ETV Bharat / bharat

Suspected Poacher Shot Dead: কর্ণাটকে এনকাউন্টরে মৃত্যু সন্দেহভাজন চোরাশিকারি, উদ্ধার বন্দুক ও হরিণের অংশ - চোরাশিকারী

Bandipur Tiger Reserve Incident: কর্ণাটকে বনকর্মীদের গুলিতে মৃত্যু হল এক সন্দেহভাজন চোরাশিকারীর ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বন্দুক ও হরিণের অংশ ৷

Suspected Poacher Shot Dead
চোরাশিকারির মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 6:12 PM IST

চামরাজানগর (কর্ণাটক), 5 নভেম্বর: বন বিভাগের কর্মীদের সঙ্গে এনকাউন্টরে মৃত্যু হল এক সন্দেহভাজন চোরাশিকারির ৷ ঘটনা কর্ণাটকের চামরাজানগর এলাকায় বান্দিপুর টাইগার রিজার্ভের । বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার ভোররাতে বান্দিপুর টাইগার রিজার্ভে বনকর্মী এবং আট থেকে দশজনের একটি দলের মধ্যে গোলাগুলি হয় ৷ সেসময় গুলি লেগে মৃত্যু হয়েছে ওই সন্দেহভাজন চোরাশিকারির ।

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এনকাউন্টরস্থল থেকে একটি বন্দুক এবং একটি সম্বার হরিণের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে ৷ ঘটনার আরও তদন্ত চলছে । এলাকায় তাৎক্ষণিক সতর্কতা জারি করা হয়েছে । বান্দিপুর টাইগার রিজার্ভের মাদুর রেঞ্জের আধিকারিকরা জানিয়েছেন, মাঝরাতের দিকে মাঠের টহলরত কর্মীরা গুলির শব্দ শুনতে পান ৷ গুলির শব্দ শোনার পরে বনরক্ষী এবং অ্যান্টি-পাচিং ক্যাম্পের কর্মীদের একটি দল সেখানে ছুটে যায় ।

চিরুনি তল্লাশির পর বন কর্মীরা আট থেকে দশ জনের দলকে খুঁজে পান ৷ অভিযোগ, তাঁরা বনকর্মীদের উপর গুলি চালায় ৷ এরপরেই বনকর্মীরা পালটা গুলি করতে বাধ্য হয় ৷ সেই গুলিতে একজন নিহত হন ৷ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় । পুলিশ কর্মীদের সঙ্গে মিলে বনকর্মীরাও ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া গ্যাংয়ের সদস্যদের খোঁজ শুরু করেছে ৷ যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর । এই ঘটনায় গ্যাংয়ের অন্য কেউ আহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ।

আরও পড়ুন: বন্দুক-সমেত চোরাশিকারী সন্দেহে গ্রেফতার তিন

এর আগে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে চোরাশিকারি সন্দেহে বন্দুক,-সমেত তিনজনকে গ্রেফতার করা হয়েছিল ৷ ধৃতদের কাছ থেকে কার্তুজ উদ্ধার হয় ৷ অভিযোগ ছিল, বণ্যপ্রাণী শিকারের চেষ্টায় তাঁরা গধেয়ার কুঠি বিট সংলগ্ন জঙ্গলে ঢুকেছিলেন ৷ সেখানে এক রাউন্ড গুলিও চালানো হয় ৷ পশ্চিমবঙ্গ, কর্ণাটক-সহ বিভিন্ন রাজ্যে রাতের অন্ধকারে কদচোরাশিকারের অভিযোগ ওঠে ৷

চামরাজানগর (কর্ণাটক), 5 নভেম্বর: বন বিভাগের কর্মীদের সঙ্গে এনকাউন্টরে মৃত্যু হল এক সন্দেহভাজন চোরাশিকারির ৷ ঘটনা কর্ণাটকের চামরাজানগর এলাকায় বান্দিপুর টাইগার রিজার্ভের । বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার ভোররাতে বান্দিপুর টাইগার রিজার্ভে বনকর্মী এবং আট থেকে দশজনের একটি দলের মধ্যে গোলাগুলি হয় ৷ সেসময় গুলি লেগে মৃত্যু হয়েছে ওই সন্দেহভাজন চোরাশিকারির ।

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এনকাউন্টরস্থল থেকে একটি বন্দুক এবং একটি সম্বার হরিণের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে ৷ ঘটনার আরও তদন্ত চলছে । এলাকায় তাৎক্ষণিক সতর্কতা জারি করা হয়েছে । বান্দিপুর টাইগার রিজার্ভের মাদুর রেঞ্জের আধিকারিকরা জানিয়েছেন, মাঝরাতের দিকে মাঠের টহলরত কর্মীরা গুলির শব্দ শুনতে পান ৷ গুলির শব্দ শোনার পরে বনরক্ষী এবং অ্যান্টি-পাচিং ক্যাম্পের কর্মীদের একটি দল সেখানে ছুটে যায় ।

চিরুনি তল্লাশির পর বন কর্মীরা আট থেকে দশ জনের দলকে খুঁজে পান ৷ অভিযোগ, তাঁরা বনকর্মীদের উপর গুলি চালায় ৷ এরপরেই বনকর্মীরা পালটা গুলি করতে বাধ্য হয় ৷ সেই গুলিতে একজন নিহত হন ৷ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় । পুলিশ কর্মীদের সঙ্গে মিলে বনকর্মীরাও ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া গ্যাংয়ের সদস্যদের খোঁজ শুরু করেছে ৷ যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর । এই ঘটনায় গ্যাংয়ের অন্য কেউ আহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ।

আরও পড়ুন: বন্দুক-সমেত চোরাশিকারী সন্দেহে গ্রেফতার তিন

এর আগে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে চোরাশিকারি সন্দেহে বন্দুক,-সমেত তিনজনকে গ্রেফতার করা হয়েছিল ৷ ধৃতদের কাছ থেকে কার্তুজ উদ্ধার হয় ৷ অভিযোগ ছিল, বণ্যপ্রাণী শিকারের চেষ্টায় তাঁরা গধেয়ার কুঠি বিট সংলগ্ন জঙ্গলে ঢুকেছিলেন ৷ সেখানে এক রাউন্ড গুলিও চালানো হয় ৷ পশ্চিমবঙ্গ, কর্ণাটক-সহ বিভিন্ন রাজ্যে রাতের অন্ধকারে কদচোরাশিকারের অভিযোগ ওঠে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.