নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি : জরুরি ভিত্তিতে হিজাব মামলার শুনানির আবেদন খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত ৷ হিজাব বিতর্ক সংক্রান্ত মামলাগুলির দ্রুত শুনানির জন্য সেগুলি কর্নাটক হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করার আবেদন জানানো হয় ৷ বৃহস্পতিবার তা নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট ৷
দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, আজ কর্নাটক হাইকোর্টে মামলার শুনানি হওয়ার কথা ৷ তাই এর মধ্যে নাক গলানো নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট এবং কোনও নির্দিষ্ট তারিখ দিতে অস্বীকার করে ৷
বুধবারই হিজাব বিতর্কে বিশেষ বেঞ্চ গঠন করেছেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি (Chief Justice Ritu Raj Awasthi) ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই বেঞ্চে রয়েছেন বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত, বিচারপতি জে এম খাজ়ি ৷ আজ দুপুর 2.30 নাগাদ এই বেঞ্চে হিজাব বিতর্ক মামলার শুনানি হবে (Hijab Row Plea Hearing in 3 judges bench led by CJ Ritu Raj Awasthi) ৷
আরও পড়ুন : Hijab Row : কর্নাটক হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে হিজাব মামলার শুনানি
ইতিমধ্যে বেঙ্গালুরুর সব শিক্ষা প্রতিষ্ঠানের 200 মিটার পরিধির মধ্যে 144 ধারা জারি করেছে কর্নাটক পুলিশ ৷ বুধবার বিকেলে কর্নাটক পুলিশ কমিশনার কমল পন্থ ঘোষণা করেন, স্কুল, কলেজ, যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের দরজার 200 মিটারের মধ্যে কোনও জমায়েত, বিক্ষোভ বা প্রতিবাদ করা যাবে না ৷ বুধবার থেকে এই নিয়ম লাগু থাকবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত ৷