কামারেড্ডি (তেলেঙ্গানা), 29 সেপ্টেম্বর: যেখানে দেশের বিভিন্ন জায়গায় অপরাধ একের পর এক মাথা চাড়া দিয়ে উঠছে ৷ সেখানে এ যেনও এক ব্যতিক্রমী গল্প ৷ আর এই ঘটনা তেলেঙ্গানার রিয়াগাতলাপল্লি (Ryagatlapalli) গ্রামের ৷ যা অন্য গ্রামের থেকে আলাদা ৷
কেনও এই গ্রাম ব্যতিক্রম ? চলুন তাহলে খোলসা করে বলা যাক ৷ এই গ্রামটিতে গত 40 বছর ধরে পুলিশে একটিও অভিযোগ নথিভুক্ত হয়নি ৷ শুনে অবাক লাগলেও এটি কোনও সিনেমার গল্প নয় ৷ বাস্তবেই ঘটেছে এমন ঘটনা ৷ এই 40 বছরে একজনও গ্রামের বাসিন্দা কাউকে পুলিশ স্টেশনে যেতে দেখা যায়নি ৷ আর এই গ্রামটি অবস্থিত কামারেডি-মেদক জেলার সীমানায় (Kamareddy Medak district) ৷ এমনটাই জানিয়েছেন ভিক্কানুর এসআই আনন্দ গৌড় (Bhikkanur SI Anand Goud) ৷
এই বছর স্বাধীনতা দিবসে রিয়াগাতলাপল্লির জেলা আদালতের বিচারক শ্রীদেবী (District Judge of Ryagatpalli Sridevi) গ্রামটিকে আনুষ্ঠানিকভাবে 'মামলা মুক্ত গ্রাম' (Litigation Free Village) ঘোষণা করেছিলেন । মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ওই গ্রামে কর্তৃপক্ষের কাছে সেই সার্টিফিকেট তুলে দেন বিচারক ।
এই গ্রামে 930 জন-সহ 180টি পরিবারের বসবাস করে ৷ এখানে সবাই একসঙ্গে মিলেমিশে পরিবারের মতো থাকে ৷ যদিও রিয়াগাতলাপল্লি গ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও রয়েছেন ৷ তবু তাদের কেউই রাজনৈতিক হিংসার মধ্যে জড়ায় না ৷ বরং এর পরিবর্তে তারা গ্রামের উন্নয়নের দিকে বেশি খেয়াল দেন । এমনকী এই গ্রামে বিক্রি হয় না মদ ৷ গ্রামে একটি বেআইনি মদের দোকান রয়েছে ৷ তবে তা 12 বছর ধরে বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে ৷ কারণ গ্রামে কেউ যদি মদ বিক্রি করে তবে তাকে 5 হাজার টাকা জরিমানা করা হয় ।
আর এই গ্রামে যদি কারও মধ্যে ঝগড়া বা মতবিরোধের ঘটনা ঘটে, তাহলে পুলিশের বদলে প্রথমে তা গ্রাম পঞ্চায়েতে জানানো হয় । এছাড়াও 63 জন সদস্য নিয়ে গ্রামের বয়স্ক লোকদের জন্য একটি সমিতি রয়েছে এখানে ৷ যেটি শুধুমাত্র গ্রামের বয়স্কদের সমস্যা নিয়ে কাজ করে । এই সমিতির সদস্যরা দরজায় দরজায় গিয়ে গ্রামের প্রবীণরা যে সমস্যার সম্মুখীন হতে পারেন, সে বিষয়ে খোঁজখবর নেন ।
আরও পড়ুন: ক্রেডিট কার্ড বনাম বাই নাউ পে লেটার, কোনটি বেশি ভাল?
এক গ্রামবাসী বলেন, "আমরা গ্রামবাসীদের উপস্থিতিতেই আমাদের যা কিছু সমস্যা হয়, তা নিয়ে আলোচনা করি এবং উভয় পক্ষের মেনে নেবে এমন সমাধান খুঁজে বের করি । বিষয়টি মামলা দায়েরের পর্যায়ে আর যায় না । গত 40 বছরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে কাউকে আমরা দেখিনি । আমাদের এই সমস্য়া সমাধানের উপায় অন্য জায়গায়ও অবলম্বন করা যেতে পারে ।"