ETV Bharat / bharat

SC to Nupur Sharma: 'দেশজুড়ে অস্থিরতার জন্য একমাত্র দায়ী নূপুর শর্মা', ক্ষমা চাইতে নির্দেশ সুপ্রিম কোর্টের - সুপ্রিম কোর্ট

নূপুর শর্মাকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court Directs Nupur Sharma to Apologise to Nation) ৷ আর দেশে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, তাঁর জন্য একমাত্র নূপুর শর্মা নিজে দায়ী বলে, উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট ৷

supreme-court-directs-nupur-sharma-to-apologise-to-nation
supreme-court-directs-nupur-sharma-to-apologise-to-nation
author img

By

Published : Jul 1, 2022, 11:30 AM IST

Updated : Jul 1, 2022, 12:48 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই: নূপুর শর্মাকে তাঁর বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ এ দিন তাঁর বিরুদ্ধে দেশ জুড়ে হওয়া সব মামলা, এক জায়গায় স্থানান্তর করার আবেদন জানান নূপুর শর্মার আইনজীবী মনিন্দর সিং ৷ সেই মামলার শুনানিতেই নূপুর শর্মাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ তাঁর মন্তব্যে দেশ জুড়ে তৈরি হওয়া পরিস্থিতির জন্য নূপুর শর্মাকে তিরস্কার করে আদালত ৷

এ দিনের শুনানিতে দেশ জুড়ে তৈরি হওয়া অস্থিরতার জন্য ‘একমাত্র নূপুর শর্মা দায়ী’ বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট ৷ আর এর জন্য পুরো দেশের কাছে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে নির্দেশ দেন বিচারপতি ৷ নূপুর শর্মার আইনজীবী আদালতে আবেদন করেন, তাঁর মক্কেলকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে ৷ তাই তাঁর বিরুদ্ধে হওয়া সব মামলা দিল্লিতে স্থানান্তর করা হোক ৷ আইনজীবীর এই মন্তব্যে, পাল্টা আদালতের তরফে প্রশ্ন করা হয়- ‘‘উনি হুমকি পাচ্ছেন, নাকি উনি নিজে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণ ?’’

শুনানিতে টেলিভিশন মিডিয়ার ভূমিকারও সমালোচনা করেছেন বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ ৷ আদালতের পর্যবেক্ষণ, ‘‘বিচারাধীন মামলাকে নিয়ে আলোচনা করে নিজেদের প্রচারের আলোয় নিয়ে আসা ছাড়া কি টিভি চ্যানেল এবং নূপুর শর্মার একমাত্র কাজ ?’’ এ দিনের শুনানিতে, নূপুর শর্মা কতটা প্রভাবশালী, সেই প্রসঙ্গও আদালতে উঠে আসে ৷ যেখানে বিচারপতি বলেন, ‘‘একজনের বিরুদ্ধে মামলা দায়ের হলে, তাঁকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, আপনাকে কেউ ছোঁয়ার সাহস করেনি ৷ এতেই বোঝা যায় আপনার প্রভাব ৷’’

আরও পড়ুন: Journalist Mohammad Zubair arrested: পুরনো ঘটনায় গ্রেফতার নূপুর শর্মার ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক, নিন্দার ঝড় বিরোধীদের

এমনকী যে টেলিভিশন চ্যানেলে নূপুর শর্মা ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন, তাদের উস্কানিমূলক আচরণেরও সমালোচনা করেন বিচারপতি ৷ বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভা দেখেছি এবং তাঁকে কীভাবে প্ররোচনা দেওয়া হয়েছিল, তাও দেখেছি ৷ কিন্তু, তিনি যেভাবে সেই কথাগুলি বলেছিলেন এবং পরে নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দেন, তা অত্যন্ত লজ্জাজনক ৷ তাঁর পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ৷’’ এ দিন আদালতে তিরস্কৃত হওয়ার পর নূপুর শর্মা তাঁর আবেদন প্রত্যাহার করে নেন ৷

নয়াদিল্লি, 1 জুলাই: নূপুর শর্মাকে তাঁর বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ এ দিন তাঁর বিরুদ্ধে দেশ জুড়ে হওয়া সব মামলা, এক জায়গায় স্থানান্তর করার আবেদন জানান নূপুর শর্মার আইনজীবী মনিন্দর সিং ৷ সেই মামলার শুনানিতেই নূপুর শর্মাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ তাঁর মন্তব্যে দেশ জুড়ে তৈরি হওয়া পরিস্থিতির জন্য নূপুর শর্মাকে তিরস্কার করে আদালত ৷

এ দিনের শুনানিতে দেশ জুড়ে তৈরি হওয়া অস্থিরতার জন্য ‘একমাত্র নূপুর শর্মা দায়ী’ বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট ৷ আর এর জন্য পুরো দেশের কাছে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে নির্দেশ দেন বিচারপতি ৷ নূপুর শর্মার আইনজীবী আদালতে আবেদন করেন, তাঁর মক্কেলকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে ৷ তাই তাঁর বিরুদ্ধে হওয়া সব মামলা দিল্লিতে স্থানান্তর করা হোক ৷ আইনজীবীর এই মন্তব্যে, পাল্টা আদালতের তরফে প্রশ্ন করা হয়- ‘‘উনি হুমকি পাচ্ছেন, নাকি উনি নিজে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণ ?’’

শুনানিতে টেলিভিশন মিডিয়ার ভূমিকারও সমালোচনা করেছেন বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ ৷ আদালতের পর্যবেক্ষণ, ‘‘বিচারাধীন মামলাকে নিয়ে আলোচনা করে নিজেদের প্রচারের আলোয় নিয়ে আসা ছাড়া কি টিভি চ্যানেল এবং নূপুর শর্মার একমাত্র কাজ ?’’ এ দিনের শুনানিতে, নূপুর শর্মা কতটা প্রভাবশালী, সেই প্রসঙ্গও আদালতে উঠে আসে ৷ যেখানে বিচারপতি বলেন, ‘‘একজনের বিরুদ্ধে মামলা দায়ের হলে, তাঁকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, আপনাকে কেউ ছোঁয়ার সাহস করেনি ৷ এতেই বোঝা যায় আপনার প্রভাব ৷’’

আরও পড়ুন: Journalist Mohammad Zubair arrested: পুরনো ঘটনায় গ্রেফতার নূপুর শর্মার ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক, নিন্দার ঝড় বিরোধীদের

এমনকী যে টেলিভিশন চ্যানেলে নূপুর শর্মা ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন, তাদের উস্কানিমূলক আচরণেরও সমালোচনা করেন বিচারপতি ৷ বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভা দেখেছি এবং তাঁকে কীভাবে প্ররোচনা দেওয়া হয়েছিল, তাও দেখেছি ৷ কিন্তু, তিনি যেভাবে সেই কথাগুলি বলেছিলেন এবং পরে নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দেন, তা অত্যন্ত লজ্জাজনক ৷ তাঁর পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ৷’’ এ দিন আদালতে তিরস্কৃত হওয়ার পর নূপুর শর্মা তাঁর আবেদন প্রত্যাহার করে নেন ৷

Last Updated : Jul 1, 2022, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.