর আগে 30 মার্চ শ্রীনগরের রায়নাওয়ারি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় দুই লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.