সোলাপুর(মহারাষ্ট্র), 28 নভেম্বর: মহারাষ্ট্রে একই পরিবারে তিনজনের মৃত্যু ৷ গলাকেটে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন শিক্ষক ৷ মৃতদের নাম অতুল সুমন্ত মুন্ধে (40), তৃপ্তি মুন্ধে (35) এবং ওম মুন্ধে (5)। ঘটনাটি ঘটেছে বারশী শহরের উপলাই রোড এলাকায় ৷ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷
বারশী থানার পুলিশের তরফে জানা গিয়েছে, অতুল মুন্ধে করমলা তালুকের জেলা পরিষদ স্কুলের শিক্ষক ছিলেন । তৃপ্তি মুন্ধেও স্কুলে শিক্ষকতা করতেন। তিনি বারশীর অভিনব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন ৷ দু'জনেই পরিবার নিয়ে উপলাই রোডের একটি বাড়িতে থাকতেন । অতুল মুন্ধেরের বাবা-মা থাকেন নীচের তলায়। আর উপরের তলায় স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতেন আত্মঘাতী শিক্ষক ৷ উপরের তলা থেকে কেউ নীচে না-আসায় মঙ্গলবার সকালে অতুলের বাবা-মার সন্দেহ হয় ৷ তাঁরা উপরের তলায় ছেলে, বৌমা ও নাতির খোঁজ নিতে গেলে ঘটনাটি সামনে আসে। নাতি, পুত্রবধূ ও ছেলের দেহ দেখে হতবাক হয়ে যায় বৃদ্ধ বাবা-মা । গলা কাটা অবস্থায় মেঝেতে পড়ে ছিলেন তৃপ্তি মুন্ধে ও তাঁর ছেলে ৷ অন্যদিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অতুলকে ৷
জানা গিয়েছে, শিক্ষক স্বামী তাঁর স্ত্রীর গলা কেটে হত্যা করেছে ৷ এরপর তিনি তাঁর পাঁচ বছরের ছেলেকেও হত্যা করেন । পরে নিজেও আত্মহত্যার পথে বেছে নেন । এই ঘটনার খবর পেয়ে আশপাশের লোকেরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসে ৷ তারাই বারশী থানায় খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারশী থানার পুলিশের দল । বিষয়টি নিয়ে তদন্ত চলছে । এই ঘটনার পিছনের কারণ এখনও স্পষ্ট নয় । পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷
আরও পড়ুন: