ETV Bharat / bharat

IND vs PAK : হারের ময়নাতদন্তে কোহলির সাফাই, 'বোর্ডে কুড়ি রান কম উঠেছিল' - ভারত বনাম পাকিস্তান

পাকিস্তানের দুই ওপেনার হাফ-সেঞ্চুরি করে দলকে জেতান ৷ 52 বলে 68 রান করেন বাবর আজম ৷ আর 55 বলে 78 রান করেন মহম্মদ রিজওয়ান ৷ পাকিস্তানের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা ৷

IND vs PAK
হারের ময়নাতদন্তে কোহলির সাফাই, 'বোর্ডে কুড়ি রান কম উঠেছিল'
author img

By

Published : Oct 25, 2021, 6:28 AM IST

দুবাই, 25 অক্টোবর : বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারেনি ভারত ৷ এই হারে ভারতীয় ক্রিকেট দলের অনেক ত্রুটি সামনে চলে এসেছে । ভারতের বিরুদ্ধে ওপেনিং জুটিতে প্রতিপক্ষ দেড়শোর বেশি রান করে 10 উইকেটে জিতে ম্যাচ নিয়ে যাচ্ছে, এমন ঘটনা অতীতে কোনও দিন ঘটেনি ।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে যেন ব্যর্থতার নতুন খাতা খুলল ভারতীয় ক্রিকেট দল । অধিনায়ক বিরাট কোহলি ছাড়া দলের বাকিদের পারফরম্যান্স তলানিতে । শাহিন আফ্রিদির দুটো দুরন্ত ডেলিভারি রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে শুরুতেই মাঠের বাইরে পাঠিয়ে দেয় । পাকিস্তানের বা হাতি পেসারের শুরুতেই এই ধরনের ধাক্কা দেওয়ার রেকর্ড চমকে দেওয়ার মত । টি-20 ক্রিকেটে মোট 22 বার এভাবে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি ।

আরও পড়ুন : আউট হয়ে মেজাজ হারালেন লিটন, তেড়ে গেলেন ব্যাট উঁচিয়ে

দ্রুত দুটো উইকেট হারানোর ধাক্কা সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্থ সামলে দিয়েছিলেন । অধিনায়ক কোহলি ধীরে ধীরে ম্যাচের রাশ যখন নিজেদের হাতে নিচ্ছেন, তখনই সূর্যকুমার এবং পন্থ নিজেদের উইকেট ছুড়ে এসেছেন । এই দুই ব্যাটার যদি ভুল না করতেন তাহলে হয়তো ছবিটা অন্যরকম হতে পারত । দলের ব্যর্থতা স্বীকার করেছেন ভারত অধিনায়ক । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে বলেছেন, "আমরা ঠিকমতো পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি । কৃতিত্ব পাকিস্তান দলকে দিতেই হবে । ওরা আমাদের সব বিভাগেই টেক্কা দিয়েছে । বল হাতে অসাধারণ শুরু করেছে । কুড়ি রানের মধ্যে তিন উইকেট হারানো মোটেই ভাল শুরু নয় । জেতার জন্য আমাদের দ্রুত উইকেট তুলে নেওয়া উচিত ছিল । কিন্তু পাকিস্তান ব্যাটাররা সেই সুযোগ দেয়নি ।"

নিজেদের পারফরম্যান্স এর কাটাছেঁড়া করতে গিয়ে কোহলি বলেছেন, "শুরুতে পিচ ধীর গতির ছিল । ফলে ব্যাট করা কঠিন হয়ে পড়েছিল । পাকিস্তানের ব্যাটিংয়ের সময় দশ ওভারের পরেও ছবি একই রকম হয়ে পড়েছিল । আরও পনেরো থেকে কুড়ি রান বেশি করার জন্য আমাদের শুরুটা আরও ভাল হওয়ার দরকার ছিল । কিন্তু পাকিস্তান বোলাররা সেই সুযোগ আমাদের দেয়নি । অতিরিক্ত রান করার কোনও সুযোগ আমরা পাইনি ।"

আরও পড়ুন : দেশের মানুষের মুখে হাসি ফেরাতে ভাল খেলাই অস্ত্র আফগান অধিনায়কের

ইতিমধ্যেই দলগঠনের ত্রুটি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে ভাল কিছু করতে পারেননি । বরং চোট পেয়ে ফিল্ডিংটাও করতে পারেননি । চোটের অবস্থা জানতে পরীক্ষা করা হয়েছে । আধা ফিট ক্রিকেটারকে কেন দলে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে । ভারতীয় দল যেকোনও সিরিজ়ের শুরুতে পর্যাপ্ত হোমওয়ার্কের অভাবে ভুগে থাকে । কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে এই নিয়ে কাঠগড়ায় তোলাই যায় । কোহলি বলছেন, "আরও একজন স্লো বোলারকে দলে রাখা নিয়ে কথা হতেই পারে । কিন্তু দলের বাঁধনটা জরুরি এবং আমাদের নিজেদের শক্তিটা বুঝতে হবে । কারণ কুয়াশার জন্য আরও একজন স্লো বোলার কার্যকর হত না । মনে রাখতে হবে, এই ম্যাচটি টুর্নামেন্টের শেষ ম্যাচ নয় , প্রথম ম্যাচ ৷"

