ETV Bharat / bharat

Contempt Notice to SEBI: সেবির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করায় এবার সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ভিত্তিতে নোটিশ জারি করা হল (Supreme Court Issues Contempt Notice to SEBI) ৷

Supreme Court Issues Contempt Notice to SEBI on Non-Compliance of Court Order
Supreme Court Issues Contempt Notice to SEBI on Non-Compliance of Court Order
author img

By

Published : Nov 11, 2022, 10:17 AM IST

Updated : Nov 11, 2022, 10:48 AM IST

নয়াদিল্লি, 11 নভেম্বর: সেবি অর্থাৎ, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court Issues Contempt Notice to SEBI) ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রির আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, গত 5 অগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ সেবি কার্যকর করেনি (Non-Compliance of Court Order) ৷ ওই নির্দেশে আদালত জানিয়েছিল, বাজার নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা রিয়ালায়েন্স ইন্ডাস্ট্রিকে তাদের কোম্পানির নির্দিষ্ট নথির অ্যাক্সেস প্রদান করতে হবে ৷ সেটা না হওয়ায় শীর্ষ আদালত এই নোটিশ জারি করল ।

বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি এমএম সুন্দরেশ এর ডিভিশন বেঞ্চে এদিন এই মামলার শুনানি ছিল ৷ আদালতের তরফে আদালত অবমাননার অভিযোগে সেবির কাছে জবাব চাওয়া হয়েছে ৷ আগামী 2 ডিসেম্বরের মধ্যে তাদের এর জবাব দিতে বলা হয়েছে ৷ সেবির তরফে আইনজীবী অভিষেক সিং সেই নোটিশ গ্রহণ করেছেন ৷ অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফে আইনজীবী হরিশ সালভে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছিলেন ৷

যেখানে অভিযোগ করা হয়েছে, গত 5 অগস্ট সুপ্রিম কোর্ট সেবিকে একটি নির্দেশ দিয়ে বলেছিল, একটি নথির কপি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেবে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ৷ কিন্তু, দু’মাস অতিক্রান্ত হয়ে গেলেও আদালতের সেই নির্দেশ কার্যকর করা হয়নি ৷ তবে, সেবির তরফে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল তথা আইনজীবী কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টে হাজরি ছিলেন ৷ তিনি আদালতকে জানান, 5 অগস্টের নির্দেশের বিরুদ্ধে একটি পুনর্বিবেচনার আবেদন করা হয়েছিল এই আদালতেই ৷ সেই মামলায় কোনও রায় এখনও বেরয়নি ৷

আরও পড়ুন: শুক্রে আলাদা বেঞ্চ গঠন করে জ্ঞানব্যাপী মামলার শুনানি

কিন্তু, ডিভিশন বেঞ্চ তার নির্দেশ বলে, ‘‘গত 12 অক্টোবর আমরা একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলাম সেই পুনর্বিবেচনার আবেদনের ভিত্তিতে ৷’’ এর পরেই সেবির বিরুদ্ধে নোটিশ জারি করে শীর্ষ আদালত ৷

নয়াদিল্লি, 11 নভেম্বর: সেবি অর্থাৎ, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court Issues Contempt Notice to SEBI) ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রির আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, গত 5 অগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ সেবি কার্যকর করেনি (Non-Compliance of Court Order) ৷ ওই নির্দেশে আদালত জানিয়েছিল, বাজার নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা রিয়ালায়েন্স ইন্ডাস্ট্রিকে তাদের কোম্পানির নির্দিষ্ট নথির অ্যাক্সেস প্রদান করতে হবে ৷ সেটা না হওয়ায় শীর্ষ আদালত এই নোটিশ জারি করল ।

বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি এমএম সুন্দরেশ এর ডিভিশন বেঞ্চে এদিন এই মামলার শুনানি ছিল ৷ আদালতের তরফে আদালত অবমাননার অভিযোগে সেবির কাছে জবাব চাওয়া হয়েছে ৷ আগামী 2 ডিসেম্বরের মধ্যে তাদের এর জবাব দিতে বলা হয়েছে ৷ সেবির তরফে আইনজীবী অভিষেক সিং সেই নোটিশ গ্রহণ করেছেন ৷ অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফে আইনজীবী হরিশ সালভে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছিলেন ৷

যেখানে অভিযোগ করা হয়েছে, গত 5 অগস্ট সুপ্রিম কোর্ট সেবিকে একটি নির্দেশ দিয়ে বলেছিল, একটি নথির কপি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেবে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ৷ কিন্তু, দু’মাস অতিক্রান্ত হয়ে গেলেও আদালতের সেই নির্দেশ কার্যকর করা হয়নি ৷ তবে, সেবির তরফে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল তথা আইনজীবী কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টে হাজরি ছিলেন ৷ তিনি আদালতকে জানান, 5 অগস্টের নির্দেশের বিরুদ্ধে একটি পুনর্বিবেচনার আবেদন করা হয়েছিল এই আদালতেই ৷ সেই মামলায় কোনও রায় এখনও বেরয়নি ৷

আরও পড়ুন: শুক্রে আলাদা বেঞ্চ গঠন করে জ্ঞানব্যাপী মামলার শুনানি

কিন্তু, ডিভিশন বেঞ্চ তার নির্দেশ বলে, ‘‘গত 12 অক্টোবর আমরা একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলাম সেই পুনর্বিবেচনার আবেদনের ভিত্তিতে ৷’’ এর পরেই সেবির বিরুদ্ধে নোটিশ জারি করে শীর্ষ আদালত ৷

Last Updated : Nov 11, 2022, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.