নয়াদিল্লি, 9 মে : করোনার টিকা, ওষুধ এবং মেডিক্য়াল অক্সিজেনের দাম নাগালে রাখতেই টিকার উপর 5 শতাংশ কর এবং ওষুধ ও অক্সিজেনের উপর 12 শতাংশ কর ধার্য করা জরুরি ৷ রবিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চিঠির প্রেক্ষিতেই এই বার্তা দিয়েছেন তিনি ৷ করেছেন পর পর 16 টি টুইট ! প্রসঙ্গত, করোনা আবহে টিকা, ওষুধ এবং মেডিক্য়াল অক্সিজেনের দাম কমাতে এই সবক’টির উপর থেকেই কর প্রত্য়াহারের দাবি জানিয়েছিলেন মমতা ৷
-
1/ Hon. CM of West Bengal @MamataOfficial has written to the Hon @PMOIndia seeking exemption from GST/Customs duty and other duties and taxes on some items and COVID related drugs.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
My response is given in the following 15 tweets.@ANI @PIB_India @PIBKolkata pic.twitter.com/YmcZVuL7XO
">1/ Hon. CM of West Bengal @MamataOfficial has written to the Hon @PMOIndia seeking exemption from GST/Customs duty and other duties and taxes on some items and COVID related drugs.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 9, 2021
My response is given in the following 15 tweets.@ANI @PIB_India @PIBKolkata pic.twitter.com/YmcZVuL7XO1/ Hon. CM of West Bengal @MamataOfficial has written to the Hon @PMOIndia seeking exemption from GST/Customs duty and other duties and taxes on some items and COVID related drugs.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 9, 2021
My response is given in the following 15 tweets.@ANI @PIB_India @PIBKolkata pic.twitter.com/YmcZVuL7XO
করোনা আবহে কোভিড টিকা, মেডিক্য়াল অক্সিজেন এবং ওষুধের ওপর থেকে পণ্য পরিষেবা কর (জিএসটি) পুরোপুরি তুলে দেওয়া হলে আখেরে যে আমজনতারই ক্ষতি হবে, একের পর এক টুইটে তা বুঝিয়েছেন নির্মলা ৷ তিনি লিখেছেন, জিএসটি পুরোপুরি প্রত্য়াহার করে নেওয়া হলে ভারতীয় উৎপাদকরাই সমস্য়ায় পড়বেন ৷ কাঁচামাল ও পরিকাঠামোর জন্য তাঁদের যে কর দিতে হচ্ছে, তা ফেরত পেতে উৎপাদিত পণ্যের দাম বাড়িয়ে দেবেন তাঁরা ৷ যা বোঝা এসে পড়বে সাধারণ ক্রেতাদের ঘাড়ে ৷
এর পাশাপাশি নির্মলা জানিয়েছেন, মহামারির আবহে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বেশ কিছু ওষুধ এবং অন্যান্য় সামগ্রীর উপর থেকে আমদানি শুল্ক প্রত্য়াহার করে নেওয়া হয়েছে ৷ এছাড়া, রাজ্য়গুলির জন্য ইন্টিগ্রেটেড গুডস অ্য়ান্ড সার্ভিস ট্য়াক্স বা আইজিএসটি-ও 70 শতাংশ কমানো হয়েছে ৷
-
16/ A 5% GST rate ensures that the manufacturer is able to utilise ITC and in case of overflow of ITC, claim refund.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hence exemption to vaccine from GST would be counterproductive without benefiting the consumer.@ANI @PIB_India @PIBKolkata
">16/ A 5% GST rate ensures that the manufacturer is able to utilise ITC and in case of overflow of ITC, claim refund.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 9, 2021
Hence exemption to vaccine from GST would be counterproductive without benefiting the consumer.@ANI @PIB_India @PIBKolkata16/ A 5% GST rate ensures that the manufacturer is able to utilise ITC and in case of overflow of ITC, claim refund.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 9, 2021
Hence exemption to vaccine from GST would be counterproductive without benefiting the consumer.@ANI @PIB_India @PIBKolkata
উল্লেখ্য, করোনাকালে কোভিড টিকা, মেডিক্য়াল অক্সিজেন এবং করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্য়বহৃত ওষুধের উপর থেকে সম্পূর্ণ কর প্রত্য়াহারের দাবি তোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন তিনি ৷ সেই চিঠির জবাবই টুইটারে দেন নির্মলা ৷ রবিবারই পর পর 16 টি টুইট করেন তিনি ৷ এর মধ্যে একেবারে প্রথম টুইটটিতে মমতার প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিটিও সর্বসমক্ষে তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷
আরও পড়ুন : আমদানি শুল্ক-জিএসটিতে ছাড়ের দাবি, কোভিড নিয়ে ফের মোদিকে চিঠি মমতার
পোস্টে নির্মলা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে ফের একবার শপথ নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীকে তিনবার চিঠি লিখেছেন মমতা ৷ তাতে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷ উদ্বেগ প্রকাশ করেছেন অক্সিজেনের অভাব নিয়েও ৷ এছাড়া, করোনা মোকাবিলায় তাঁর রাজ্য়ে আংশিক লকডাউনও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