ETV Bharat / bharat

50 Hours Parliament Protest: সাসপেন্ড হওয়ার প্রতিবাদ, 50 ঘণ্টার ধরনায় গান্ধিমূর্তির পাদদেশে একজোট বিরোধী সাংসদরা - গান্ধি মূর্তির পাদদেশে ধরনা

সোমবার বাদল অধিবেশনের শুরুতে 4 জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ মঙ্গলবার 20 জন রাজ্যসভার সাংসদ এবং বুধবার আপের এক সাংসদকে সাসপেন্ড করেন চেয়ারম্যান ৷ তালিকায় তৃণমূল সাংসদরাও রয়েছেন ৷ তাঁদের ফিরিয়ে নেওয়া হতে পারে, যদি তাঁরা ক্ষমা চান, জানিয়েছেন প্রহ্লাদ জোশী (50 Hours Parliament Protest) ৷

Suspended MPs infront of Gandhi Statue
গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদী সাংসদেরা
author img

By

Published : Jul 28, 2022, 11:18 AM IST

নয়াদিল্লি, 28 জুলাই: তাঁরা চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইবেন না ৷ উলটে সাসপেন্ড হওয়ার প্রতিবাদে সংসদে গান্ধিমূর্তির পাদদেশে 50 ঘণ্টার ধরনায় বসেছেন বাদল অধিবেশনে সাসপেন্ড হওয়া তৃণমূল-সহ অন্যান্য দলের 24 জন সাংসদ ৷ এঁদের মধ্য়ে 20 জন রাজ্যসভা সাংসদকে এক হপ্তার জন্য এবং 4 জন লোকসভা কংগ্রেস সাংসদকে গোটা অধিবেশন থেকেই বাদ রাখা হয়েছে ৷ বুধবার থেকে শুরু হওয়া ধরনায় খোলা আকাশের নীচেই রাত কাটালেন প্রতিবাদী সাংসদেরা (Suspended MPs in 50 hours dharna holds placard denying apology to Pralhad Joshi) ৷

প্রহ্লাদ জোশী অবশ্য একটি বিবৃতিতে জানিয়েছিলেন, সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদেরা ক্ষমা চাইলে, তাঁদের অধিবেশনে ফিরিয়ে নেওয়া হবে ৷ এর জবাবে সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তা ছেত্রী (TMC MP Shanta Chhetri) প্ল্যাকার্ডে জানালেন, "আমরা কোনও ভুল করিনি, আমরা ক্ষমা চাইব না ৷ আমরা সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরেছি ৷ মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা গোটা দেশের এবং সেই ইস্যু তুলে ধরাটা কোনও ভুল নয় ৷"

  • I want the Modi govt & the Parliamentary Affairs Minister to apologize to the people of Gujarat. BJP has been ruling there for 27 years, several people died in the state after drinking spurious liquor. I wanted to have discussions on this issue in Parliament: AAP MP Sanjay Singh pic.twitter.com/obmhAJqd29

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাসপেন্ড হওয়া আরেক তৃণমূল সাংসদ মৌসম নূরও (TMC MP Mausam Noor) প্ল্যাকার্ডে লিখেছেন, "ক্ষমা চাইবার কোনও প্রশ্নই ওঠে না ৷ আমরা সংসদে মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা করতে চেয়েছি, কিন্তু তার জন্য আমাদের সাসপেন্ড করা হয়েছে ৷ সংসদের বাইরে 50 ঘণ্টার এই প্রতিবাদ চলবে ৷"

আরও পড়ুন: ফতোয়াকে বুড়ো আঙুল ! মোদি-বিরোধী স্লোগানে উত্তপ্ত সংসদ চত্বর

বুধবারই সাসপেন্ড হয়েছেন আপ-এর সাংসদ সঞ্জয় সিং (AAP MP Sanjay Singh) ৷ তিনিও প্রহ্লাদ জোশীর ক্ষমা চাওয়া প্রসঙ্গে জানিয়েছেন, "আমি চাই মোদি সরকার এবং সংসদ বিষয়ক মন্ত্রী গুজরাতের মানুষের কাছে ক্ষমা চান ৷ বিজেপি সেখানে 27 বছর ধরে শাসন করছে ৷ যেখানে বিষ মদ খেয়ে বহু মানুষ মারা গিয়েছেন ৷ আমি এটা নিয়ে সংসদে আলোচনা করতে চেয়েছিলাম ৷" উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে বিষ মদ খেয়ে এখনও পর্যন্ত 40 জন প্রাণ হারিয়েছেন ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

