নয়াদিল্লি, 19 ডিসেম্বর: লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পর সংসদ চত্বরে বসে উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে নকল করে ব্যঙ্গ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে ৷ এই ঘটনা যখন কল্যাণ ঘটাচ্ছেন, অন্য বিরোধী সাংসদদের সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাহুল গান্ধিও ৷ ফলে এই ইস্যুতে কল্যাণের পাশাপাশি রাহুলকে টেনেও সমালোচনায় সরব হয়েছে বিজেপি ৷
উল্লেখ্য, সংসদে এখন চলছে শীতকালীন অধিবেশন ৷ মঙ্গলবার পর্যন্ত শতাধিক সাংসদকে অভব্য আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৷ সেই তালিকায় যেমন লোকসভার সাংসদরা রয়েছেন, তেমনই রয়েছেন রাজ্যসভার সাংসদরাও ৷ সাসপেন্ড হওয়া সাংসদরা রোজই বিক্ষোভ দেখাচ্ছেন সংসদ ভবনের সিঁড়িতে বসে ৷ এ দিনও তেমনই ধরনা-বিক্ষোভ চলছিল ৷
সেই সময়ই তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে নকল করে ব্য়ঙ্গ করেন ৷ ধনকড় কীভাবে রাজ্যসভা পরিচালনা করেন, সেটাই নকল করে দেখান তিনি ৷ তাঁকে এভাবে ব্যঙ্গ করতে দেখে হাসিতে লুটিয়ে পড়তে দেখা যায় অন্য সাংসদদের ৷ সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷ তাঁকে মোবাইল হাতে কল্যাণের মিমিক্রি রেকর্ড করতে দেখা যায় ৷
-
#WATCH | TMC MP Kalyan Banerjee mimics Rajya Sabha Chairman Jagdeep Dhankhar in Parliament premises pic.twitter.com/naabLIzibY
— ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | TMC MP Kalyan Banerjee mimics Rajya Sabha Chairman Jagdeep Dhankhar in Parliament premises pic.twitter.com/naabLIzibY
— ANI (@ANI) December 19, 2023#WATCH | TMC MP Kalyan Banerjee mimics Rajya Sabha Chairman Jagdeep Dhankhar in Parliament premises pic.twitter.com/naabLIzibY
— ANI (@ANI) December 19, 2023
এই নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিজেপি ৷ রাজ্যসভার দলনেতা পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কিরেন রিজিজু-সহ অনেকেই কল্যাণের ভিডিয়ো এক্স-এ পোস্ট করে সমালোচনা করেছেন ৷ পীযূষ গোয়েল লিখেছেন, ‘‘অশোভনীয় এবং অতি দুর্ভাগ্যপূর্ণ ৷’’ এর পরই কংগ্রেসকে এই নিয়ে তিনি আক্রমণ করেন ৷ তিনি লিখেছেন, ‘‘যাঁরা সাংবিধানিক পদকে উপহাস করেন, কংগ্রেস তাঁদের সমর্থন করে !’’
-
अशोभनीय और अति दुर्भाग्यपूर्ण!
— Piyush Goyal (@PiyushGoyal) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
For the record - Congress supports those who RIDICULE a constitutional position! pic.twitter.com/OGf0L0vLC3
">अशोभनीय और अति दुर्भाग्यपूर्ण!
— Piyush Goyal (@PiyushGoyal) December 19, 2023
For the record - Congress supports those who RIDICULE a constitutional position! pic.twitter.com/OGf0L0vLC3अशोभनीय और अति दुर्भाग्यपूर्ण!
— Piyush Goyal (@PiyushGoyal) December 19, 2023
For the record - Congress supports those who RIDICULE a constitutional position! pic.twitter.com/OGf0L0vLC3
এই নিয়ে পরে রাজ্যসভার অন্দরে সমালোচনা করেন চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ তিনি বলেন, ‘‘আমি কিছুক্ষণ আগে একটি টিভি চ্যানেলে দেখলাম ৷ নিচে নামার কোনও সীমা নেই ৷’’ কংগ্রেসকে সাংসদ দ্বিগ্বিজয় সিংকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘আপনাদের এক বড় নেতা (পড়ুন রাহুল গান্ধি) একজন সাংসদের অসংসদীয় আচরণের ভিডিয়ো করছিল ৷’’
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এর পর তিনি কল্য়াণ ও অন্য সাংসদ যাঁরা এর সঙ্গে জড়িত সুবুদ্ধির প্রার্থনা করেছেন ৷ তাঁর সঙ্গে তিনি উল্লেখ করেছেন, রাজ্যসভার চেয়ারম্যানের পদকেও তো সম্মান করা যায় ৷ পাশাপাশি তিনি এই ঘটনাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন ৷
আরও পড়ুন: