নয়াদিল্লি, 18 এপ্রিল: বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষী 11 জনকে শাস্তির মেয়াদ ফুরোনোর আগেই মুক্তি দেওয়ায় গুজরাত সরকারের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় শীর্ষ আদালত প্রশ্ন তোলে, এমন একটি পদক্ষেপ করার আগে গুজরাত সরকার কি তাদের বোধ-বুদ্ধি ব্যবহার করেছিল ? এদিন বিচারপতি কে এম জোশেফ এবং বিচারপতি বি ভি নাগরত্নের এজলাসে এই মামলাটি ওঠে ৷ সেখানেই শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় গুজরাত সরকারকে ৷ একইসঙ্গে আদালত তার পর্যবেক্ষণে বলে, "আজ বিলকিস বানোর সঙ্গে এই ঘটনা ঘটেছে, কাল অন্য যে কারও সঙ্গেও একই ঘটনা ঘটতে পারে !" আদালতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনজ্ঞমহল ৷
আদালতের মতে, যেভাবে ওই ঘটনা ঘটানো হয়েছিল, তা অত্যন্ত জঘন্য ৷ এমন ঘটনা সমাজের উপর গভীর ও নেতিবাচক প্রভাব ফেলে ৷ আদালতের আরও পর্যবেক্ষণ, সময়ের আগেই কাউকে প্রাপ্য শাস্তি থেকে মুক্তি দেওয়ার ক্ষমতাকে কখনই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় ৷ বা এই ধরনের আচরণ কোনও সময় রাজনীতির দ্বারা প্রভাবিত হওয়াও অভিপ্রেত নয় ৷ আমজনতার স্বার্থরক্ষা এক্ষেত্রে প্রধান বিবেচ্য হওয়া উচিত ৷
প্রসঙ্গত, গুজরাত সরকারের পদক্ষেপের বিরোধিতায় বিলকিস বানো নিজেই সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলাটি রুজু করেন ৷ সেই মামলারই শুনানি ছিল এদিন ৷ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলায় আরও শুনানির প্রয়োজন রয়েছে ৷ আগামী সোমবার (24 এপ্রিল, 2023) পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ এর আগে আদালতের পূর্বতন রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ একটি রিভিউ পিটিশন পেশের প্রস্তাব করে ৷ শীর্ষ আদালত ঠিক করেছে, সেই বিষয়টিও খতিয়ে দেখবে তারা ৷
আরও পড়ুন: দোষীদের মুক্তির বিরুদ্ধে বিলকিসের আবেদনে শুনানিতে বেঞ্চ গঠনে সম্মত সুপ্রিম কোর্ট
এই মামলায় কেন্দ্র ও গুজরাত সরকারের তরফে আইনজীবী ছিলেন এএসজি এসভি রাজু ৷ তিনি আদালতকে জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যেই তাঁরা রিভিউ পিটিশন দাখিল করবেন কিনা, তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন ৷ অন্যদিকে, বিলকিস বানোর দোষীদের আইনজীবী আদালতের কাছে এই মামলার শুনানি আরও পিছিয়ে দেওয়ার আবেদন জানান ৷ তাঁর বক্তব্য ছিল, আদালতের প্রক্রিয়া সারার জন্য তাঁদের আরও সময় দরকার ৷ কিন্তু, বিলকিস বানোর আইনজীবী এর তীব্র বিরোধিতা করেন ৷ তাঁর অভিযোগ ছিল, শাস্তি এড়াতেই ইচ্ছাকৃতভাবে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে দোষীরা ৷ সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরবর্তী শুনানির দিন ঘোষণা করে ৷