  • Delhi | There is no question of apologizing. We want to have discussions on price rise in Parliament but we were suspended. Our 50-hour long protest will continue outside: TMC MP Mausam Noor on Pralhad Joshi's statement that suspension can be revoked if Opposition MPs apologize pic.twitter.com/aJRiDJou9I

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session 2022) চলাকালীন মঙ্গলবার ও বুধবারে মোট 20 জন রাজ্যসভা সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ এর মধ্যে 7 জন তৃণমূল কংগ্রেসের, ছ'জন ডিএমকে, তিনজন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস-এর, 2 জন সিপিআইএমের, সিপিআই ও আপ-এর এক জন করে সাংসদ রয়েছেন ৷ বুধবার থেকেই তাঁরা 50 ঘণ্টার দীর্ঘ প্রতিবাদে নামেন ৷ তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন এনসিপি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদেরাও ৷ অবশ্য এই দু'টি দলের কোনও সাংসদ সাসপেন্ড হননি ৷ কংগ্রেসের 4 জন সাসপেন্ড হওয়া লোকসভা সাংসদও যোগ দিয়েছেন ৷

  • Well not apologize as we haven't done anything wrong. We've raised the issue of common people. The country is suffering from price rise & raising that issue is not wrong: TMC MP Shanta Chhetri on Pralhad Joshi's statement that suspension can be revoked if Opposition MPs apologize pic.twitter.com/iGUSf9eZfY

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার সকালে বিক্ষোভকারী সাংসদদের জন্য ইডলি-সম্বর ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন ডিএমকে সাংসদ তিরুচি শিবা ৷ দুপুরের মেনুতে দই-ভাতের বন্দোবস্ত করেছিল ডিএমকে ৷ রাতে তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া হয় রুটি, ডাল, পনির এবং তন্দুরি চিকেন ৷ বিক্ষোভরত সাংসদেরা সংসদের লাইব্রেরির শৌচাগার ব্যবহার করতে পারবেন ৷

আরও পড়ুন: মুড়ি নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

নয়াদিল্লি, 28 জুলাই: তাঁরা চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইবেন না ৷ উলটে সাসপেন্ড হওয়ার প্রতিবাদে সংসদে গান্ধিমূর্তির পাদদেশে 50 ঘণ্টার ধরনায় বসেছেন বাদল অধিবেশনে সাসপেন্ড হওয়া তৃণমূল-সহ অন্যান্য দলের 24 জন সাংসদ ৷ এঁদের মধ্য়ে 20 জন রাজ্যসভা সাংসদকে এক হপ্তার জন্য এবং 4 জন লোকসভা কংগ্রেস সাংসদকে গোটা অধিবেশন থেকেই বাদ রাখা হয়েছে ৷ বুধবার থেকে শুরু হওয়া ধরনায় খোলা আকাশের নীচেই রাত কাটালেন প্রতিবাদী সাংসদেরা (Suspended MPs in 50 hours dharna holds placard denying apology to Pralhad Joshi) ৷

প্রহ্লাদ জোশী অবশ্য একটি বিবৃতিতে জানিয়েছিলেন, সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদেরা ক্ষমা চাইলে, তাঁদের অধিবেশনে ফিরিয়ে নেওয়া হবে ৷ এর জবাবে সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তা ছেত্রী (TMC MP Shanta Chhetri) প্ল্যাকার্ডে জানালেন, "আমরা কোনও ভুল করিনি, আমরা ক্ষমা চাইব না ৷ আমরা সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরেছি ৷ মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা গোটা দেশের এবং সেই ইস্যু তুলে ধরাটা কোনও ভুল নয় ৷"

