ETV Bharat / bharat

Karnataka News: জাতপাতের 'দোষ' কাটাতে গ্রামে হাজির তহসিলদার - কর্ণাটক

কর্ণাটকের (Karnataka) চামারাজনগরের (Chamarajanagar) একটি গ্রামে বাসিন্দাদের মন থেকে জাতপাতের ভেদাভেদ দূর করতে আসরে নামলেন তহসিলদার ৷ কী করলেন তিনি ?

Tahsildar Made dalit youth to drink water from all tanks of village in Chamarajanagar
Karnataka News: জাতপাতের 'দোষ' কাটাতে গ্রামে হাজির তহসিলদার
author img

By

Published : Nov 20, 2022, 7:51 PM IST

চামারাজানগর (কর্ণাটক), 20 নভেম্বর: একবিংশ শতকেও জাতপাতের শিকার গ্রামের এক সাধারণ মহিলা ! ওই মহিলা দলিত ৷ তেষ্টা পাওয়ায় গ্রামেরই একটি কল থেকে জল খান তিনি ৷ অভিযোগ, যে ট্য়াংকের সঙ্গে ওই কলের সংযোগ ছিল, এরপরই সেই ট্য়াংকটি ধুয়ে ফেলা হয় ! এমনকী, তার ভিতর সঞ্চিত জলের সবটাই স্রেফ ফেলে নষ্ট করেন গ্রামের অন্য সম্প্রদায়ের বাসিন্দারা ৷ এই খবর কানে যেতেই আসরে নামে স্থানীয় প্রশাসন ৷ রবিবার ওই গ্রামে পৌঁছে যান সহকারী কমিশনার গীতা হুডেড, তহসিলদার বাসব রাজু এবং অন্য আধিকারিকরা ৷ তাঁরা এই নিয়ে গ্রামের সমস্ত বাসিন্দার সঙ্গে আলোচনায় বসেন ৷ গ্রামবাসীকে বোঝান, একবিংশ শতকে পৌঁছে জাতের ভেদাভেদ করাটা কখনই কাম্য হতে পারে না ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) চামারাজনগরে (Chamarajanagar) ৷

এই বৈঠকের পর গ্রামেরই এক দলিত তরুণকে ডেকে নেন তহসিলদার ৷ ওই তরুণকে গ্রামের সবক'টি জলের ট্যাংক থেকেই জল খেতে বলেন তিনি ৷ ওই তরুণও সেটাই করেন ৷ একইসঙ্গে, প্রত্যেকটি ট্য়াংকের গায়ের লিখে দেওয়া হয়, 'এটি সরকারি সম্পত্তি ৷ এটি সমস্ত সম্প্রদায়ের মানুষই ব্যবহার করতে পারবেন ৷'

আরও পড়ুন: সামনেই কর্ণাটকের নির্বাচন, দলিত সভাপতি খাড়গেকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্য কংগ্রেসের

ইতিমধ্য়েই গ্রামে জাতপাতের বিভেদ নিয়ে তহসিলদারের কাছে অভিযোগ দায়ের করেছেন এক দলিত যুবক ৷ প্রশাসনের তরফ থেকে সেই দলিত মহিলাকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, যিনি জল খাওয়ার পর জলের ট্য়াংক খালি করে তা পরিষ্কার করা হয়েছিল ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলা নিজে যদি এ নিয়ে অভিযোগ দায়ের করেন, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার ৷ গ্রামেরই এক দলিত যুবক সদ্য বিয়ে করেছেন ৷ সেই বিয়ের অনুষ্ঠানে আসা এক মহিলাই রাস্তার ধারের একটি কল খুলে জল খান ৷ পরে গ্রামের বাসিন্দারা জানতে পারেন, ওই মহিলা দলিত ৷ তারপরই সংশ্লিষ্ট জলের ট্যাংকটি খালি করে সেটি 'পরিষ্কার' করা হয় ! এই ঘটনা কানে যেতেই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন স্থানীয় তহসিলদার ৷ ঠিক করেন, এই বিষয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি ৷

চামারাজানগর (কর্ণাটক), 20 নভেম্বর: একবিংশ শতকেও জাতপাতের শিকার গ্রামের এক সাধারণ মহিলা ! ওই মহিলা দলিত ৷ তেষ্টা পাওয়ায় গ্রামেরই একটি কল থেকে জল খান তিনি ৷ অভিযোগ, যে ট্য়াংকের সঙ্গে ওই কলের সংযোগ ছিল, এরপরই সেই ট্য়াংকটি ধুয়ে ফেলা হয় ! এমনকী, তার ভিতর সঞ্চিত জলের সবটাই স্রেফ ফেলে নষ্ট করেন গ্রামের অন্য সম্প্রদায়ের বাসিন্দারা ৷ এই খবর কানে যেতেই আসরে নামে স্থানীয় প্রশাসন ৷ রবিবার ওই গ্রামে পৌঁছে যান সহকারী কমিশনার গীতা হুডেড, তহসিলদার বাসব রাজু এবং অন্য আধিকারিকরা ৷ তাঁরা এই নিয়ে গ্রামের সমস্ত বাসিন্দার সঙ্গে আলোচনায় বসেন ৷ গ্রামবাসীকে বোঝান, একবিংশ শতকে পৌঁছে জাতের ভেদাভেদ করাটা কখনই কাম্য হতে পারে না ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) চামারাজনগরে (Chamarajanagar) ৷

এই বৈঠকের পর গ্রামেরই এক দলিত তরুণকে ডেকে নেন তহসিলদার ৷ ওই তরুণকে গ্রামের সবক'টি জলের ট্যাংক থেকেই জল খেতে বলেন তিনি ৷ ওই তরুণও সেটাই করেন ৷ একইসঙ্গে, প্রত্যেকটি ট্য়াংকের গায়ের লিখে দেওয়া হয়, 'এটি সরকারি সম্পত্তি ৷ এটি সমস্ত সম্প্রদায়ের মানুষই ব্যবহার করতে পারবেন ৷'

আরও পড়ুন: সামনেই কর্ণাটকের নির্বাচন, দলিত সভাপতি খাড়গেকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্য কংগ্রেসের

ইতিমধ্য়েই গ্রামে জাতপাতের বিভেদ নিয়ে তহসিলদারের কাছে অভিযোগ দায়ের করেছেন এক দলিত যুবক ৷ প্রশাসনের তরফ থেকে সেই দলিত মহিলাকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, যিনি জল খাওয়ার পর জলের ট্য়াংক খালি করে তা পরিষ্কার করা হয়েছিল ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলা নিজে যদি এ নিয়ে অভিযোগ দায়ের করেন, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার ৷ গ্রামেরই এক দলিত যুবক সদ্য বিয়ে করেছেন ৷ সেই বিয়ের অনুষ্ঠানে আসা এক মহিলাই রাস্তার ধারের একটি কল খুলে জল খান ৷ পরে গ্রামের বাসিন্দারা জানতে পারেন, ওই মহিলা দলিত ৷ তারপরই সংশ্লিষ্ট জলের ট্যাংকটি খালি করে সেটি 'পরিষ্কার' করা হয় ! এই ঘটনা কানে যেতেই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন স্থানীয় তহসিলদার ৷ ঠিক করেন, এই বিষয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.