ETV Bharat / bharat

নয়াদিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর - বিজেপি

হঠাৎ কেন শুভেন্দুকে ডেকে পাঠালেন অমিত শাহ, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷

নয়াদিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর
নয়াদিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর
author img

By

Published : Jun 8, 2021, 12:40 PM IST

নয়াদিল্লি, 8 জুন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷ মঙ্গলবার সকালে এই বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাসভবনে ৷ এই বৈঠকের জন্য গতকাল, সোমবার রাতেই দিল্লি উড়ে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

এদিকে, কলকাতায় এদিন শুরু হয়েছে বিজেপির (BJP) রাজ্য কমিটির বৈঠক ৷ মূলত, বিধানসভা ভোটে হারের পর্যালোচনা হবে ওই বৈঠকে ৷ বৈঠক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হওয়ার কথা ছিল ৷ কিন্তু দিল্লি থেকে তলব আসায় নন্দীগ্রামের বিধায়ক এই বৈঠকে থাকতে পারলেন না ৷

কিন্তু হঠাৎ কেন শুভেন্দুকে ডেকে পাঠালেন অমিত শাহ, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ কারও কারও মতে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হবে গেরুয়া শিবিরের এই দুই নেতার মধ্যে ৷ আবার কারও কারও মতে বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : জরুরি তলব, আজ রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু

শেষ পর্যন্ত কী নিয়ে আলোচনা হল, তা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷

নয়াদিল্লি, 8 জুন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷ মঙ্গলবার সকালে এই বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাসভবনে ৷ এই বৈঠকের জন্য গতকাল, সোমবার রাতেই দিল্লি উড়ে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

এদিকে, কলকাতায় এদিন শুরু হয়েছে বিজেপির (BJP) রাজ্য কমিটির বৈঠক ৷ মূলত, বিধানসভা ভোটে হারের পর্যালোচনা হবে ওই বৈঠকে ৷ বৈঠক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হওয়ার কথা ছিল ৷ কিন্তু দিল্লি থেকে তলব আসায় নন্দীগ্রামের বিধায়ক এই বৈঠকে থাকতে পারলেন না ৷

কিন্তু হঠাৎ কেন শুভেন্দুকে ডেকে পাঠালেন অমিত শাহ, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ কারও কারও মতে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হবে গেরুয়া শিবিরের এই দুই নেতার মধ্যে ৷ আবার কারও কারও মতে বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : জরুরি তলব, আজ রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু

শেষ পর্যন্ত কী নিয়ে আলোচনা হল, তা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.