ETV Bharat / bharat

Eenadu Plea Transferred: এনাডুর দায়ের করা মামলা দিল্লি হাইকোর্টে সরাল সুপ্রিম কোর্ট - সুপ্রিম কোর্টে এনাডুর মামলা

অন্ধ্রপ্রদেশ সরকার একটি নির্দেশের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিল উষোদয় পাবলিকেশন, সেই মামলাটি সোমবার দিল্লি হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট ৷

Etv Bharat
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Apr 17, 2023, 10:37 PM IST

Updated : Apr 17, 2023, 10:46 PM IST

হায়দরাবাদ, 17 এপ্রিল: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মালিকানাধীন সংবাদপত্র সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার ৷ এই মর্মে প্রথমে অন্ধ্র হাইকোর্ট ও তারপরে সুপ্রিম কোর্টে মামলা করে উষোদয় পাবলিকেশন ৷ সোমবার এই মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ উল্লেখ্য, এই মামলার আবেদনকারী উষোদয় পাবলিকেশনই এনাডু সংবাদপত্র প্রকাশ করে ৷

মূল মামলাটি প্রথমে অন্ধ্র হাইকোর্টে দায়ের করা হয়েছিল ৷ সেখানে এই মামলাটি খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে যায় উষোদয় পাবলিকেশন ৷ এই মামলার শুনানিতে এর আগেই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেছিল শীর্ষ আদালত ৷ আর সোমবার সেই মামলাটিই দিল্লি হাইকোর্টে ট্রান্সফারের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট ৷ এদিন অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে শীর্ষ আদালতে বলা হয়, মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠালে অন্ধ্র হাইকোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ৷ তবে সুপ্রিম কোর্ট এদিন এই যুক্তি মানতে চায়নি ৷ ন্যায় বিচারের স্বার্থেই এদিন এই সিদ্ধান্ত নেওয়া হল বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে ৷

এদিন মামলাকারী পক্ষের তরফে আইনজীবী কপিল সিবল সুপ্রিম কোর্টে জানান, যে সরকারি নির্দেশের বিরুদ্ধে এই মামলা হয় সেই নির্দেশের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়ায় ফের নতুন করে একটি জিও (গভর্নমেন্ট অর্ডার) জারি করেছে অন্ধ্র সরকার ৷ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এই বিষয়টি নিয়ে পিটিশন দায়ের করে দিল্লি হাইকোর্টে জানাতে ৷

আরও পড়ুন: সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্র সরকার, এনাডুর মামলায় সুপ্রিম কোর্ট ভর্ৎসিত অন্ধ্র হাইকোর্ট

উল্লেখ্য, 2020 সালের সেপ্টেম্বরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করতে ও সরকারি সুযোগ-সুবিধা জনসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক নিয়োগ করে ৷ মোট 2.56 লক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় ৷ তাদের সাম্মানিক দেওয়ার পাশাপাশি প্রতি মাসে অতিরিক্ত 200 টাকা করে দেওয়ার কথাও সরকারের তরফে জানানো হয় ৷ ওই অতিরিক্ত 200 টাকা দেওয়ার কারণ, স্বেচ্ছাসেবকদের একটি নির্দিষ্ট দৈনিক প্রচারিত সংবাদপত্র কিনতে হবে ৷ এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা দায়ের করে উষোদয় পাবলিকেশন ৷ তাদের দাবি, পক্ষান্তরে এনাডু না পড়ার জন্যই ওই নির্দেশ দেওয়া হয় ৷

হায়দরাবাদ, 17 এপ্রিল: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মালিকানাধীন সংবাদপত্র সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার ৷ এই মর্মে প্রথমে অন্ধ্র হাইকোর্ট ও তারপরে সুপ্রিম কোর্টে মামলা করে উষোদয় পাবলিকেশন ৷ সোমবার এই মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ উল্লেখ্য, এই মামলার আবেদনকারী উষোদয় পাবলিকেশনই এনাডু সংবাদপত্র প্রকাশ করে ৷

মূল মামলাটি প্রথমে অন্ধ্র হাইকোর্টে দায়ের করা হয়েছিল ৷ সেখানে এই মামলাটি খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে যায় উষোদয় পাবলিকেশন ৷ এই মামলার শুনানিতে এর আগেই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেছিল শীর্ষ আদালত ৷ আর সোমবার সেই মামলাটিই দিল্লি হাইকোর্টে ট্রান্সফারের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট ৷ এদিন অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে শীর্ষ আদালতে বলা হয়, মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠালে অন্ধ্র হাইকোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ৷ তবে সুপ্রিম কোর্ট এদিন এই যুক্তি মানতে চায়নি ৷ ন্যায় বিচারের স্বার্থেই এদিন এই সিদ্ধান্ত নেওয়া হল বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে ৷

এদিন মামলাকারী পক্ষের তরফে আইনজীবী কপিল সিবল সুপ্রিম কোর্টে জানান, যে সরকারি নির্দেশের বিরুদ্ধে এই মামলা হয় সেই নির্দেশের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়ায় ফের নতুন করে একটি জিও (গভর্নমেন্ট অর্ডার) জারি করেছে অন্ধ্র সরকার ৷ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এই বিষয়টি নিয়ে পিটিশন দায়ের করে দিল্লি হাইকোর্টে জানাতে ৷

আরও পড়ুন: সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্র সরকার, এনাডুর মামলায় সুপ্রিম কোর্ট ভর্ৎসিত অন্ধ্র হাইকোর্ট

উল্লেখ্য, 2020 সালের সেপ্টেম্বরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করতে ও সরকারি সুযোগ-সুবিধা জনসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক নিয়োগ করে ৷ মোট 2.56 লক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় ৷ তাদের সাম্মানিক দেওয়ার পাশাপাশি প্রতি মাসে অতিরিক্ত 200 টাকা করে দেওয়ার কথাও সরকারের তরফে জানানো হয় ৷ ওই অতিরিক্ত 200 টাকা দেওয়ার কারণ, স্বেচ্ছাসেবকদের একটি নির্দিষ্ট দৈনিক প্রচারিত সংবাদপত্র কিনতে হবে ৷ এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা দায়ের করে উষোদয় পাবলিকেশন ৷ তাদের দাবি, পক্ষান্তরে এনাডু না পড়ার জন্যই ওই নির্দেশ দেওয়া হয় ৷

Last Updated : Apr 17, 2023, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.