ETV Bharat / bharat

KCR slams Himant : রাহুল গান্ধিকে নিয়ে অশ্লীল মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর ! হিমন্তের ইস্তফা চাইলেন কেসিআর - হিমন্ত বিশ্বশর্মার পদত্যাগ দাবি করলেন কেসি আর

রাহুল গান্ধি সম্পর্কে মন্তব্যে আহত তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর ৷ শনিবার তেলাঙ্গানায় জনসভায় হিমন্ত বিশ্বশর্মা ও বিজেপিকে তুলোধনা করলেন তিনি (Telangana CM demands sacking of Assam CM) ৷

Telangana CM attacks Assam CM over Rahul Gandhi comment
হিমন্ত বিশ্বশর্মার পদত্যাগ দাবি করলেন কেসি আর
author img

By

Published : Feb 13, 2022, 7:31 AM IST

হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ইস্তফা দাবি করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ উত্তরাখণ্ডে প্রচারে একটি জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন হিমন্ত বিশ্বশর্মা ৷ সেই মন্তব্য প্রসঙ্গে শনিবার রাইগিরির একটি জনসভায় কেসিআর বিশ্বশর্মার পদত্যাগের কথা তোলেন ৷ (Telangana CM demands sacking of Assam CM over on Rahul Gandhi remarks)

2016-র সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের শেষ করতে ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক (PoK surgical strike) চালায় ৷ কেন্দ্রের কাছে এর প্রমাণ চান কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ পাশাপাশি কোভিড-19 ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ ৷ এর প্রত্যুত্তরে হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa) ভরা জনসভায় বলেন, "রাহুল গান্ধি যে আসলে রাজীব গান্ধিরই সন্তান, বিজেপি কি কোনও দিন এর প্রমাণ চেয়েছে ?"

আরও পড়ুন : Rahul Criticizes Jammu Kashmir Decision : জম্মু ও কাশ্মীরের সিদ্ধান্তে পাকিস্তান ও চিনকে জোটবদ্ধ করেছে মোদিসরকার, আক্রমণ রাহুলের

বিশ্বশর্মার এই মন্তব্যের তীব্র নিন্দা করে রাও (K Chandrashekhar Rao) বলেন, "একজন মুখ্যমন্ত্রী এ ভাবে কথা বলতে পারেন ? সবকিছুর একটা সীমা আছে ৷ আপনি তামাশা করছেন ? আপনার কি মনে হয়, মানুষ চুপ করে থাকবে ?" প্রধানমন্ত্রীকে নিশানা করে কেসিআর প্রশ্ন করেন, "মোদিজি, এটা কি ভারতীয় সংস্কৃতি ? বেদ, মহাভারত, রামায়ণ আর ভগবত গীতা আমাদের এটাই শেখায় ? বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি, আপনাকে জিজ্ঞেস করছি, এটাই আমাদের সভ্যতা ?"

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য নিয়ে বিজেপিকে একহাত নেন রাও ৷ তিনি একজন ভারতীয় হিসেবে এর জবাবদিহি চান এবং তিনি লজ্জিত বোধ করছেন ৷ কেসিআর বলেন, "এটা আমাদের দেশকে গৌরবান্বিত করবে না ৷ আমরা জোড়হাতে চুপ করে থাকব ?" রাহুল গান্ধির বাবা এবং ঠাকুমা দেশের জন্য শহিদ হয়েছেন, তা মনে করিয়ে দেন কেসিআর ৷

হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ইস্তফা দাবি করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ উত্তরাখণ্ডে প্রচারে একটি জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন হিমন্ত বিশ্বশর্মা ৷ সেই মন্তব্য প্রসঙ্গে শনিবার রাইগিরির একটি জনসভায় কেসিআর বিশ্বশর্মার পদত্যাগের কথা তোলেন ৷ (Telangana CM demands sacking of Assam CM over on Rahul Gandhi remarks)

2016-র সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের শেষ করতে ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক (PoK surgical strike) চালায় ৷ কেন্দ্রের কাছে এর প্রমাণ চান কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ পাশাপাশি কোভিড-19 ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ ৷ এর প্রত্যুত্তরে হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa) ভরা জনসভায় বলেন, "রাহুল গান্ধি যে আসলে রাজীব গান্ধিরই সন্তান, বিজেপি কি কোনও দিন এর প্রমাণ চেয়েছে ?"

আরও পড়ুন : Rahul Criticizes Jammu Kashmir Decision : জম্মু ও কাশ্মীরের সিদ্ধান্তে পাকিস্তান ও চিনকে জোটবদ্ধ করেছে মোদিসরকার, আক্রমণ রাহুলের

বিশ্বশর্মার এই মন্তব্যের তীব্র নিন্দা করে রাও (K Chandrashekhar Rao) বলেন, "একজন মুখ্যমন্ত্রী এ ভাবে কথা বলতে পারেন ? সবকিছুর একটা সীমা আছে ৷ আপনি তামাশা করছেন ? আপনার কি মনে হয়, মানুষ চুপ করে থাকবে ?" প্রধানমন্ত্রীকে নিশানা করে কেসিআর প্রশ্ন করেন, "মোদিজি, এটা কি ভারতীয় সংস্কৃতি ? বেদ, মহাভারত, রামায়ণ আর ভগবত গীতা আমাদের এটাই শেখায় ? বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি, আপনাকে জিজ্ঞেস করছি, এটাই আমাদের সভ্যতা ?"

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য নিয়ে বিজেপিকে একহাত নেন রাও ৷ তিনি একজন ভারতীয় হিসেবে এর জবাবদিহি চান এবং তিনি লজ্জিত বোধ করছেন ৷ কেসিআর বলেন, "এটা আমাদের দেশকে গৌরবান্বিত করবে না ৷ আমরা জোড়হাতে চুপ করে থাকব ?" রাহুল গান্ধির বাবা এবং ঠাকুমা দেশের জন্য শহিদ হয়েছেন, তা মনে করিয়ে দেন কেসিআর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.