তিরুভাল্লুর (তামিলনাড়ু), 24 জানুয়ারি: মন্ত্রীমশাই এসেছেন অথচ তাঁর বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়নি ৷ এতেই রেগে আগুন মন্ত্রী ৷ এর জেরে এক দলীয় কর্মীর দিকে পাথরই ছুড়ে বসলেন তামিলনাড়ুর এক মন্ত্রী ৷ ডিএমকে'র ওই মন্ত্রীর নাম এসএম নাসার (Tamil Nadu Minister SM Nasar)৷ মঙ্গলবার মন্ত্রীর ওই পাথর ছোড়ার ঘটনা ধরা পড়েছে এক ভিডিয়োতে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনা ৷ এই ভিডিয়োতে দেখা গিয়েছে, চেয়ার না পেয়ে এক ব্যক্তির উপর চেঁচাচ্ছেন ওই মন্ত্রী ৷ তবে কার দিকে তিনি ওই পাথর ছুড়ছেন তা দেখা যায়নি ৷
এসএম নাসার তামিলনাড়ুর দুগ্ধ ও ডেয়ারি উন্নয়ন দফতরের মন্ত্রী ৷ এই ঘটনায় তামিলনাড়ুর রাজনীতিতে বিতর্ক ছড়িয়েছে ৷ বিরোধীরা বলছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর মানুষ ও রাজনীতির প্রতি সম্মান থাকা উচিত ৷ উল্লেখ্য, এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন স্ট্যালিনের মন্ত্রিসভার এই সদস্য ৷ কেন্দ্রের বিরুদ্ধে কর বাড়ানো নিয়ে তিনি মিথ্যে প্রচার করেন বলে অভিযোগ উঠেছিল (Tamil Nadu Minister in controversy) ৷
গত বছর 4 নভেম্বর ডিএমকে'র এই মন্ত্রী এক সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকার দুধের উপর জিএসটি চাপিয়েছে ৷ যার ফলে দুধের দাম বেড়ে গিয়েছে ৷ তাঁর এই মন্তব্যকে ঘিরে তৈরি হয় বিতর্ক ৷ বিজেপি'র রাজ্য সভাপতি কে আন্নামালাই অভিযোগ করেন, জিএসটি থেকে বাদ দেওয়া হয়েছে দুধকে ৷ এই মন্ত্রী তা অস্বীকার করে মিথ্যা প্রচার করছেন (SM Nasar throws stone) ৷
আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দ্বিগ্বিজয়ের সঙ্গে সহমত নন, জানিয়ে দিলেন রাহুল
অন্য আরও একটি ঘটনায়, দলেরই এক অনুষ্ঠানে রেগে যেতে দেখা গিয়েছিল এসএম নাসার নামে এই মন্ত্রীকে ৷ মাইক্রোফোনে হাত পড়ে যাওয়ায় দলের এক কর্মীকে কনুই দিয়ে ধাক্কা মারতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ এই ঘটনার পরও সমালোচিত হতে হয়েছিল স্ট্যালিন মন্ত্রিসভার এই সদস্যকে ৷ তারপরে ফের এই ঘটনা ৷