ETV Bharat / bharat

JMB Arrest : 8 নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতেই জেএমবি জঙ্গি সন্দেহে ধৃতরা - National Investigation Agency

চলতি বছরের জুলাইয়ের গোড়ায়, হরিদেবপুর থেকে চার জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । পরে গোটা ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

JMB Arrest
8 নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতেই জেএমবি জঙ্গি সন্দেহে ধৃতরা
author img

By

Published : Nov 3, 2021, 10:43 PM IST

কলকাতা, 3 নভেম্বর : জেএমবি সদস্য সন্দেহে গ্রেফতার হওয়া আব্দুল মান্নানকে আজ এনআইএ'র (National Investigation Agency) বিশেষ আদালতে পেশ করে এনআইএ-এর গোয়েন্দারা। সেখানেই এনআইএ-এর তরফে জানানো হয় তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে । সেই মতোই ধৃতকে 8 নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

আরও পড়ুন : Doctor Suicide : রাজ্যের বদলি নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আত্মঘাতী চিকিৎসক

গতকালই দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে জেএমবি জঙ্গি সন্দেহে আবদুলকে গ্রেফতার করা হয় । এনআইএ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে একাধিক জাল ভোটার ও আধার কার্ড । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে ওই ব্যাক্তি । একাধিক এলাকায় যুবক-যুবতীদের মগজ ধোলাইয়ের জন্য তাকে পাঠানো হয়েছিল । বেশ কয়েকজনকে সে জাল পরিচয়পত্রও তৈরি করে দেয় বলেও গোয়েন্দাদের অনুমান । এনআইএ সূত্রের খবর, এবার ধৃতকে সঙ্গে নিয়ে তারা একাধিক জায়গায় তল্লাশি চালাবেন । পাশাপাশি জেএমবি সদস্য সন্দেহে সম্প্রতি কলকাতা হরিদেবপুর থানা এলাকা থেকে ধৃত দু'জনের সঙ্গে আবদুলকে জেরাও করতে পারেন এনআইএ-এর গোয়েন্দারা ।

আরও পড়ুন : Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে গ্রেফতার আরও 1

জানা গিয়েছে, বাংলাদেশের জেএমবি জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল ধৃতের । চলতি বছরের জুলাইয়ের গোড়ায়, হরিদেবপুর থেকে চার জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । পরে গোটা ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ইতিমধ্যেই তিনজনকে হেফাজতে নিয়েছে তারা । এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারাও এনআইএ-এর সঙ্গে কথা বলেছে । জানা গিয়েছে, নাম ভাঁড়িয়ে আরও একাধিক জেএমবি সদস্যরা এ রাজ্যে গা ঢাকা দিয়ে আছে । মূলত স্লিপার সেল আরও মজবুত করতেই জেএমবি সদস্যরা ফের একবার ময়দানে নেমেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দাদের অনুমান ।

কলকাতা, 3 নভেম্বর : জেএমবি সদস্য সন্দেহে গ্রেফতার হওয়া আব্দুল মান্নানকে আজ এনআইএ'র (National Investigation Agency) বিশেষ আদালতে পেশ করে এনআইএ-এর গোয়েন্দারা। সেখানেই এনআইএ-এর তরফে জানানো হয় তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে । সেই মতোই ধৃতকে 8 নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

আরও পড়ুন : Doctor Suicide : রাজ্যের বদলি নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আত্মঘাতী চিকিৎসক

গতকালই দক্ষিণ 24 পরগনার সুভাষগ্রাম থেকে জেএমবি জঙ্গি সন্দেহে আবদুলকে গ্রেফতার করা হয় । এনআইএ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে একাধিক জাল ভোটার ও আধার কার্ড । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে ওই ব্যাক্তি । একাধিক এলাকায় যুবক-যুবতীদের মগজ ধোলাইয়ের জন্য তাকে পাঠানো হয়েছিল । বেশ কয়েকজনকে সে জাল পরিচয়পত্রও তৈরি করে দেয় বলেও গোয়েন্দাদের অনুমান । এনআইএ সূত্রের খবর, এবার ধৃতকে সঙ্গে নিয়ে তারা একাধিক জায়গায় তল্লাশি চালাবেন । পাশাপাশি জেএমবি সদস্য সন্দেহে সম্প্রতি কলকাতা হরিদেবপুর থানা এলাকা থেকে ধৃত দু'জনের সঙ্গে আবদুলকে জেরাও করতে পারেন এনআইএ-এর গোয়েন্দারা ।

আরও পড়ুন : Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে গ্রেফতার আরও 1

জানা গিয়েছে, বাংলাদেশের জেএমবি জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল ধৃতের । চলতি বছরের জুলাইয়ের গোড়ায়, হরিদেবপুর থেকে চার জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । পরে গোটা ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ইতিমধ্যেই তিনজনকে হেফাজতে নিয়েছে তারা । এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারাও এনআইএ-এর সঙ্গে কথা বলেছে । জানা গিয়েছে, নাম ভাঁড়িয়ে আরও একাধিক জেএমবি সদস্যরা এ রাজ্যে গা ঢাকা দিয়ে আছে । মূলত স্লিপার সেল আরও মজবুত করতেই জেএমবি সদস্যরা ফের একবার ময়দানে নেমেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দাদের অনুমান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.