ETV Bharat / bharat

COVID Compensation : কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন তৈরিতে কেন্দ্রকে বাড়তি সময় সুপ্রিম কোর্টের - COVID Compensation : কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন তৈরিতে কেন্দ্রকে আরও চার সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যদের পরিবারকে আর্থিক সাহায্য করার ক্ষেত্রে গাইডলাইন তৈরির জন্য ফের চার সপ্তাহ সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট ৷ কেন্দ্রকে এই গাইডলাইন সরল ভাবে তৈরির কথা বলেছে শীর্ষ আদালত ৷

কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন
কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন
author img

By

Published : Aug 16, 2021, 6:02 PM IST

নয়াদিল্লি, 16 অগস্ট : কোভিড-19 অথবা কোভিড পরবর্তী সমস্যা থেকে মৃতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে গাইডলাইন তৈরির জন্য কেন্দ্রকে দেওয়া সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট ৷ সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ আরও চার সপ্তাহ সময় দিয়েছে কেন্দ্রকে ৷ সুপ্রিম কোর্টে পিটিশনকারীদের তরফে দাবি করা হয়, করোনায় বা কোভিড পরবর্তী সমস্যায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হোক ৷ তাঁরাই এই বিষয়ে যে গাউডলাইন রয়েছে তার সরলীকরণের দাবিও জানান ৷ তার ভিত্তিতেই কেন্দ্রকে সহজবোধ্য গাইডলাইন তৈরির জন্য বলা হয়েছে ৷

সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রকে বলা হয়েছে, কোভিডে মৃতদের ডেথ সার্টিফিকেট বা অন্যান্য নথি ইস্যু করার জন্য সহজবোধ্য গাইডলাইন তৈরি করতে হবে ৷ এছাড়াও 15তম ফিনান্স কমিশনের রিপোর্টের সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ৷

কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বাড়ানোর জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় ৷ কেন্দ্রের তরফে জানানো হয়, জাতীয় বিপর্যয় ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের এই সংক্রান্ত সুসংগত এবং বলিষ্ঠ একটি গাইডলাইন তৈরির জন্য আরও কিছুটা সময় প্রয়োজন ৷ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বাড়তি সময়ের দরকার ৷ তাড়াহুড়োয় ভুল হওয়ায় সম্ভাবনার কথাও জানানো হয় কেন্দ্রের তরফে ৷

কেন্দ্রের এই আর্জির পরই এদিন শীর্ষ আদালত বাড়তি চার সপ্তাহ সময় দিল ৷ এর আগে চলতি বছরের 30 জুন কেন্দ্রকে এই গাউডলাইন তৈরির জন্য 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই সময়সীমার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়ে ওঠেনি ৷

আরও পড়ুন : করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 16 অগস্ট : কোভিড-19 অথবা কোভিড পরবর্তী সমস্যা থেকে মৃতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে গাইডলাইন তৈরির জন্য কেন্দ্রকে দেওয়া সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট ৷ সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ আরও চার সপ্তাহ সময় দিয়েছে কেন্দ্রকে ৷ সুপ্রিম কোর্টে পিটিশনকারীদের তরফে দাবি করা হয়, করোনায় বা কোভিড পরবর্তী সমস্যায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হোক ৷ তাঁরাই এই বিষয়ে যে গাউডলাইন রয়েছে তার সরলীকরণের দাবিও জানান ৷ তার ভিত্তিতেই কেন্দ্রকে সহজবোধ্য গাইডলাইন তৈরির জন্য বলা হয়েছে ৷

সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রকে বলা হয়েছে, কোভিডে মৃতদের ডেথ সার্টিফিকেট বা অন্যান্য নথি ইস্যু করার জন্য সহজবোধ্য গাইডলাইন তৈরি করতে হবে ৷ এছাড়াও 15তম ফিনান্স কমিশনের রিপোর্টের সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ৷

কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বাড়ানোর জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় ৷ কেন্দ্রের তরফে জানানো হয়, জাতীয় বিপর্যয় ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের এই সংক্রান্ত সুসংগত এবং বলিষ্ঠ একটি গাইডলাইন তৈরির জন্য আরও কিছুটা সময় প্রয়োজন ৷ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বাড়তি সময়ের দরকার ৷ তাড়াহুড়োয় ভুল হওয়ায় সম্ভাবনার কথাও জানানো হয় কেন্দ্রের তরফে ৷

কেন্দ্রের এই আর্জির পরই এদিন শীর্ষ আদালত বাড়তি চার সপ্তাহ সময় দিল ৷ এর আগে চলতি বছরের 30 জুন কেন্দ্রকে এই গাউডলাইন তৈরির জন্য 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই সময়সীমার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়ে ওঠেনি ৷

আরও পড়ুন : করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.