হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ইস্তফা দাবি করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ উত্তরাখণ্ডে প্রচারে একটি জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন হিমন্ত বিশ্বশর্মা ৷ সেই মন্তব্য প্রসঙ্গে শনিবার রাইগিরির একটি জনসভায় কেসিআর বিশ্বশর্মার পদত্যাগের কথা তোলেন ৷ (Telangana CM demands sacking of Assam CM over on Rahul Gandhi remarks)
2016-র সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের শেষ করতে ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক (PoK surgical strike) চালায় ৷ কেন্দ্রের কাছে এর প্রমাণ চান কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ পাশাপাশি কোভিড-19 ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ ৷ এর প্রত্যুত্তরে হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa) ভরা জনসভায় বলেন, "রাহুল গান্ধি যে আসলে রাজীব গান্ধিরই সন্তান, বিজেপি কি কোনও দিন এর প্রমাণ চেয়েছে ?"
বিশ্বশর্মার এই মন্তব্যের তীব্র নিন্দা করে রাও (K Chandrashekhar Rao) বলেন, "একজন মুখ্যমন্ত্রী এ ভাবে কথা বলতে পারেন ? সবকিছুর একটা সীমা আছে ৷ আপনি তামাশা করছেন ? আপনার কি মনে হয়, মানুষ চুপ করে থাকবে ?" প্রধানমন্ত্রীকে নিশানা করে কেসিআর প্রশ্ন করেন, "মোদিজি, এটা কি ভারতীয় সংস্কৃতি ? বেদ, মহাভারত, রামায়ণ আর ভগবত গীতা আমাদের এটাই শেখায় ? বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি, আপনাকে জিজ্ঞেস করছি, এটাই আমাদের সভ্যতা ?"
হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য নিয়ে বিজেপিকে একহাত নেন রাও ৷ তিনি একজন ভারতীয় হিসেবে এর জবাবদিহি চান এবং তিনি লজ্জিত বোধ করছেন ৷ কেসিআর বলেন, "এটা আমাদের দেশকে গৌরবান্বিত করবে না ৷ আমরা জোড়হাতে চুপ করে থাকব ?" রাহুল গান্ধির বাবা এবং ঠাকুমা দেশের জন্য শহিদ হয়েছেন, তা মনে করিয়ে দেন কেসিআর ৷