ETV Bharat / bharat

Gyanvapi Mosque Row : জ্ঞানবাপী মসজিদ মামলা বারাণসী দায়রা আদালতের হাতে সঁপে দিল শীর্ষ আদালত - Supreme Court orders transfer of Gyanvapi mosque case to District Judge

বারাণসীর দায়রা আদালতেই এবার চলবে জ্ঞানবাপী মামলার শুনানি ৷ শুক্রবার জ্ঞানবাপী মসজিদে ভিডিয়োগ্রাফি সমীক্ষা নিয়ে বারাণসী আদালতের নির্দেশের বিরুদ্ধে শুনানি চলাকালীন এই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court orders transfer of Gyanvapi mosque case to District Judge) ৷

Gyanvapi Mosque Row
জ্ঞানবাপী মসজিদ মামলা বারাণসী দায়রা আদালতের হাতে সঁপে দিল শীর্ষ আদালত
author img

By

Published : May 20, 2022, 4:54 PM IST

Updated : May 20, 2022, 6:01 PM IST

নয়াদিল্লি, 20 মে : বারাণসীর দায়রা আদালতেই এবার চলবে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি ৷ শুক্রবার জ্ঞানবাপী মসজিদে ভিডিয়োগ্রাফি সমীক্ষা নিয়ে বারাণসী আদালতের নির্দেশের বিরুদ্ধে শুনানি চলাকালীন এই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court orders transfer of Gyanvapi mosque case to District Judge) ৷ রাজ্যের বিচারবিভাগীয় পরিষেবার এক সিনিয়র আধিকারিক এবং এক অভিজ্ঞ আধিকারিকের এজলাসে মামলার শুনানি হবে বলেও নির্দেশে জানিয়েছে শীর্ষ আদালত ৷

একইসঙ্গে পাঁচ সদস্যের গঠিত কমিশনের রিপোর্ট কোনওভাবেই যেন সংবাদমাধ্যমের হাতে না যায় ৷ কেবল বিচারকদেরই হাতেই যেতে পারবে সেই রিপোর্ট ৷ এদিকে এলাহাবাদ হাইকোর্টে কাশী বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি আগামী 6 জুলাই পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ দিলেন বিচারক প্রকাশ পারিয়া ৷ সম্প্রতি বারাণসী সিভিল কোর্টের নির্দেশে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভিডিয়োগ্রাফি সমীক্ষা চালানো হয়েছিল ৷ সেই সমীক্ষায় মসজিদের ভিতরে জলাশয়ে একটি শিবলিঙ্গের সন্ধান পাওয়া যায়, যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা ওজু করতেন ৷ হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু জৈন এব্যাপারে আদালতকে জানালে মসজিদের ওই জলাশয়ের আশপাশ সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় নিম্ন আদালতের তরফে।

আরও পড়ুন : জ্ঞানবাপী নিয়ে বারাণসীর সিভিল কোর্টে শুনানি নয়, নির্দেশ সুপ্রিম কোর্টে

একই নির্দেশ প্রদান করে শীর্ষ আদালতও ৷ তবে মসজিদে নমাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিল শীর্ষ আদালত ৷ গত 14মে থেকে পাঁচদিনব্যাপী সমীক্ষার পর মুখবন্ধ খামে মসজিদের ভিতরের ভিডিয়োগ্রাফি সমীক্ষার রিপোর্ট জমা পড়েছিল বারাণসীর আদালতে। বারাণসীর দায়রা আদালতে মামলাটির পরবর্তী শুনানি 23 মে।

নয়াদিল্লি, 20 মে : বারাণসীর দায়রা আদালতেই এবার চলবে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি ৷ শুক্রবার জ্ঞানবাপী মসজিদে ভিডিয়োগ্রাফি সমীক্ষা নিয়ে বারাণসী আদালতের নির্দেশের বিরুদ্ধে শুনানি চলাকালীন এই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court orders transfer of Gyanvapi mosque case to District Judge) ৷ রাজ্যের বিচারবিভাগীয় পরিষেবার এক সিনিয়র আধিকারিক এবং এক অভিজ্ঞ আধিকারিকের এজলাসে মামলার শুনানি হবে বলেও নির্দেশে জানিয়েছে শীর্ষ আদালত ৷

একইসঙ্গে পাঁচ সদস্যের গঠিত কমিশনের রিপোর্ট কোনওভাবেই যেন সংবাদমাধ্যমের হাতে না যায় ৷ কেবল বিচারকদেরই হাতেই যেতে পারবে সেই রিপোর্ট ৷ এদিকে এলাহাবাদ হাইকোর্টে কাশী বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি আগামী 6 জুলাই পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ দিলেন বিচারক প্রকাশ পারিয়া ৷ সম্প্রতি বারাণসী সিভিল কোর্টের নির্দেশে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভিডিয়োগ্রাফি সমীক্ষা চালানো হয়েছিল ৷ সেই সমীক্ষায় মসজিদের ভিতরে জলাশয়ে একটি শিবলিঙ্গের সন্ধান পাওয়া যায়, যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা ওজু করতেন ৷ হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু জৈন এব্যাপারে আদালতকে জানালে মসজিদের ওই জলাশয়ের আশপাশ সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় নিম্ন আদালতের তরফে।

আরও পড়ুন : জ্ঞানবাপী নিয়ে বারাণসীর সিভিল কোর্টে শুনানি নয়, নির্দেশ সুপ্রিম কোর্টে

একই নির্দেশ প্রদান করে শীর্ষ আদালতও ৷ তবে মসজিদে নমাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিল শীর্ষ আদালত ৷ গত 14মে থেকে পাঁচদিনব্যাপী সমীক্ষার পর মুখবন্ধ খামে মসজিদের ভিতরের ভিডিয়োগ্রাফি সমীক্ষার রিপোর্ট জমা পড়েছিল বারাণসীর আদালতে। বারাণসীর দায়রা আদালতে মামলাটির পরবর্তী শুনানি 23 মে।

Last Updated : May 20, 2022, 6:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.