ETV Bharat / bharat

SC to Nupur Sharma: 'দেশজুড়ে অস্থিরতার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা', ক্ষমা চাইতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নূপুর শর্মাকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court Directs Nupur Sharma to Apologise to Nation) ৷ আর দেশে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, তাঁর জন্য একমাত্র নূপুর শর্মা নিজে দায়ী বলে, উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট ৷

supreme-court-directs-nupur-sharma-to-apologise-to-nation
supreme-court-directs-nupur-sharma-to-apologise-to-nation
author img

By

Published : Jul 1, 2022, 11:30 AM IST

Updated : Jul 1, 2022, 12:48 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই: নূপুর শর্মাকে তাঁর বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ এ দিন তাঁর বিরুদ্ধে দেশ জুড়ে হওয়া সব মামলা, এক জায়গায় স্থানান্তর করার আবেদন জানান নূপুর শর্মার আইনজীবী মনিন্দর সিং ৷ সেই মামলার শুনানিতেই নূপুর শর্মাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ তাঁর মন্তব্যে দেশ জুড়ে তৈরি হওয়া পরিস্থিতির জন্য নূপুর শর্মাকে তিরস্কার করে আদালত ৷

এ দিনের শুনানিতে দেশ জুড়ে তৈরি হওয়া অস্থিরতার জন্য ‘একমাত্র নূপুর শর্মা দায়ী’ বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট ৷ আর এর জন্য পুরো দেশের কাছে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে নির্দেশ দেন বিচারপতি ৷ নূপুর শর্মার আইনজীবী আদালতে আবেদন করেন, তাঁর মক্কেলকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে ৷ তাই তাঁর বিরুদ্ধে হওয়া সব মামলা দিল্লিতে স্থানান্তর করা হোক ৷ আইনজীবীর এই মন্তব্যে, পাল্টা আদালতের তরফে প্রশ্ন করা হয়- ‘‘উনি হুমকি পাচ্ছেন, নাকি উনি নিজে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণ ?’’

শুনানিতে টেলিভিশন মিডিয়ার ভূমিকারও সমালোচনা করেছেন বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ ৷ আদালতের পর্যবেক্ষণ, ‘‘বিচারাধীন মামলাকে নিয়ে আলোচনা করে নিজেদের প্রচারের আলোয় নিয়ে আসা ছাড়া কি টিভি চ্যানেল এবং নূপুর শর্মার একমাত্র কাজ ?’’ এ দিনের শুনানিতে, নূপুর শর্মা কতটা প্রভাবশালী, সেই প্রসঙ্গও আদালতে উঠে আসে ৷ যেখানে বিচারপতি বলেন, ‘‘একজনের বিরুদ্ধে মামলা দায়ের হলে, তাঁকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, আপনাকে কেউ ছোঁয়ার সাহস করেনি ৷ এতেই বোঝা যায় আপনার প্রভাব ৷’’

আরও পড়ুন: Journalist Mohammad Zubair arrested: পুরনো ঘটনায় গ্রেফতার নূপুর শর্মার ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক, নিন্দার ঝড় বিরোধীদের

এমনকী যে টেলিভিশন চ্যানেলে নূপুর শর্মা ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন, তাদের উস্কানিমূলক আচরণেরও সমালোচনা করেন বিচারপতি ৷ বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভা দেখেছি এবং তাঁকে কীভাবে প্ররোচনা দেওয়া হয়েছিল, তাও দেখেছি ৷ কিন্তু, তিনি যেভাবে সেই কথাগুলি বলেছিলেন এবং পরে নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দেন, তা অত্যন্ত লজ্জাজনক ৷ তাঁর পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ৷’’ এ দিন আদালতে তিরস্কৃত হওয়ার পর নূপুর শর্মা তাঁর আবেদন প্রত্যাহার করে নেন ৷

নয়াদিল্লি, 1 জুলাই: নূপুর শর্মাকে তাঁর বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ এ দিন তাঁর বিরুদ্ধে দেশ জুড়ে হওয়া সব মামলা, এক জায়গায় স্থানান্তর করার আবেদন জানান নূপুর শর্মার আইনজীবী মনিন্দর সিং ৷ সেই মামলার শুনানিতেই নূপুর শর্মাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ তাঁর মন্তব্যে দেশ জুড়ে তৈরি হওয়া পরিস্থিতির জন্য নূপুর শর্মাকে তিরস্কার করে আদালত ৷

এ দিনের শুনানিতে দেশ জুড়ে তৈরি হওয়া অস্থিরতার জন্য ‘একমাত্র নূপুর শর্মা দায়ী’ বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট ৷ আর এর জন্য পুরো দেশের কাছে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে নির্দেশ দেন বিচারপতি ৷ নূপুর শর্মার আইনজীবী আদালতে আবেদন করেন, তাঁর মক্কেলকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে ৷ তাই তাঁর বিরুদ্ধে হওয়া সব মামলা দিল্লিতে স্থানান্তর করা হোক ৷ আইনজীবীর এই মন্তব্যে, পাল্টা আদালতের তরফে প্রশ্ন করা হয়- ‘‘উনি হুমকি পাচ্ছেন, নাকি উনি নিজে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণ ?’’

শুনানিতে টেলিভিশন মিডিয়ার ভূমিকারও সমালোচনা করেছেন বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ ৷ আদালতের পর্যবেক্ষণ, ‘‘বিচারাধীন মামলাকে নিয়ে আলোচনা করে নিজেদের প্রচারের আলোয় নিয়ে আসা ছাড়া কি টিভি চ্যানেল এবং নূপুর শর্মার একমাত্র কাজ ?’’ এ দিনের শুনানিতে, নূপুর শর্মা কতটা প্রভাবশালী, সেই প্রসঙ্গও আদালতে উঠে আসে ৷ যেখানে বিচারপতি বলেন, ‘‘একজনের বিরুদ্ধে মামলা দায়ের হলে, তাঁকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, আপনাকে কেউ ছোঁয়ার সাহস করেনি ৷ এতেই বোঝা যায় আপনার প্রভাব ৷’’

আরও পড়ুন: Journalist Mohammad Zubair arrested: পুরনো ঘটনায় গ্রেফতার নূপুর শর্মার ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক, নিন্দার ঝড় বিরোধীদের

এমনকী যে টেলিভিশন চ্যানেলে নূপুর শর্মা ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন, তাদের উস্কানিমূলক আচরণেরও সমালোচনা করেন বিচারপতি ৷ বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভা দেখেছি এবং তাঁকে কীভাবে প্ররোচনা দেওয়া হয়েছিল, তাও দেখেছি ৷ কিন্তু, তিনি যেভাবে সেই কথাগুলি বলেছিলেন এবং পরে নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দেন, তা অত্যন্ত লজ্জাজনক ৷ তাঁর পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ৷’’ এ দিন আদালতে তিরস্কৃত হওয়ার পর নূপুর শর্মা তাঁর আবেদন প্রত্যাহার করে নেন ৷

Last Updated : Jul 1, 2022, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.