ETV Bharat / bharat

Presidential Election 2022: রাষ্ট্রপতি ভবনে কোনও মূর্তি স্থাপন করতে চাই না ! দ্রৌপদীকে কটাক্ষ তেজস্বীর - যশবন্ত সিনহা

তাঁরা নির্বাচনের (Presidential Election 2022) মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে বেছে নিতে চান ৷ কিন্তু, রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) কোনও 'মূর্তি' স্থাপন করতে চান না ৷ এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) নিশানা করে কটাক্ষ রাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal) বা আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) ৷

Tejashwi Yadav targets Droupadi Murmu by calling her as statue just before Presidential Election 2022
Presidential Election 2022: রাষ্ট্রপতি ভবনে কোনও 'মূর্তি' স্থাপন করতে চাই না ! দ্রৌপদীকে কটাক্ষ তেজস্বীর
author img

By

Published : Jul 17, 2022, 1:16 PM IST

পটনা, 17 জুলাই: এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) 'মূর্তি'র সঙ্গে তুলনা করলেন রাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal) বা আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) ৷ তাঁর মতে, সোমবার (18 জুলাই, 2022) যে নির্বাচন (Presidential Election 2022) অনুষ্ঠিত হবে, তার মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে বেছে নেওয়া হবে ৷ রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) 'কোনও মূর্তি' স্থাপন করার জন্য এই নির্বাচন করা হচ্ছে না ৷

শনিবার এ প্রসঙ্গে তেজস্বী বলেন, "আমরা রাষ্ট্রপতি ভবনে কোনও মূর্তি স্থাপন চাই না ৷ আমরা রাষ্ট্রপতিকে নির্বাচিত করছি ৷ আপনারা সবসময়েই যশবন্ত সিনহার (বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী) স্বর শুনতে পাবেন ৷ কিন্তু, আপনারা কখনই শাসকদলের রাষ্ট্রপতি পদপ্রার্থীর (দ্রৌপদী মুর্মু) স্বর শুনতে পাবেন না ৷" পরে একটি প্রশ্নের জবাবে তেজস্বী বলেন, তাঁরা বা সংবাদমাধ্যম, কেউই কখনও দ্রৌপদী মুর্মুকে কোনও কথা বলতে শোনেননি ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে সরাসরি তেজস্বী বলেন, "আমার মনে হয় না, আপনারাও কেউ কোনও দিন ওঁর (দ্রৌপদী মুর্মুর) স্বর শুনেছেন ৷ রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর থেকে একবারও তিনি কোনও সাংবাদিক সম্মেলন করেননি ৷ "

আরও পড়ুন: Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন যশবন্তকেই, জানিয়ে দিল আপ

প্রসঙ্গত, ইতিমধ্য়েই বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে আরজেডি ৷ যদিও তাদের জোটসঙ্গী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha) বা জেএমএম (JMM) দ্রৌপদীকেই ভোট দেবে বলে জানিয়ে দিয়েছে ! যা নিয়ে আরজেডি-র অন্দরে ক্ষোভ রয়েছে বলে দাবি সূত্রের ৷

অনেকেই মনে করছেন, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে 'মাস্টার স্ট্রোক' দিয়েছে বিজেপি তথা এনডিএ ৷ দ্রৌপদী একজন আদিবাসী মহিলা হওয়ায় বিরোধীদের একাংশও তাঁর বিরুদ্ধে যশবন্তকে সমর্থন করা নিয়ে সংশয়ে আছে ৷ এমনকী, রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার আগে যে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha), সেই দলের সর্বোময় নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও (Mamata Banerjee) জানিয়েছেন, আগে থেকে এনডিএ প্রার্থীর নাম জানা থাকলেও তাঁরাও দ্রৌপদীকেই সমর্থন করতেন !

