ETV Bharat / bharat

Teenage Girl Forced to Consume Acid: প্রতিবাদী কিশোরীকে অ্যাসিড খেতে বাধ্য করল জুয়াড়িরা !

জুয়া খেলার প্রতিবাদ করায় আক্রান্ত 16 বছরের কিশোরী ৷ তাকে অ্য়াসিড খেতে বাধ্য করল জুয়াড়িরা (Teenage Girl Forced to Consume Acid) ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুর (Shahjahanpur) জেলার ঘটনা ৷

Teenage Girl Forced to Consume Acid in Shahjahanpur of Uttar Pradesh for opposing gambling
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 16, 2023, 7:23 PM IST

শাহজাহানপুর, 16 ফেব্রুয়ারি: বন্ধুদের নিয়ে জুয়ার আসর বসিয়েছিলে প্রতিবেশী ৷ তারই প্রতিবাদ করে 16 বছরের কিশোরী ৷ অভিযোগ, এরপরই ওই কিশোরীকে অ্য়াসিড খেতে বাধ্য করে জুয়াড়িরা (Teenage Girl Forced to Consume Acid) ! বুধবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুর (Shahjahanpur) জেলায় ৷ আশংকাজনক অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় জুয়ার ঠেক বসানোর প্রতিবাদ করায় প্রথমে ওই কিশোরীকে বেধড়ক মারধর করে জুয়াড়িরা ৷ কিন্তু, তাতেও তাদের আশ মেটেনি ৷ এরপর ওই কিশোরীকে গলায় অ্য়াসিড ঢালতে বাধ্য করা হয় ৷ এই ঘটনায় ইতিমধ্যেই কোতওয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ অন্যদিকে, আক্রান্ত কিশোরীকে ভর্তি করা হয় শাহজাহানপুর মেডিক্যাল কলেজে ৷

আরও পড়ুন: প্রোমোটিং-এ বাধা, বধূকে অ্যাসিড খাইয়ে হত্যার অভিযোগে উত্তাল হরিদেবপুর

পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে কোতওয়ালি থানার অন্তর্গত মাতানি কলোনিতে ৷ ঘটনায় মূল অভিযুক্তের নাম জিতেন্দ্র ৷ সে আক্রান্ত কিশোরীর প্রতিবেশী ৷ জিতেন্দ্র প্রতিদিনই বন্ধুদের পাড়ায় ডেকে এনে জুয়ার ঠেক বসাত ৷ কিন্তু, বুধবার এলাকায় অভিযানে নামে পুলিশ ৷ সেই খবর পেয়েই পাত্তারি গুটিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে জিতেন্দ্র ও তার জুয়াড়ি বন্ধুরা ৷ সেই সময় তারা ওই কিশোরীদের বাড়ির ছাদের দিকে দৌড় মারে ৷

এরপর অভিযুক্তরা কিশোরীদের বাড়িতে ঢোকার চেষ্টা করলে প্রথমে কিশোরীর দাদা তাদের বাধা দেয় ৷ বাধা পেয়ে ওই কিশোরকে নিজেদের কোমরের বেল্ট খুলে মারতে শুরু করে অভিযুক্তরা ! এই ঘটনা দেখে দৌড় আসে ওই কিশোরী ৷ সে হামলাকারীদের হাত থেকে নিজের দাদাকে বাঁচানোর চেষ্টা করে ৷ এরপর জুয়াড়ি কিশোরীকে নিশানা করে বলে অভিযোগ ৷ এমনকী, কিশোরীর মায়ের গায়েও হাত তোলে তারা ৷

অভিযোগ, এরপর অভিযুক্তরা কিশোরীকে অ্যাসিড খেতে বাধ্য করে এবং তারপর সেখান থেকে পালিয়ে যায় ৷ ঘটনার পরই কিশোরীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে আনা হলেও এখন তার অবস্থা স্থিতিশীল ৷

শাহজাহানপুর, 16 ফেব্রুয়ারি: বন্ধুদের নিয়ে জুয়ার আসর বসিয়েছিলে প্রতিবেশী ৷ তারই প্রতিবাদ করে 16 বছরের কিশোরী ৷ অভিযোগ, এরপরই ওই কিশোরীকে অ্য়াসিড খেতে বাধ্য করে জুয়াড়িরা (Teenage Girl Forced to Consume Acid) ! বুধবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুর (Shahjahanpur) জেলায় ৷ আশংকাজনক অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় জুয়ার ঠেক বসানোর প্রতিবাদ করায় প্রথমে ওই কিশোরীকে বেধড়ক মারধর করে জুয়াড়িরা ৷ কিন্তু, তাতেও তাদের আশ মেটেনি ৷ এরপর ওই কিশোরীকে গলায় অ্য়াসিড ঢালতে বাধ্য করা হয় ৷ এই ঘটনায় ইতিমধ্যেই কোতওয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ অন্যদিকে, আক্রান্ত কিশোরীকে ভর্তি করা হয় শাহজাহানপুর মেডিক্যাল কলেজে ৷

আরও পড়ুন: প্রোমোটিং-এ বাধা, বধূকে অ্যাসিড খাইয়ে হত্যার অভিযোগে উত্তাল হরিদেবপুর

পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে কোতওয়ালি থানার অন্তর্গত মাতানি কলোনিতে ৷ ঘটনায় মূল অভিযুক্তের নাম জিতেন্দ্র ৷ সে আক্রান্ত কিশোরীর প্রতিবেশী ৷ জিতেন্দ্র প্রতিদিনই বন্ধুদের পাড়ায় ডেকে এনে জুয়ার ঠেক বসাত ৷ কিন্তু, বুধবার এলাকায় অভিযানে নামে পুলিশ ৷ সেই খবর পেয়েই পাত্তারি গুটিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে জিতেন্দ্র ও তার জুয়াড়ি বন্ধুরা ৷ সেই সময় তারা ওই কিশোরীদের বাড়ির ছাদের দিকে দৌড় মারে ৷

এরপর অভিযুক্তরা কিশোরীদের বাড়িতে ঢোকার চেষ্টা করলে প্রথমে কিশোরীর দাদা তাদের বাধা দেয় ৷ বাধা পেয়ে ওই কিশোরকে নিজেদের কোমরের বেল্ট খুলে মারতে শুরু করে অভিযুক্তরা ! এই ঘটনা দেখে দৌড় আসে ওই কিশোরী ৷ সে হামলাকারীদের হাত থেকে নিজের দাদাকে বাঁচানোর চেষ্টা করে ৷ এরপর জুয়াড়ি কিশোরীকে নিশানা করে বলে অভিযোগ ৷ এমনকী, কিশোরীর মায়ের গায়েও হাত তোলে তারা ৷

অভিযোগ, এরপর অভিযুক্তরা কিশোরীকে অ্যাসিড খেতে বাধ্য করে এবং তারপর সেখান থেকে পালিয়ে যায় ৷ ঘটনার পরই কিশোরীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে আনা হলেও এখন তার অবস্থা স্থিতিশীল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.