ETV Bharat / bharat

Taj Mahal Free Entry: দুর্দান্ত সুযোগ ! প্রবেশমূল্য ছাড়াই ঢোকা যাবে তাজমহলে - আগরা

আজ থেকে আগামী রবিবার ৷ তিনদিনের জন্য তাজমহলে ঢোকা যাবে বিনামূল্যে (Taj Mahal Free Entry) ! শাহজাহানের 368তম প্রয়াণ বার্ষিকী (368th Death Anniversary of Shah Jahan) উপলক্ষেই এই 'উপহার' ৷

Taj Mahal Free Entry for three days due to 368th Death Anniversary of Shah Jahan
ফাইল ছবি
author img

By

Published : Feb 17, 2023, 3:28 PM IST

আগ্রা, 17 ফেব্রুয়ারি: তাজমহলে ঢোকার জন্য কাটতে হবে না টিকিট ! লাগবে না কোনও প্রবেশমূল্য (Taj Mahal Free Entry) ! তিনদিনের জন্য এই 'উপহার' পাবেন পর্যটকরা ৷ যা শুরু হয়েছে গিয়েছে আজ, অর্থাৎ শুক্রবার (17 ফেব্রুয়ারি, 2023) থেকেই ৷ এই ছাড় মিলবে আগামী রবিবার (19 ফেব্রুয়ারি, 2023) পর্যন্ত ৷ মুঘল সম্রাট তথা তাজমহলের প্রতিষ্ঠাতা শাহজাহানের 368তম প্রয়াণ বার্ষিকী (368th Death Anniversary of Shah Jahan) উপলক্ষে এই আয়োজন করা হয়েছে ৷ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই তিনদিন (17-19 ফেব্রুয়ারি, 2023) শাহজাহান এবং তাঁর বেগম মুমতাজের কবরস্থান সকলের দর্শনের জন্য খুলে দেওয়া হবে ৷

সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান ইব্রাহিম জায়িদি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিবছরের মতোই এবারও তিনদিনের জন্য শাহজাহানের প্রয়াণ বার্ষিকী পালন করা হবে ৷ এই তিনদিন তাজমহলে দেখতে আসা সমস্ত পুণ্য়ার্থী এবং পর্যটক বিনামূল্যে ভিতরে প্রবেশ করতে পারবেন ৷

আরও পড়ুন: রাত ১০টা পর্যন্ত পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তাজমহল, আগরায় প্রস্তাব মোদির মন্ত্রীর

নির্ধারিত সূচি অনুসারে, 17 ফেব্রুয়ারি দুপুর 2টো থেকেই প্রয়াণ বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৷ প্রথমেই যে রেওয়াজ পালন করা হবে, তাকে বলা হয়, 'গোসল' ৷ ইসলাম অনুসারে, কারও মৃত্যুর পর তাঁর মৃতদেহ কবরস্থ করার আগে দেহ স্নান করিয়ে শুদ্ধ করা হয় ৷ শুক্রবার প্রতীকীভাবে সেই রীতি পালন করা হবে ৷ এরপর শনিবার, অর্থাৎ 18 ফেব্রুয়ারি পালন করা হবে 'সন্দল' ও 'মিলাদ শরিফ' ৷ সবশেষে রবিবার (19 ফেব্রুয়ারি) পালিত হবে 'কুল' এবং 'চাদর পোশি' ৷ অর্থাৎ ওই দিন কোরানের চারটি ভিত্তিগত অধ্যায় পাঠ করা হবে ৷ তারপর কবরস্থানে চাদর চাপা দেওয়া হবে ৷ এই দুই রীতি পালনের প্রক্রিয়া শুরু হবে রবিবার সকালে ৷ চলবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত ৷

যাবতীয় নিয়ম, রীতি মেনে প্রয়াত মুঘল সম্রাটকে 1 হাজার 450 মিটার দীর্ঘ চাদর অর্ঘ্য হিসাবে প্রদান করা হবে ৷ প্রয়াণ বার্ষিকীর যাবতীয় বিধি পালিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে একটি লঙ্গরেরও (বিনামূল্যে খাবার বিতরণ) ব্যবস্থা করা হবে ৷

আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই তিনদিন বেশ কিছু সামগ্রী নিয়ে তাজমহলে প্রবেশ করা যাবে না ৷ এই সামগ্রীগুলি হল, সিগারেট, বিড়ি, দেশলাই, গুটখা, তামাক, পানমশলা, যেকোনও ধরনের পতাকা, ব্যানার, পোস্টার, বই, 36 ইঞ্চির বেশি মাপের ড্রাম, স্ক্রুড্রাইভার, লাইটার, আগ্নেয়াস্ত্র, ছুরি প্রভৃতি ৷

আগ্রা, 17 ফেব্রুয়ারি: তাজমহলে ঢোকার জন্য কাটতে হবে না টিকিট ! লাগবে না কোনও প্রবেশমূল্য (Taj Mahal Free Entry) ! তিনদিনের জন্য এই 'উপহার' পাবেন পর্যটকরা ৷ যা শুরু হয়েছে গিয়েছে আজ, অর্থাৎ শুক্রবার (17 ফেব্রুয়ারি, 2023) থেকেই ৷ এই ছাড় মিলবে আগামী রবিবার (19 ফেব্রুয়ারি, 2023) পর্যন্ত ৷ মুঘল সম্রাট তথা তাজমহলের প্রতিষ্ঠাতা শাহজাহানের 368তম প্রয়াণ বার্ষিকী (368th Death Anniversary of Shah Jahan) উপলক্ষে এই আয়োজন করা হয়েছে ৷ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই তিনদিন (17-19 ফেব্রুয়ারি, 2023) শাহজাহান এবং তাঁর বেগম মুমতাজের কবরস্থান সকলের দর্শনের জন্য খুলে দেওয়া হবে ৷

সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান ইব্রাহিম জায়িদি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিবছরের মতোই এবারও তিনদিনের জন্য শাহজাহানের প্রয়াণ বার্ষিকী পালন করা হবে ৷ এই তিনদিন তাজমহলে দেখতে আসা সমস্ত পুণ্য়ার্থী এবং পর্যটক বিনামূল্যে ভিতরে প্রবেশ করতে পারবেন ৷

আরও পড়ুন: রাত ১০টা পর্যন্ত পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তাজমহল, আগরায় প্রস্তাব মোদির মন্ত্রীর

নির্ধারিত সূচি অনুসারে, 17 ফেব্রুয়ারি দুপুর 2টো থেকেই প্রয়াণ বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৷ প্রথমেই যে রেওয়াজ পালন করা হবে, তাকে বলা হয়, 'গোসল' ৷ ইসলাম অনুসারে, কারও মৃত্যুর পর তাঁর মৃতদেহ কবরস্থ করার আগে দেহ স্নান করিয়ে শুদ্ধ করা হয় ৷ শুক্রবার প্রতীকীভাবে সেই রীতি পালন করা হবে ৷ এরপর শনিবার, অর্থাৎ 18 ফেব্রুয়ারি পালন করা হবে 'সন্দল' ও 'মিলাদ শরিফ' ৷ সবশেষে রবিবার (19 ফেব্রুয়ারি) পালিত হবে 'কুল' এবং 'চাদর পোশি' ৷ অর্থাৎ ওই দিন কোরানের চারটি ভিত্তিগত অধ্যায় পাঠ করা হবে ৷ তারপর কবরস্থানে চাদর চাপা দেওয়া হবে ৷ এই দুই রীতি পালনের প্রক্রিয়া শুরু হবে রবিবার সকালে ৷ চলবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত ৷

যাবতীয় নিয়ম, রীতি মেনে প্রয়াত মুঘল সম্রাটকে 1 হাজার 450 মিটার দীর্ঘ চাদর অর্ঘ্য হিসাবে প্রদান করা হবে ৷ প্রয়াণ বার্ষিকীর যাবতীয় বিধি পালিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে একটি লঙ্গরেরও (বিনামূল্যে খাবার বিতরণ) ব্যবস্থা করা হবে ৷

আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই তিনদিন বেশ কিছু সামগ্রী নিয়ে তাজমহলে প্রবেশ করা যাবে না ৷ এই সামগ্রীগুলি হল, সিগারেট, বিড়ি, দেশলাই, গুটখা, তামাক, পানমশলা, যেকোনও ধরনের পতাকা, ব্যানার, পোস্টার, বই, 36 ইঞ্চির বেশি মাপের ড্রাম, স্ক্রুড্রাইভার, লাইটার, আগ্নেয়াস্ত্র, ছুরি প্রভৃতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.