ETV Bharat / bharat

রাজৌরিতে জঙ্গি ডেরার হদিশ, প্রচুর অস্ত্র উদ্ধার - কাশ্মীরে জঙ্গি ডেরা

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরা থেকে একটি একে অ্যাসল্ট রাইফেল, 94টি গুলি-সহ তিনটি ম্যাগাজিন, দুটি পিস্তল ও পাঁচটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার উদ্ধার করল পুলিশ ও সেনার যৌথ বাহিনী।

Terrorist hideout busted in J-K's Rajouri
রাজৌরিতে খোঁজ মিলল জঙ্গি ডেরার, উদ্ধার প্রচুর অস্ত্র
author img

By

Published : Feb 1, 2021, 9:45 AM IST

জম্মু, 1 ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরে তল্লাশি চালিয়ে জঙ্গিদের একটি গোপন ডেরার খোঁজ পেল সেনাবাহিনী । রাজৌরি জেলার ওই ডেরা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক।

আধিকারিকরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধলের ক্ষেত চাকা এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনা। তখনই জঙ্গিদের গোপন ডেরা তাদের নজরে আসে। আধিকারিকরা জানিয়েছেন, একটি একে অ্যাসল্ট রাইফেল, 94টি গুলি-সহ তিনটি ম্যাগাজিন, দুটি পিস্তল ও পাঁচটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার উদ্ধার হয়েছে জঙ্গি ঘাঁটি থেকে। যদিও এই অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি।

আরও পড়ুন: দিল্লিতে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ

জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ রুখতে তত্‍‌পর বাহিনী। গত কয়েক মাসে কয়েকটি এনকাউন্টারে মৃত্যু হয়েছে কয়েকজন জঙ্গির। সাফল্য পেয়েছে ভারতীয় সেনা।

জম্মু, 1 ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরে তল্লাশি চালিয়ে জঙ্গিদের একটি গোপন ডেরার খোঁজ পেল সেনাবাহিনী । রাজৌরি জেলার ওই ডেরা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক।

আধিকারিকরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধলের ক্ষেত চাকা এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনা। তখনই জঙ্গিদের গোপন ডেরা তাদের নজরে আসে। আধিকারিকরা জানিয়েছেন, একটি একে অ্যাসল্ট রাইফেল, 94টি গুলি-সহ তিনটি ম্যাগাজিন, দুটি পিস্তল ও পাঁচটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার উদ্ধার হয়েছে জঙ্গি ঘাঁটি থেকে। যদিও এই অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি।

আরও পড়ুন: দিল্লিতে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ

জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ রুখতে তত্‍‌পর বাহিনী। গত কয়েক মাসে কয়েকটি এনকাউন্টারে মৃত্যু হয়েছে কয়েকজন জঙ্গির। সাফল্য পেয়েছে ভারতীয় সেনা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.