ETV Bharat / bharat

KCR on Cloudburst: বিদেশি যড়যন্ত্রেই মেঘ ভাঙা বৃষ্টি ভারতে ! দাবি কেসিআর-এর - তেলাঙ্গানা

প্রাকৃতিক দুর্যোগের পিছনেও বিদেশি ষড়যন্ত্র (Foreign Conspiracy) দেখছেন তেলাঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao) ! রবিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে মেঘ ভাঙা বৃষ্টির (Cloudburst) নেপথ্যে বিদেশি শক্তির যড়যন্ত্র (Foreign Conspiracy) রয়েছে !

Telangana CM K Chandrashekhar Rao alleges Foreign Conspiracy for Cloudburst in Country
KCR on Cloudburst: বিদেশি যড়যন্ত্রেই মেঘ ভাঙা বৃষ্টি ভারতে ! দাবি কেসিআর-এর
author img

By

Published : Jul 17, 2022, 10:47 PM IST

হায়দরাবাদ, 17 জুলাই: দেশের বিভিন্ন প্রান্তে মেঘ ভাঙা বৃষ্টির (Cloudburst) নেপথ্যে বিদেশি শক্তির যড়যন্ত্র (Foreign Conspiracy) রয়েছে বলে দাবি করলেন তেলাঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao) ! রবিবার তিনি বলেন, তাঁর কাছে এই সংক্রান্ত কিছু অস্পষ্ট (Gloomy) তথ্য রয়েছে ! বস্তুত, তেলাঙ্গানার গোদাবরী নদীর অববাহিকায় যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, তার জন্যও বিদেশি শক্তিই দায়ী বলে মনে করেন মুখ্যমন্ত্রী ৷

এদিন ভদ্রদ্রি-কোঠাগুদেম জেলার বন্যা কবলিত ভদ্রচলম শহর পরিদর্শন করেন কেসিআর (KCR) ৷ বন্যা ত্রাণের জন্য 1 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গতদের জন্য কলোনি গড়ে তোলা হবে ৷ পাশাপাশি, বন্যা মোকাবিলায় যাতে স্থায়ী সমাধান বের করা যায়, তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: Tourist Death : উত্তরকাশীতে বেড়াতে গিয়ে মৃত্যু, নৈহাটির বাড়িতে পৌঁছল রেল কর্মী প্রদীপ দাসের দেহ

এই প্রসঙ্গেই কেসিআর বলেন, "ক্লাউডবার্স্ট নামে একটি নতুন প্রক্রিয়া এসেছে ৷ ওরা বলছে, এর পিছনে নাকি ষড়যন্ত্র রয়েছে ৷ আমরা জানি না, এই দাবি কতটা সত্যি ৷ কিছু বিদেশি শক্তি ইচ্ছাকৃতভাবে আমাদের দেশে ক্লাউডবার্স্ট করাচ্ছে ৷ আগে ওরা লাদাখের লে-তে এই ধরনের ঘটনা ঘটাত ৷ তারপর ওরা উত্তরাখণ্ডেও একই জিনিস করেছে ৷ আমাদের কাছে অস্পষ্ট কিছু তথ্য রয়েছে যে গোদাবরী অববাহিকাতেও ক্লাউডবার্স্ট করানো হয়েছে ৷ তবে, জলবায়ুর পরিবর্তনের জন্যও এমন দুর্যোগ আসে ৷ তাই আমাদের নিজেদের লোকেদের জন্য রক্ষাকবচ তৈরি করতে হবে ৷"

বন্যা পরিস্থিতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে তত্ত্বই খাড়া করুন না কেন, আবহাওয়া দফতর কিন্তু এর পিছনে কোনও রহস্য় দেখছে না ৷ তারা জানিয়েছে, লাগাতার ভারী বৃষ্টির জন্যই জলবন্দি হয়ে পড়েছে গোদাবরীর অববাহিকা ৷ আগামী 29 জুলাই পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর ৷ তাই বিপদ যে এখনও কাটেনি, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি ৷

হায়দরাবাদ, 17 জুলাই: দেশের বিভিন্ন প্রান্তে মেঘ ভাঙা বৃষ্টির (Cloudburst) নেপথ্যে বিদেশি শক্তির যড়যন্ত্র (Foreign Conspiracy) রয়েছে বলে দাবি করলেন তেলাঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao) ! রবিবার তিনি বলেন, তাঁর কাছে এই সংক্রান্ত কিছু অস্পষ্ট (Gloomy) তথ্য রয়েছে ! বস্তুত, তেলাঙ্গানার গোদাবরী নদীর অববাহিকায় যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, তার জন্যও বিদেশি শক্তিই দায়ী বলে মনে করেন মুখ্যমন্ত্রী ৷

এদিন ভদ্রদ্রি-কোঠাগুদেম জেলার বন্যা কবলিত ভদ্রচলম শহর পরিদর্শন করেন কেসিআর (KCR) ৷ বন্যা ত্রাণের জন্য 1 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গতদের জন্য কলোনি গড়ে তোলা হবে ৷ পাশাপাশি, বন্যা মোকাবিলায় যাতে স্থায়ী সমাধান বের করা যায়, তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: Tourist Death : উত্তরকাশীতে বেড়াতে গিয়ে মৃত্যু, নৈহাটির বাড়িতে পৌঁছল রেল কর্মী প্রদীপ দাসের দেহ

এই প্রসঙ্গেই কেসিআর বলেন, "ক্লাউডবার্স্ট নামে একটি নতুন প্রক্রিয়া এসেছে ৷ ওরা বলছে, এর পিছনে নাকি ষড়যন্ত্র রয়েছে ৷ আমরা জানি না, এই দাবি কতটা সত্যি ৷ কিছু বিদেশি শক্তি ইচ্ছাকৃতভাবে আমাদের দেশে ক্লাউডবার্স্ট করাচ্ছে ৷ আগে ওরা লাদাখের লে-তে এই ধরনের ঘটনা ঘটাত ৷ তারপর ওরা উত্তরাখণ্ডেও একই জিনিস করেছে ৷ আমাদের কাছে অস্পষ্ট কিছু তথ্য রয়েছে যে গোদাবরী অববাহিকাতেও ক্লাউডবার্স্ট করানো হয়েছে ৷ তবে, জলবায়ুর পরিবর্তনের জন্যও এমন দুর্যোগ আসে ৷ তাই আমাদের নিজেদের লোকেদের জন্য রক্ষাকবচ তৈরি করতে হবে ৷"

বন্যা পরিস্থিতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে তত্ত্বই খাড়া করুন না কেন, আবহাওয়া দফতর কিন্তু এর পিছনে কোনও রহস্য় দেখছে না ৷ তারা জানিয়েছে, লাগাতার ভারী বৃষ্টির জন্যই জলবন্দি হয়ে পড়েছে গোদাবরীর অববাহিকা ৷ আগামী 29 জুলাই পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর ৷ তাই বিপদ যে এখনও কাটেনি, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.