নয়াদিল্লি, 26 মার্চ : নতুন নির্বাচনী বন্ড আগামী 1 এপ্রিল থেকেই বাজারে ছাড়া যেতে পারে৷ শুক্রবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ সেখানে শীর্ষ আদালত জানিয়েছে যে 2018 সালে নির্বাচনী বন্ডের স্কিম আনা হয় ৷ তার পর থেকে কোনও বাধা ছাড়াই বন্ড বিক্রি করা হচ্ছে ৷ এই পর্যায়ে এই বিষয়ে স্থগিতাদেশ দেওয়ার কোনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না ৷
রাজনৈতিক দলগুলির হাতে এখন নগদের অভাব ৷ সেই কারণেই নতুন নির্বাচনী বন্ড বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন ৷ এমনটাই কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয় ৷ তার পরই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে ৷ কমিশনের তরফে শীর্ষ আদালতকে আরও জানানো হয়েছে যে তারা এই বন্ডের কেনা-বেচার বিষয়টিকে আরও স্বচ্ছ করে তোলার চেষ্টা করা হচ্ছে ৷
দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করেছিল ৷ নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে কাজ করা এই অসরকারি সংস্থা নির্বাচনী বন্ড বিক্রিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি আবেদন করে ওই মামলায়৷ আগামী 1 এপ্রিল থেকে 10 পর্যন্ত যে নির্বাচনী বন্ড বিক্রি হতে যাচ্ছে, তার উপর স্থগিতাদেশ চেয়ে এই মামলা হয়েছিল ৷
আরও পড়ুন : আন্দোলনের চার মাস পূর্তিতে ভারত বনধ কৃষকদের, ব্যাহত রেল পরিষেবা
ওই আবেদন এডিআর দাবি করে যে নির্বাচনী বন্ড বিক্রিতে স্বচ্ছতার অভাব রয়েছে ৷ তার উপর এখন বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে ৷ তাই এই স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে এডিআর এর হয়ে মামলা লড়েন বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ ৷