ETV Bharat / bharat

অরুণাচল প্রদেশের খারসাংয়ে গুলির লড়াই ঘিরে উত্তেজনা

Gun Firing Incident in Arunachal Pradesh Kharsang: অরুণাচল প্রদেশের খারসাংয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আহত এক ৷ নিরাপত্তাবাহিনীর দাবি, আহত ব্যক্তি জঙ্গি ৷ কিন্তু স্থানীয়দের দাবি, আহত ব্যক্তি নিরাপরাধ ৷ এই নিয়ে উত্তেজনা ছড়ায় সেখানে ৷

Arunachal Pradesh
Arunachal Pradesh
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 3:44 PM IST

তিনসুকিয়া, 18 নভেম্বর: সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ের ঘটনা ঘটল অরুণাচল প্রদেশের খারসাং এলাকায় ৷ শুক্রবার রাতে এই ঘটনা ঘটে ৷ এর ফলে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ প্রাথমিক তথ্য অনুসারে, অসম রাইফেলসের 11 ব্যাটালিয়নের সঙ্গে জঙ্গিদের এই গুলির লড়াই হয় ৷ একজন জঙ্গি আহত হয়েছে বলে জানা গিয়েছে । গুলি বিনিময়ের সময় খারসাংয়ের ইনজান বস্তিতে গুলিবিদ্ধ হয় ওই জঙ্গি ৷ আহত জঙ্গিকে খারসাং হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ।

সূত্রের খবর, এই খবর পেয়ে স্থানীয়দের একাংশ খারসাং হাসপাতালে পৌঁছে যায় ৷ সেখানে তারা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে । তখন হাসপাতালে উপস্থিত নিরাপত্তাকর্মীদের সঙ্গে স্থানীয়দের তুমুল কথা কাটাকাটি হয় । স্থানীয়দের দাবি, নিরাপত্তা বাহিনী স্থানীয় লোকজনকে জঙ্গি আখ্যা দিয়ে তাঁদের উপর গুলি চালিয়েছে । স্থানীয় এক নিরীহ ব্যক্তির পায়ে গুলি লেগেছে বলে দাবি তাঁদের । তাঁরা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ৷ একই সঙ্গে তাঁদের দাবি, আহতকে চিকিৎসার পর ছেড়ে দিতে হবে ৷

তবে নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তিন সদস্যের একটি জঙ্গি গোষ্ঠী ইনজান বস্তিতে ক্যাম্প করেছিল । খবর পেয়েই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় ৷ সেই অভিযানের সময় জঙ্গিদের তরফ থেকে প্রথমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় । পালটা জবাবে নিরাপত্তা বাহিনী গুলি চালায় ৷ তখনই একজন জঙ্গির পায়ে গুলি লাগে৷ অন্য দু’জন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ।

নিরাপত্তাবাহিনী আরও জানিয়েছে, পরে আহত ব্যক্তিকে খারসাং হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় ৷ অরুণাচল পুলিশ আশ্বাস দিয়েছে যে ঘটনার সঠিক তদন্ত করা হবে । উল্লেখ্য, দু'দিন আগে অরুণাচল প্রদেশের লংডিং থেকে সন্দেহভাজন এনএসসিএন-(কে-ওয়াইএ) সংগঠন দু’জনকে অপহরণ করে । সেই নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল ৷ তার মধ্যে এই ঘটনা নতুন করে উত্তেজনা ছড়াল ৷

আরও পড়ুন:

  1. পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, বারামুল্লায় গ্রেনেড হামলায় জখম 6
  2. উত্তর-পূর্বের দু'টি রাজ্যে বাড়ল আফস্পার সময়সীমা, নোটিশ স্বরাষ্ট্রমন্ত্রকের

তিনসুকিয়া, 18 নভেম্বর: সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ের ঘটনা ঘটল অরুণাচল প্রদেশের খারসাং এলাকায় ৷ শুক্রবার রাতে এই ঘটনা ঘটে ৷ এর ফলে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ প্রাথমিক তথ্য অনুসারে, অসম রাইফেলসের 11 ব্যাটালিয়নের সঙ্গে জঙ্গিদের এই গুলির লড়াই হয় ৷ একজন জঙ্গি আহত হয়েছে বলে জানা গিয়েছে । গুলি বিনিময়ের সময় খারসাংয়ের ইনজান বস্তিতে গুলিবিদ্ধ হয় ওই জঙ্গি ৷ আহত জঙ্গিকে খারসাং হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ।

সূত্রের খবর, এই খবর পেয়ে স্থানীয়দের একাংশ খারসাং হাসপাতালে পৌঁছে যায় ৷ সেখানে তারা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে । তখন হাসপাতালে উপস্থিত নিরাপত্তাকর্মীদের সঙ্গে স্থানীয়দের তুমুল কথা কাটাকাটি হয় । স্থানীয়দের দাবি, নিরাপত্তা বাহিনী স্থানীয় লোকজনকে জঙ্গি আখ্যা দিয়ে তাঁদের উপর গুলি চালিয়েছে । স্থানীয় এক নিরীহ ব্যক্তির পায়ে গুলি লেগেছে বলে দাবি তাঁদের । তাঁরা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ৷ একই সঙ্গে তাঁদের দাবি, আহতকে চিকিৎসার পর ছেড়ে দিতে হবে ৷

তবে নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তিন সদস্যের একটি জঙ্গি গোষ্ঠী ইনজান বস্তিতে ক্যাম্প করেছিল । খবর পেয়েই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় ৷ সেই অভিযানের সময় জঙ্গিদের তরফ থেকে প্রথমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় । পালটা জবাবে নিরাপত্তা বাহিনী গুলি চালায় ৷ তখনই একজন জঙ্গির পায়ে গুলি লাগে৷ অন্য দু’জন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ।

নিরাপত্তাবাহিনী আরও জানিয়েছে, পরে আহত ব্যক্তিকে খারসাং হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় ৷ অরুণাচল পুলিশ আশ্বাস দিয়েছে যে ঘটনার সঠিক তদন্ত করা হবে । উল্লেখ্য, দু'দিন আগে অরুণাচল প্রদেশের লংডিং থেকে সন্দেহভাজন এনএসসিএন-(কে-ওয়াইএ) সংগঠন দু’জনকে অপহরণ করে । সেই নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল ৷ তার মধ্যে এই ঘটনা নতুন করে উত্তেজনা ছড়াল ৷

আরও পড়ুন:

  1. পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, বারামুল্লায় গ্রেনেড হামলায় জখম 6
  2. উত্তর-পূর্বের দু'টি রাজ্যে বাড়ল আফস্পার সময়সীমা, নোটিশ স্বরাষ্ট্রমন্ত্রকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.