  • I want the Modi govt & the Parliamentary Affairs Minister to apologize to the people of Gujarat. BJP has been ruling there for 27 years, several people died in the state after drinking spurious liquor. I wanted to have discussions on this issue in Parliament: AAP MP Sanjay Singh pic.twitter.com/obmhAJqd29

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাসপেন্ড হওয়া আরেক তৃণমূল সাংসদ মৌসম নূরও (TMC MP Mausam Noor) প্ল্যাকার্ডে লিখেছেন, "ক্ষমা চাইবার কোনও প্রশ্নই ওঠে না ৷ আমরা সংসদে মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা করতে চেয়েছি, কিন্তু তার জন্য আমাদের সাসপেন্ড করা হয়েছে ৷ সংসদের বাইরে 50 ঘণ্টার এই প্রতিবাদ চলবে ৷"

আরও পড়ুন: ফতোয়াকে বুড়ো আঙুল ! মোদি-বিরোধী স্লোগানে উত্তপ্ত সংসদ চত্বর

বুধবারই সাসপেন্ড হয়েছেন আপ-এর সাংসদ সঞ্জয় সিং (AAP MP Sanjay Singh) ৷ তিনিও প্রহ্লাদ জোশীর ক্ষমা চাওয়া প্রসঙ্গে জানিয়েছেন, "আমি চাই মোদি সরকার এবং সংসদ বিষয়ক মন্ত্রী গুজরাতের মানুষের কাছে ক্ষমা চান ৷ বিজেপি সেখানে 27 বছর ধরে শাসন করছে ৷ যেখানে বিষ মদ খেয়ে বহু মানুষ মারা গিয়েছেন ৷ আমি এটা নিয়ে সংসদে আলোচনা করতে চেয়েছিলাম ৷" উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে বিষ মদ খেয়ে এখনও পর্যন্ত 40 জন প্রাণ হারিয়েছেন ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

  • Delhi | There is no question of apologizing. We want to have discussions on price rise in Parliament but we were suspended. Our 50-hour long protest will continue outside: TMC MP Mausam Noor on Pralhad Joshi's statement that suspension can be revoked if Opposition MPs apologize pic.twitter.com/aJRiDJou9I

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session 2022) চলাকালীন মঙ্গলবার ও বুধবারে মোট 20 জন রাজ্যসভা সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ এর মধ্যে 7 জন তৃণমূল কংগ্রেসের, ছ'জন ডিএমকে, তিনজন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস-এর, 2 জন সিপিআইএমের, সিপিআই ও আপ-এর এক জন করে সাংসদ রয়েছেন ৷ বুধবার থেকেই তাঁরা 50 ঘণ্টার দীর্ঘ প্রতিবাদে নামেন ৷ তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন এনসিপি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদেরাও ৷ অবশ্য এই দু'টি দলের কোনও সাংসদ সাসপেন্ড হননি ৷ কংগ্রেসের 4 জন সাসপেন্ড হওয়া লোকসভা সাংসদও যোগ দিয়েছেন ৷

  • Well not apologize as we haven't done anything wrong. We've raised the issue of common people. The country is suffering from price rise & raising that issue is not wrong: TMC MP Shanta Chhetri on Pralhad Joshi's statement that suspension can be revoked if Opposition MPs apologize pic.twitter.com/iGUSf9eZfY

    — ANI (@ANI) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার সকালে বিক্ষোভকারী সাংসদদের জন্য ইডলি-সম্বর ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন ডিএমকে সাংসদ তিরুচি শিবা ৷ দুপুরের মেনুতে দই-ভাতের বন্দোবস্ত করেছিল ডিএমকে ৷ রাতে তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া হয় রুটি, ডাল, পনির এবং তন্দুরি চিকেন ৷ বিক্ষোভরত সাংসদেরা সংসদের লাইব্রেরির শৌচাগার ব্যবহার করতে পারবেন ৷

আরও পড়ুন: মুড়ি নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.