ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে কমিশন তৈরির সুপারিশ সুপ্রিম কোর্টের - Supreme Court

Supreme Court Verdict on Article 370: সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিলে কেন্দ্রের সিদ্ধান্তই বলবৎ রেখে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে ৷ ওই বেঞ্চের এক বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল কেন্দ্রকে একটি কমিশন গঠন করতে নির্দেশ দিয়েছে ৷ ওই কমিশন জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখবে ৷ লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

Court
Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 3:31 PM IST

Updated : Dec 11, 2023, 4:49 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল সোমবার কেন্দ্রকে একটি ‘সত্য ও সমন্বয়সাধন’ কমিশন গঠনের জন্য সুপারিশ করেছেন ৷ রাষ্ট্রীয় মদতে বা সেটা ছাড়া জম্মু ও কাশ্মীরে কোনও ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়টি ওই কমিশন তদন্ত করবে এবং রিপোর্ট তৈরি করবে ৷

বিচারপতি কৌল আরও জানিয়েছেন, এই তদন্তের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে ৷ আর এই নিয়ে কী পদক্ষেপ করা উচিত, সেটাও ওই কমিশন সুপারিশ করবে ৷ এই কমিশনের অতীতের ক্ষত ঠিক করতে সক্ষম হতে পারে এবং একটি জাতীয় পরিচয় অর্জনের ভিত্তি তৈরি করতে পারে ।

সুপ্রিম কোর্ট সোমবার জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে রায় দিয়েছে ৷ কেন্দ্রের সিদ্ধান্তকেই বলবৎ রেখেছে শীর্ষ আদালত ৷ এছাড়াও একাধিক নির্দেশ দিয়েছে আদালত ৷ তার মধ্য়ে একটি এই কমিশন গঠনের বিষয়টি ৷ বিচারপতি কৌল সংখ্যাগরিষ্ঠ রায়ের সঙ্গে একমত হয়ে একটি পৃথক রায় লিখেছেন ৷ সেখানে তিনি রাষ্ট্র এবং অ-রাষ্ট্রীয়, উভয় পক্ষের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের তদন্ত এবং রিপোর্ট করার জন্য একটি নিরপেক্ষ সত্য ও সমন্বয়সাধনকারী কমিটি গঠনের সুপারিশ করেছেন ।

বিচারপতি কৌল জানিয়েছেন যে এই স্মৃতি চলে যাওয়ার আগেই কমিশন গঠন করতে হবে ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে ৷ তিনি আরও জানান, যুব সমাজের একটি পুরো প্রজন্ম রয়েছে, যাঁরা অবিশ্বাসের অনুভূতি নিয়ে বড় হয়েছে । সেই ক্ষত নিরাময়ের জন্যই এই কমিশন প্রয়োজন বলে তিনি জানিয়েছেন ৷

বিচারপতি কৌল জানিয়েছেন যে কমিশন কীভাবে গঠন করা উচিত, তা নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া এবং এর সঙ্গে জড়িত বিষয়গুলির সংবেদনশীলতা বিবেচনা করা উচিত । কমিশন অবশ্যই একটি ফৌজদারি আদালতে পরিণত হবে না ৷ অবশ্যই সেখানে সবপক্ষের মতামত প্রকাশ ও তা নিয়ে আলোচনার জায়গা থাকবে ৷ তিনি দক্ষিণ আফ্রিকায় হওয়া এই ধরনের একটি কমিশনের কথাও উল্লেখ করেন ৷

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল ৷ বিচারপতি এসকে কৌল, সঞ্জীব খান্না, বিআর গভাই ও সূর্য কান্তও ছিলেন ওই বেঞ্চে ৷ 2019 সালের 5 অগস্ট কেন্দ্রীয় সরকার 370 বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার তকমা সরিয়ে দেয় ৷ তার বিরুদ্ধে একগুচ্ছ আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ পাঁচ সদস্য়ের ডিভিশন বেঞ্চ 16 দিন ধরে সেই আবেদনগুলির একত্রে শুনানি করে ৷ এ দিন রায় দেওয়া হলেও মামলার শুনানি শেষ হয় গত 5 সেপ্টেম্বর ৷ সেদিন রায় সংরক্ষণ করার কথা জানিয়েছিল শীর্ষ আদালত ৷