এই প্রেক্ষাপটে মহারাষ্ট্রে কংগ্রেসের জোটসঙ্গী শিবসেনা, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, দক্ষিণের ওয়াইএসআর কংগ্রেস পার্টি, ওডিশার বিজু জনতা দল, পঞ্জাবের শিরোমণি অকালি দলের মতো অনেকেই সরাসরি দ্রৌপদীকে সমর্থন করার কথা ঘোষণা করেছে ৷ এমন একটা সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের মাত্র দেড় দিন আগে লালুপ্রসাদ যাদবের ছেলের এই 'মূর্তি' মন্তব্য আদতে নাছোড় বিজেপি বিরোধিতারই প্রমাণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

পটনা, 17 জুলাই: এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) 'মূর্তি'র সঙ্গে তুলনা করলেন রাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal) বা আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) ৷ তাঁর মতে, সোমবার (18 জুলাই, 2022) যে নির্বাচন (Presidential Election 2022) অনুষ্ঠিত হবে, তার মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে বেছে নেওয়া হবে ৷ রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) 'কোনও মূর্তি' স্থাপন করার জন্য এই নির্বাচন করা হচ্ছে না ৷

শনিবার এ প্রসঙ্গে তেজস্বী বলেন, "আমরা রাষ্ট্রপতি ভবনে কোনও মূর্তি স্থাপন চাই না ৷ আমরা রাষ্ট্রপতিকে নির্বাচিত করছি ৷ আপনারা সবসময়েই যশবন্ত সিনহার (বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী) স্বর শুনতে পাবেন ৷ কিন্তু, আপনারা কখনই শাসকদলের রাষ্ট্রপতি পদপ্রার্থীর (দ্রৌপদী মুর্মু) স্বর শুনতে পাবেন না ৷" পরে একটি প্রশ্নের জবাবে তেজস্বী বলেন, তাঁরা বা সংবাদমাধ্যম, কেউই কখনও দ্রৌপদী মুর্মুকে কোনও কথা বলতে শোনেননি ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে সরাসরি তেজস্বী বলেন, "আমার মনে হয় না, আপনারাও কেউ কোনও দিন ওঁর (দ্রৌপদী মুর্মুর) স্বর শুনেছেন ৷ রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর থেকে একবারও তিনি কোনও সাংবাদিক সম্মেলন করেননি ৷ "

আরও পড়ুন: Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন যশবন্তকেই, জানিয়ে দিল আপ

প্রসঙ্গত, ইতিমধ্য়েই বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে আরজেডি ৷ যদিও তাদের জোটসঙ্গী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha) বা জেএমএম (JMM) দ্রৌপদীকেই ভোট দেবে বলে জানিয়ে দিয়েছে ! যা নিয়ে আরজেডি-র অন্দরে ক্ষোভ রয়েছে বলে দাবি সূত্রের ৷

অনেকেই মনে করছেন, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে 'মাস্টার স্ট্রোক' দিয়েছে বিজেপি তথা এনডিএ ৷ দ্রৌপদী একজন আদিবাসী মহিলা হওয়ায় বিরোধীদের একাংশও তাঁর বিরুদ্ধে যশবন্তকে সমর্থন করা নিয়ে সংশয়ে আছে ৷ এমনকী, রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার আগে যে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha), সেই দলের সর্বোময় নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও (Mamata Banerjee) জানিয়েছেন, আগে থেকে এনডিএ প্রার্থীর নাম জানা থাকলেও তাঁরাও দ্রৌপদীকেই সমর্থন করতেন !

এই প্রেক্ষাপটে মহারাষ্ট্রে কংগ্রেসের জোটসঙ্গী শিবসেনা, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, দক্ষিণের ওয়াইএসআর কংগ্রেস পার্টি, ওডিশার বিজু জনতা দল, পঞ্জাবের শিরোমণি অকালি দলের মতো অনেকেই সরাসরি দ্রৌপদীকে সমর্থন করার কথা ঘোষণা করেছে ৷ এমন একটা সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের মাত্র দেড় দিন আগে লালুপ্রসাদ যাদবের ছেলের এই 'মূর্তি' মন্তব্য আদতে নাছোড় বিজেপি বিরোধিতারই প্রমাণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.