ETV Bharat / bharat

KMC Election 2021 : পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সংক্রান্ত মামলা শুনল না শীর্ষ আদালত

কলকাতার আসন্ন পৌর নির্বাচনে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সংক্রান্ত মামলা শুনতেই রাজি হল না দেশের শীর্ষ আদালত (Supreme Court) ৷ ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবিতে সুপ্রিম কোর্টে এই মামলা করেছিল বিজেপি (BJP Seeing Central Force Deployment in KMC Election 2021) ৷ সোমবার তা শুনানির জন্য উঠলেও মামলা এগিয়ে নিয়ে যেতে রাজি হয়নি আদালত ৷ বদলে আবেদনকারীদের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷

supreme court declines to entertain petition filed by bjp seeking central force deployment in kmc election 2021
KMC Election 2021 : পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সংক্রান্ত মামলা শুনলই না শীর্ষ আদালত
author img

By

Published : Dec 13, 2021, 3:42 PM IST

Updated : Dec 13, 2021, 6:29 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : সুপ্রিম কোর্টে ধাক্কা গোরুয়া শিবিরের ৷ কলকাতার আসন্ন পৌর নির্বাচনে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সংক্রান্ত মামলা শুনতেই রাজি হল না দেশের শীর্ষ আদালত ৷ বিজেপির বক্তব্য ছিল, কলকাতায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে হলে কেন্দ্রীয় বাহিনী ছাড়া গতি নেই ৷ তাই পৌর নির্বাচনের মতো একেবারে আঞ্চলিক একটি ভোট পর্বেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছিল তারা ৷ এই দাবিতেই সুপ্রিম কোর্টে মামলা করে তারা (BJP Seeing Central Force Deployment in KMC Election 2021) ৷ সোমবার তা শুনানির জন্য উঠলেও মামলা এগিয়ে নিয়ে যেতে রাজি হয়নি আদালত ৷ বদলে আবেদনকারীদের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পেশীশক্তি নয়, উন্নয়নের তাসেই কলকাতা পৌরনিগম ভোটে জয়ের বার্তা অভিষেকের

এদিন বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চের সামনে মামলাটি পেশ করা হয় ৷ বিজেপির পক্ষ থেকে মামলাটি পেশ করেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিং ৷ তাঁকে আদালত সাফ জানিয়ে দেয়, সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি শুনবে না ৷ তবে মামলাকারীরা চাইলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে ৷ এরপরই শীর্ষ আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেন মনিন্দর ৷

তবে মামলা প্রত্যাহারের আগে মনিন্দর আদালতকে জানান, কলকাতায় বিজেপি প্রার্থীরা যাতে মনোনয়ন প্রত্যাহার করে নেন, তার জন্য তাঁদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ৷ তাছাড়া, যেকোনও সময় ভোটকে কেন্দ্র করে হিংসা ছড়াতে পারে ৷ বিজেপির আইনজীবীর যুক্তি ছিল, এর আগে ত্রিপুরার পৌরভোটে হিংসা সংক্রান্ত মামলা শুনেছিল শীর্ষ আদালত ৷ তাই কলকাতা পৌর নির্বাচনের মামলাও আদালতের শোনা উচিত ৷ জবাবে বেঞ্চের তরফে বলা হয়, এভাবে যদি সমস্ত মামলা গ্রহণ করা হয়, তাহলে গোটা দেশের পঞ্চায়েত এবং পৌর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে সকলে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করবে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : তৃণমূলের নির্বাচনী পোস্টারে ওসির নম্বর, শুরু বিতর্ক

প্রসঙ্গত, এর আগে ত্রিপুরায় পৌর নির্বাচনের সময় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস ও সিপিএম ৷ অভিযোগ ছিল, তাদের প্রার্থী ও অনুগামীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না ৷ যার জেরে গত 25 নভেম্বর সুপ্রিম কোর্ট স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেয়, অবিলম্বে ত্রিপুরায় অতিরিক্ত দুই কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করতে হবে ৷ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয় সেই সময় ৷

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : সুপ্রিম কোর্টে ধাক্কা গোরুয়া শিবিরের ৷ কলকাতার আসন্ন পৌর নির্বাচনে (KMC Election 2021) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সংক্রান্ত মামলা শুনতেই রাজি হল না দেশের শীর্ষ আদালত ৷ বিজেপির বক্তব্য ছিল, কলকাতায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে হলে কেন্দ্রীয় বাহিনী ছাড়া গতি নেই ৷ তাই পৌর নির্বাচনের মতো একেবারে আঞ্চলিক একটি ভোট পর্বেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছিল তারা ৷ এই দাবিতেই সুপ্রিম কোর্টে মামলা করে তারা (BJP Seeing Central Force Deployment in KMC Election 2021) ৷ সোমবার তা শুনানির জন্য উঠলেও মামলা এগিয়ে নিয়ে যেতে রাজি হয়নি আদালত ৷ বদলে আবেদনকারীদের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পেশীশক্তি নয়, উন্নয়নের তাসেই কলকাতা পৌরনিগম ভোটে জয়ের বার্তা অভিষেকের

এদিন বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চের সামনে মামলাটি পেশ করা হয় ৷ বিজেপির পক্ষ থেকে মামলাটি পেশ করেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিং ৷ তাঁকে আদালত সাফ জানিয়ে দেয়, সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি শুনবে না ৷ তবে মামলাকারীরা চাইলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে ৷ এরপরই শীর্ষ আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেন মনিন্দর ৷

তবে মামলা প্রত্যাহারের আগে মনিন্দর আদালতকে জানান, কলকাতায় বিজেপি প্রার্থীরা যাতে মনোনয়ন প্রত্যাহার করে নেন, তার জন্য তাঁদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ৷ তাছাড়া, যেকোনও সময় ভোটকে কেন্দ্র করে হিংসা ছড়াতে পারে ৷ বিজেপির আইনজীবীর যুক্তি ছিল, এর আগে ত্রিপুরার পৌরভোটে হিংসা সংক্রান্ত মামলা শুনেছিল শীর্ষ আদালত ৷ তাই কলকাতা পৌর নির্বাচনের মামলাও আদালতের শোনা উচিত ৷ জবাবে বেঞ্চের তরফে বলা হয়, এভাবে যদি সমস্ত মামলা গ্রহণ করা হয়, তাহলে গোটা দেশের পঞ্চায়েত এবং পৌর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে সকলে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করবে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : তৃণমূলের নির্বাচনী পোস্টারে ওসির নম্বর, শুরু বিতর্ক

প্রসঙ্গত, এর আগে ত্রিপুরায় পৌর নির্বাচনের সময় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস ও সিপিএম ৷ অভিযোগ ছিল, তাদের প্রার্থী ও অনুগামীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না ৷ যার জেরে গত 25 নভেম্বর সুপ্রিম কোর্ট স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেয়, অবিলম্বে ত্রিপুরায় অতিরিক্ত দুই কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করতে হবে ৷ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয় সেই সময় ৷

Last Updated : Dec 13, 2021, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.