আরও পড়ুন:

  1. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী
  2. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  3. পূর্ণরাজ্য়ের মর্যাদা ফিরিয়ে আগামী সেপ্টেম্বরের মধ্যে ভোট করাতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভায়, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল সোমবার কেন্দ্রকে একটি ‘সত্য ও সমন্বয়সাধন’ কমিশন গঠনের জন্য সুপারিশ করেছেন ৷ রাষ্ট্রীয় মদতে বা সেটা ছাড়া জম্মু ও কাশ্মীরে কোনও ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়টি ওই কমিশন তদন্ত করবে এবং রিপোর্ট তৈরি করবে ৷

বিচারপতি কৌল আরও জানিয়েছেন, এই তদন্তের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে ৷ আর এই নিয়ে কী পদক্ষেপ করা উচিত, সেটাও ওই কমিশন সুপারিশ করবে ৷ এই কমিশনের অতীতের ক্ষত ঠিক করতে সক্ষম হতে পারে এবং একটি জাতীয় পরিচয় অর্জনের ভিত্তি তৈরি করতে পারে ।

সুপ্রিম কোর্ট সোমবার জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে রায় দিয়েছে ৷ কেন্দ্রের সিদ্ধান্তকেই বলবৎ রেখেছে শীর্ষ আদালত ৷ এছাড়াও একাধিক নির্দেশ দিয়েছে আদালত ৷ তার মধ্য়ে একটি এই কমিশন গঠনের বিষয়টি ৷ বিচারপতি কৌল সংখ্যাগরিষ্ঠ রায়ের সঙ্গে একমত হয়ে একটি পৃথক রায় লিখেছেন ৷ সেখানে তিনি রাষ্ট্র এবং অ-রাষ্ট্রীয়, উভয় পক্ষের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের তদন্ত এবং রিপোর্ট করার জন্য একটি নিরপেক্ষ সত্য ও সমন্বয়সাধনকারী কমিটি গঠনের সুপারিশ করেছেন ।

বিচারপতি কৌল জানিয়েছেন যে এই স্মৃতি চলে যাওয়ার আগেই কমিশন গঠন করতে হবে ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে ৷ তিনি আরও জানান, যুব সমাজের একটি পুরো প্রজন্ম রয়েছে, যাঁরা অবিশ্বাসের অনুভূতি নিয়ে বড় হয়েছে । সেই ক্ষত নিরাময়ের জন্যই এই কমিশন প্রয়োজন বলে তিনি জানিয়েছেন ৷

বিচারপতি কৌল জানিয়েছেন যে কমিশন কীভাবে গঠন করা উচিত, তা নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া এবং এর সঙ্গে জড়িত বিষয়গুলির সংবেদনশীলতা বিবেচনা করা উচিত । কমিশন অবশ্যই একটি ফৌজদারি আদালতে পরিণত হবে না ৷ অবশ্যই সেখানে সবপক্ষের মতামত প্রকাশ ও তা নিয়ে আলোচনার জায়গা থাকবে ৷ তিনি দক্ষিণ আফ্রিকায় হওয়া এই ধরনের একটি কমিশনের কথাও উল্লেখ করেন ৷

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল ৷ বিচারপতি এসকে কৌল, সঞ্জীব খান্না, বিআর গভাই ও সূর্য কান্তও ছিলেন ওই বেঞ্চে ৷ 2019 সালের 5 অগস্ট কেন্দ্রীয় সরকার 370 বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার তকমা সরিয়ে দেয় ৷ তার বিরুদ্ধে একগুচ্ছ আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ পাঁচ সদস্য়ের ডিভিশন বেঞ্চ 16 দিন ধরে সেই আবেদনগুলির একত্রে শুনানি করে ৷ এ দিন রায় দেওয়া হলেও মামলার শুনানি শেষ হয় গত 5 সেপ্টেম্বর ৷ সেদিন রায় সংরক্ষণ করার কথা জানিয়েছিল শীর্ষ আদালত ৷

আরও পড়ুন:

  1. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী
  2. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  3. পূর্ণরাজ্য়ের মর্যাদা ফিরিয়ে আগামী সেপ্টেম্বরের মধ্যে ভোট করাতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভায়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Last Updated : Dec 11, 2023, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.