ETV Bharat / bharat

CBI Summons Tejashwi Yadav: জমির বিনিময়ে চাকরি মামলায় তেজস্বীকে দিল্লি তলব করল সিবিআই

বিহারের উপ-মুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই (CBI Summons Tejashwi Yadav) ৷ জমির বদলে চাকরি বিক্রির মামলায় তাঁকে আজ দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে পালটা নিশানা করেছে আরজেডি ৷

CBI Summons Tejashwi Yadav ETV BHARAT
CBI Summons Tejashwi Yadav
author img

By

Published : Mar 11, 2023, 12:52 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ: এবার সিবিআই-এর নজরে বিরোধী শিবিরের আরেক নেতা ৷ বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Tejashwi Yadav Summoned by CBI in Delhi) ৷ জানা গিয়েছে, জমির বদলে চাকরি বিক্রির মামলায় তাঁকে আজ তলব করা হযেছে ৷ আর এ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছে আরজেডি ৷ তাদের অভিযোগ, বিজেপি পরিকল্পনা অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে বিরোধীদের হেনস্থা করছে ৷

সিবিআই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ৷ বলা হয়েছে, লালু রেলমন্ত্রী থাকাকালীন চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে জমি নিয়েছিলেন ৷ গত 4 ফেব্রুয়ারি এই মামলায় তেজস্বী যাদবকে শেষবার তলব করেছিল সিবিআই ৷ এবার আবার দ্বিতীয়বার তাঁকে জমির বিনিময়ে চাকরি দেওয়ার নামে তলব করল তদন্তকারী সংস্থা ৷ আর এ নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কৌশল হিসেবে সিবিআই-কে ব্যবহারের অভিযোগ এনেছে আরজেডি নেতত্ব ৷

অন্যদিকে, বিজেপির তরফে বলা হয়েছে শুধু তেজস্বী যাদব কেন, কেউই আইনের উর্ধ্বে কেউ নন ৷ তা সেই ব্যক্তি যে পদেই থাকুন না কেন ! গত 7 মার্চ সিবিআই লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসাবাদ করে ৷ রেলমন্ত্রী থাকাকালীন তাঁর সময় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বেশকিছু নথি পেশ করে সিবিআই ৷ আর সেই নিয়ে তেজস্বী সেই সময় অভিযোগ করেছিলেন, সিবিআই-কে ব্যবহার করে তাঁর পরিবারকে বিপাকে ফেলার চেষ্টা চলছে ৷ কারণ, বিজেপি বিরোধী দল হিসেবে আরজেডি কেন্দ্রের সরকারকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছে ৷

আরও পড়ুন: গর্ভবতী পুত্রবধূকে 15 ঘণ্টা বসিয়ে রেখেছে ইডি, অভিযোগ লালুর; পাশে খাড়গে

উল্লেখ্য, এই মামলায় সিবিআই ইতিমধ্যে লাল প্রসাদ যাদবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবরি দেবী এবং আরও 14 জনের নাম সেই চার্জশিটে রয়েছে ৷ এ নিয়ে তেজস্বী যাদব জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির রাজনৈতিক হাতিয়ারের মতো আচরণ করছে ৷ বিজেপির নীতিতে চলা দলগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 11 মার্চ: এবার সিবিআই-এর নজরে বিরোধী শিবিরের আরেক নেতা ৷ বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Tejashwi Yadav Summoned by CBI in Delhi) ৷ জানা গিয়েছে, জমির বদলে চাকরি বিক্রির মামলায় তাঁকে আজ তলব করা হযেছে ৷ আর এ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছে আরজেডি ৷ তাদের অভিযোগ, বিজেপি পরিকল্পনা অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে বিরোধীদের হেনস্থা করছে ৷

সিবিআই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ৷ বলা হয়েছে, লালু রেলমন্ত্রী থাকাকালীন চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে জমি নিয়েছিলেন ৷ গত 4 ফেব্রুয়ারি এই মামলায় তেজস্বী যাদবকে শেষবার তলব করেছিল সিবিআই ৷ এবার আবার দ্বিতীয়বার তাঁকে জমির বিনিময়ে চাকরি দেওয়ার নামে তলব করল তদন্তকারী সংস্থা ৷ আর এ নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কৌশল হিসেবে সিবিআই-কে ব্যবহারের অভিযোগ এনেছে আরজেডি নেতত্ব ৷

অন্যদিকে, বিজেপির তরফে বলা হয়েছে শুধু তেজস্বী যাদব কেন, কেউই আইনের উর্ধ্বে কেউ নন ৷ তা সেই ব্যক্তি যে পদেই থাকুন না কেন ! গত 7 মার্চ সিবিআই লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসাবাদ করে ৷ রেলমন্ত্রী থাকাকালীন তাঁর সময় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বেশকিছু নথি পেশ করে সিবিআই ৷ আর সেই নিয়ে তেজস্বী সেই সময় অভিযোগ করেছিলেন, সিবিআই-কে ব্যবহার করে তাঁর পরিবারকে বিপাকে ফেলার চেষ্টা চলছে ৷ কারণ, বিজেপি বিরোধী দল হিসেবে আরজেডি কেন্দ্রের সরকারকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছে ৷

আরও পড়ুন: গর্ভবতী পুত্রবধূকে 15 ঘণ্টা বসিয়ে রেখেছে ইডি, অভিযোগ লালুর; পাশে খাড়গে

উল্লেখ্য, এই মামলায় সিবিআই ইতিমধ্যে লাল প্রসাদ যাদবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবরি দেবী এবং আরও 14 জনের নাম সেই চার্জশিটে রয়েছে ৷ এ নিয়ে তেজস্বী যাদব জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির রাজনৈতিক হাতিয়ারের মতো আচরণ করছে ৷ বিজেপির নীতিতে চলা দলগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.