ETV Bharat / bharat

Dogs Fear in Bagaha: বিহারে সারমেয় আতঙ্ক, কামড়ে জখম 15 - পথ কুকুর

বিহারের বাঘায় সারমেয় আতঙ্ক । কুকুরের আতঙ্কে ঘরবন্দি স্থানীয় বাসিন্দারা ৷ গত 24 ঘণ্টায় প্রায় 15 জনকে কামড়ে আহত করেছে । বিস্তারিত খবর পড়ুন নীচের প্রতিবেদনে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 1:56 PM IST

বগহা (বিহার), 28 সেপ্টেম্বর: পথ কুকুরের আতঙ্কে বিহারের বগহা শহরের এলাকাবাসী ৷ গত চব্বিশ ঘণ্টায় 15 জন জখম হয়েছেন এই কুকুরের কামড়ে ৷ যাদের মধ্যে 3 জন বাইক আরোহী ৷ আহতরা সকলেই স্থানীয় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং সকলেই বাঘা এলাকার ৷ স্থানীয়দের দাবি ওই পথ কুকুরটি অসুস্থ ও পাগল হয়ে গিয়েছে ৷ সকলেই ওই কুকুরটিকে ভয় পাচ্ছে ৷

বাঘায় কুকুর আতঙ্ক: স্থানীয় সূত্রে খবর বগহা এলাকায় একটি পথ কুকুরের দল রয়েছে ৷ সেই দলেরই একটি সারমেয় পাগল হয়ে যাওয়ায় আতঙ্কে এলাকাবাসী ৷ ইতিমধ্যে তিনজন বাইক আরোহীকে কামড়েছে ওই পাগলা কুকুরটি ৷ রাস্তা দিয়ে স্টেশনের দিকে যাওয়ার পথেই আক্রমণ করে কুকুরটি ৷ আহতদের সকলেকেই স্থানীয় মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে চিকিৎাসার জন্য ৷

চিকিৎসার অব্যবস্থা: এলাকায় এক সঙ্গে 15জন কুকুরের কামড়ে জখম হওয়ায় চিকিৎসা ক্ষেত্রেও অব্যবস্থার চিত্র ফুটে উঠেছে ৷ জলাতঙ্কের পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা থাকলেও ইঞ্জেকশনের সিরিঞ্জ না-থাকায় সমস্যায় পড়েছেন চিকিৎসকরা ৷ ইতিমধ্যেই 30-35জন রোগীকে জলাতঙ্কের ইঞ্জেকশন দেওয়া হয়েছে ৷ তবে কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসক ও মানুষজন ৷ প্রতিদিনই কুকুরের কামড়ে জখম একাধিক ব্যক্তি হাসপাতালের আসছেন চিকিৎসার জন্য ৷ বগহা হাসপাতালের এক চিকিৎসক জানান, ইতিমধ্যেই আহতদের টিকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ তবে ওষুধের সরবারহ কম থাকায় সমস্যায় পড়ছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন: কুকুরকে হাঁটানো ঘিরে বচসা, 2 ব্যক্তিকে গুলি করে খুন ! অভিযুক্ত ব্যাংকের নিরাপত্তারক্ষী

স্টেশনের কাছে কুকুর হামলা: জানা গিয়েছে সুনীল সাহানি ও ধর্মেন্দ্র কুমার যারা ইউপি সীমান্ত থেকে বগহায় আত্মীয়ের বাড়ি এসেছিলেন ৷ একটি পাগল কুকুরের কামড়ে জখম হন ৷ 70 কিলোমিটার দূরে চিকিৎসাকেন্দ্রে গিয়ে জলাতঙ্কের টিকা নিয়ছেন তিনি ৷ কুকুরের কামড়ে জখম সুনীল সাহানি নামে আরও একজন বলেন, "তিনি উত্তর প্রদেশ থেকে বগহায় বোনের বাড়ি বেড়াতে এসেছিলেন ৷ স্টেশনের কাছে একটি পাগল কুকুরের কামড়ে জখম হয়েছেন ৷"

বগহা (বিহার), 28 সেপ্টেম্বর: পথ কুকুরের আতঙ্কে বিহারের বগহা শহরের এলাকাবাসী ৷ গত চব্বিশ ঘণ্টায় 15 জন জখম হয়েছেন এই কুকুরের কামড়ে ৷ যাদের মধ্যে 3 জন বাইক আরোহী ৷ আহতরা সকলেই স্থানীয় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং সকলেই বাঘা এলাকার ৷ স্থানীয়দের দাবি ওই পথ কুকুরটি অসুস্থ ও পাগল হয়ে গিয়েছে ৷ সকলেই ওই কুকুরটিকে ভয় পাচ্ছে ৷

বাঘায় কুকুর আতঙ্ক: স্থানীয় সূত্রে খবর বগহা এলাকায় একটি পথ কুকুরের দল রয়েছে ৷ সেই দলেরই একটি সারমেয় পাগল হয়ে যাওয়ায় আতঙ্কে এলাকাবাসী ৷ ইতিমধ্যে তিনজন বাইক আরোহীকে কামড়েছে ওই পাগলা কুকুরটি ৷ রাস্তা দিয়ে স্টেশনের দিকে যাওয়ার পথেই আক্রমণ করে কুকুরটি ৷ আহতদের সকলেকেই স্থানীয় মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে চিকিৎাসার জন্য ৷

চিকিৎসার অব্যবস্থা: এলাকায় এক সঙ্গে 15জন কুকুরের কামড়ে জখম হওয়ায় চিকিৎসা ক্ষেত্রেও অব্যবস্থার চিত্র ফুটে উঠেছে ৷ জলাতঙ্কের পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা থাকলেও ইঞ্জেকশনের সিরিঞ্জ না-থাকায় সমস্যায় পড়েছেন চিকিৎসকরা ৷ ইতিমধ্যেই 30-35জন রোগীকে জলাতঙ্কের ইঞ্জেকশন দেওয়া হয়েছে ৷ তবে কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসক ও মানুষজন ৷ প্রতিদিনই কুকুরের কামড়ে জখম একাধিক ব্যক্তি হাসপাতালের আসছেন চিকিৎসার জন্য ৷ বগহা হাসপাতালের এক চিকিৎসক জানান, ইতিমধ্যেই আহতদের টিকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ তবে ওষুধের সরবারহ কম থাকায় সমস্যায় পড়ছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন: কুকুরকে হাঁটানো ঘিরে বচসা, 2 ব্যক্তিকে গুলি করে খুন ! অভিযুক্ত ব্যাংকের নিরাপত্তারক্ষী

স্টেশনের কাছে কুকুর হামলা: জানা গিয়েছে সুনীল সাহানি ও ধর্মেন্দ্র কুমার যারা ইউপি সীমান্ত থেকে বগহায় আত্মীয়ের বাড়ি এসেছিলেন ৷ একটি পাগল কুকুরের কামড়ে জখম হন ৷ 70 কিলোমিটার দূরে চিকিৎসাকেন্দ্রে গিয়ে জলাতঙ্কের টিকা নিয়ছেন তিনি ৷ কুকুরের কামড়ে জখম সুনীল সাহানি নামে আরও একজন বলেন, "তিনি উত্তর প্রদেশ থেকে বগহায় বোনের বাড়ি বেড়াতে এসেছিলেন ৷ স্টেশনের কাছে একটি পাগল কুকুরের কামড়ে জখম হয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.