31 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল । কিউয়িদের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে ভারত এখনও জয়ের দেখা পায়নি । 2007 সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বছরেও কিউয়িদের বিরুদ্ধে জয় অধরাই ছিল । পাশাপাশি আফগানিস্তান খেলোয়াড়রা মরুশহরের পিচে চমক দেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন । তাই পাকিস্তানের বিরুদ্ধে "ল্যান্ডস্লাইড" কাটিয়ে ভারতের ঘুরে দাঁড়ানো বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাড়াচ্ছে । যা ভাঙতে পারার মধ্যেই এবারের টি-20 বিশ্বকাপে মেন ইন ব্লু এর ভাগ্য নির্ভর করবে ।

দুবাই, 25 অক্টোবর : বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারেনি ভারত ৷ এই হারে ভারতীয় ক্রিকেট দলের অনেক ত্রুটি সামনে চলে এসেছে । ভারতের বিরুদ্ধে ওপেনিং জুটিতে প্রতিপক্ষ দেড়শোর বেশি রান করে 10 উইকেটে জিতে ম্যাচ নিয়ে যাচ্ছে, এমন ঘটনা অতীতে কোনও দিন ঘটেনি ।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে যেন ব্যর্থতার নতুন খাতা খুলল ভারতীয় ক্রিকেট দল । অধিনায়ক বিরাট কোহলি ছাড়া দলের বাকিদের পারফরম্যান্স তলানিতে । শাহিন আফ্রিদির দুটো দুরন্ত ডেলিভারি রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে শুরুতেই মাঠের বাইরে পাঠিয়ে দেয় । পাকিস্তানের বা হাতি পেসারের শুরুতেই এই ধরনের ধাক্কা দেওয়ার রেকর্ড চমকে দেওয়ার মত । টি-20 ক্রিকেটে মোট 22 বার এভাবে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি ।

আরও পড়ুন : আউট হয়ে মেজাজ হারালেন লিটন, তেড়ে গেলেন ব্যাট উঁচিয়ে

দ্রুত দুটো উইকেট হারানোর ধাক্কা সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্থ সামলে দিয়েছিলেন । অধিনায়ক কোহলি ধীরে ধীরে ম্যাচের রাশ যখন নিজেদের হাতে নিচ্ছেন, তখনই সূর্যকুমার এবং পন্থ নিজেদের উইকেট ছুড়ে এসেছেন । এই দুই ব্যাটার যদি ভুল না করতেন তাহলে হয়তো ছবিটা অন্যরকম হতে পারত । দলের ব্যর্থতা স্বীকার করেছেন ভারত অধিনায়ক । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে বলেছেন, "আমরা ঠিকমতো পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি । কৃতিত্ব পাকিস্তান দলকে দিতেই হবে । ওরা আমাদের সব বিভাগেই টেক্কা দিয়েছে । বল হাতে অসাধারণ শুরু করেছে । কুড়ি রানের মধ্যে তিন উইকেট হারানো মোটেই ভাল শুরু নয় । জেতার জন্য আমাদের দ্রুত উইকেট তুলে নেওয়া উচিত ছিল । কিন্তু পাকিস্তান ব্যাটাররা সেই সুযোগ দেয়নি ।"

নিজেদের পারফরম্যান্স এর কাটাছেঁড়া করতে গিয়ে কোহলি বলেছেন, "শুরুতে পিচ ধীর গতির ছিল । ফলে ব্যাট করা কঠিন হয়ে পড়েছিল । পাকিস্তানের ব্যাটিংয়ের সময় দশ ওভারের পরেও ছবি একই রকম হয়ে পড়েছিল । আরও পনেরো থেকে কুড়ি রান বেশি করার জন্য আমাদের শুরুটা আরও ভাল হওয়ার দরকার ছিল । কিন্তু পাকিস্তান বোলাররা সেই সুযোগ আমাদের দেয়নি । অতিরিক্ত রান করার কোনও সুযোগ আমরা পাইনি ।"

আরও পড়ুন : দেশের মানুষের মুখে হাসি ফেরাতে ভাল খেলাই অস্ত্র আফগান অধিনায়কের

ইতিমধ্যেই দলগঠনের ত্রুটি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে ভাল কিছু করতে পারেননি । বরং চোট পেয়ে ফিল্ডিংটাও করতে পারেননি । চোটের অবস্থা জানতে পরীক্ষা করা হয়েছে । আধা ফিট ক্রিকেটারকে কেন দলে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে । ভারতীয় দল যেকোনও সিরিজ়ের শুরুতে পর্যাপ্ত হোমওয়ার্কের অভাবে ভুগে থাকে । কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে এই নিয়ে কাঠগড়ায় তোলাই যায় । কোহলি বলছেন, "আরও একজন স্লো বোলারকে দলে রাখা নিয়ে কথা হতেই পারে । কিন্তু দলের বাঁধনটা জরুরি এবং আমাদের নিজেদের শক্তিটা বুঝতে হবে । কারণ কুয়াশার জন্য আরও একজন স্লো বোলার কার্যকর হত না । মনে রাখতে হবে, এই ম্যাচটি টুর্নামেন্টের শেষ ম্যাচ নয় , প্রথম ম্যাচ ৷"

31 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল । কিউয়িদের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে ভারত এখনও জয়ের দেখা পায়নি । 2007 সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বছরেও কিউয়িদের বিরুদ্ধে জয় অধরাই ছিল । পাশাপাশি আফগানিস্তান খেলোয়াড়রা মরুশহরের পিচে চমক দেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন । তাই পাকিস্তানের বিরুদ্ধে "ল্যান্ডস্লাইড" কাটিয়ে ভারতের ঘুরে দাঁড়ানো বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাড়াচ্ছে । যা ভাঙতে পারার মধ্যেই এবারের টি-20 বিশ্বকাপে মেন ইন ব্লু এর ভাগ্য নির্ভর করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.