নয়াদিল্লি, 16 অগস্ট : কোভিড-19 অথবা কোভিড পরবর্তী সমস্যা থেকে মৃতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে গাইডলাইন তৈরির জন্য কেন্দ্রকে দেওয়া সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট ৷ সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ আরও চার সপ্তাহ সময় দিয়েছে কেন্দ্রকে ৷ সুপ্রিম কোর্টে পিটিশনকারীদের তরফে দাবি করা হয়, করোনায় বা কোভিড পরবর্তী সমস্যায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হোক ৷ তাঁরাই এই বিষয়ে যে গাউডলাইন রয়েছে তার সরলীকরণের দাবিও জানান ৷ তার ভিত্তিতেই কেন্দ্রকে সহজবোধ্য গাইডলাইন তৈরির জন্য বলা হয়েছে ৷
সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রকে বলা হয়েছে, কোভিডে মৃতদের ডেথ সার্টিফিকেট বা অন্যান্য নথি ইস্যু করার জন্য সহজবোধ্য গাইডলাইন তৈরি করতে হবে ৷ এছাড়াও 15তম ফিনান্স কমিশনের রিপোর্টের সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ৷
কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বাড়ানোর জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় ৷ কেন্দ্রের তরফে জানানো হয়, জাতীয় বিপর্যয় ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের এই সংক্রান্ত সুসংগত এবং বলিষ্ঠ একটি গাইডলাইন তৈরির জন্য আরও কিছুটা সময় প্রয়োজন ৷ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বাড়তি সময়ের দরকার ৷ তাড়াহুড়োয় ভুল হওয়ায় সম্ভাবনার কথাও জানানো হয় কেন্দ্রের তরফে ৷
কেন্দ্রের এই আর্জির পরই এদিন শীর্ষ আদালত বাড়তি চার সপ্তাহ সময় দিল ৷ এর আগে চলতি বছরের 30 জুন কেন্দ্রকে এই গাউডলাইন তৈরির জন্য 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই সময়সীমার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়ে ওঠেনি ৷
আরও পড়ুন : করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের