মুম্বই, 8 জুন : দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ কেএল রাহুলকে দলনেতা করে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে দল গড়েছিল ‘মেন ইন ব্লু’ ৷ কিন্তু মাঠে নামার আগেই ছন্দপতন ৷ চোটের কবলে পড়ে সিরিজ থেকে ছিটকে গেলেন কর্নাটকী ব্যাটার ৷ তাঁর বদলে অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিটি ৷ অন্যদিকে, ঋষভের ডেপুটি হচ্ছেন আইপিএল জয়ী হার্দিক পান্ডিয়া (Team India Captain KL Rahul has been ruled out) ৷
চোটের কবলে পড়েছেন কুলদীপ যাদবও ৷ গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন দলের চায়নাম্যান বোলার ৷ বিসিসিআই জানিয়েছে, অনুশীলনে ডান কুঁচকিতে চোট পেয়েছিলেন রাহুল ৷ অন্যদিকে মঙ্গলবার নেটে ব্যাট করার সময় ডান হাতে চোট পান কুলদীপ ৷ ফলে গুরুত্বপূর্ণ সিরিজে দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাচ্ছে না ভারত ৷
আরও পড়ুন : 22 গজে 23 বছরের সফর শেষ, অবসর ঘোষণা মিতালির
কেএল রাহুল ছিটকে যাওয়ার পরেই নেতা হিসেবে বেছে নেওয়া হয় ঋষভ পন্থকে ৷ চলতি আইপিএলের সবচেয়ে অ-ধারাবাহিক দলগুলির অন্যতম ছিল তাঁর নেতৃত্বাধীন দিল্লি ৷ শেষ পর্যন্ত মুম্বইয়ের কাছে হেরে প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গিয়েছিল ‘পন্থ অ্যান্ড কোং’ ৷
-
NEWS 🚨- KL Rahul and Kuldeep Yadav ruled out of #INDvSA series owing to injury.
— BCCI (@BCCI) June 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The All-India Senior Selection Committee has named wicket-keeper Rishabh Pant as Captain and Hardik Pandya as vice-captain for the home series against South Africa @Paytm #INDvSA
">NEWS 🚨- KL Rahul and Kuldeep Yadav ruled out of #INDvSA series owing to injury.
— BCCI (@BCCI) June 8, 2022
The All-India Senior Selection Committee has named wicket-keeper Rishabh Pant as Captain and Hardik Pandya as vice-captain for the home series against South Africa @Paytm #INDvSANEWS 🚨- KL Rahul and Kuldeep Yadav ruled out of #INDvSA series owing to injury.
— BCCI (@BCCI) June 8, 2022
The All-India Senior Selection Committee has named wicket-keeper Rishabh Pant as Captain and Hardik Pandya as vice-captain for the home series against South Africa @Paytm #INDvSA
অন্যদিকে এবারই প্রথমবার নেতৃত্বের তাজ মাথায় উঠেছিল ‘পান্ডিয়া ব্রাদার্সে’র কনিষ্ঠর মাথায় ৷ ইতিহাস গড়েছেন হার্দিক ৷ প্রথমবার টুর্নামেন্টে নামা গুজরাত টাইটান্সের মাথায় ফ্র্যাঞ্চাইজি লিগের শিরোপা পড়িয়েছেন তিনি ৷