ETV Bharat / bharat

Sundarbans Tiger Census : ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির উদ্যোগে সুন্দরবন বাঘ শুমারির প্রস্তুতি শুরু - National Tiger Conservation Authority

5 ডিসেম্বর থেকে সুন্দরবনে বাঘ শুমারি (Preparations for Sundarbans Tiger Census) ৷ তার আগে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের সজনেখালিতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (Sundarbans Tiger Census) ৷ যেখানে সুন্দরবনের সাতটি রেঞ্জের আধিকারিক এবং বনকর্মীরা প্রশিক্ষণ নিলেন (Tiger Census Training for Sundarbans Rangers) ৷ যেখানে তাঁদের ক্যামেরা লাগানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷

Sundarbans Tiger Census
সুন্দরবন বাঘ শুমারির প্রস্তুতি শুরু
author img

By

Published : Nov 25, 2021, 10:09 PM IST

সুন্দরবন, 25 নভেম্বর : সুন্দরবনের বাঘের পরিসংখ্যান জানার জন্য প্রতিবছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বাঘ শুমারি (Sundarbans Tiger Census) করে ৷ প্রায় চার বছর পর ফের সুন্দরবন বাঘ শুমারি করছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ ৷ সেই সঙ্গে বাঘের খাদ্যের মূল্যায়ন করার উদ্যোগ নিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (National Tiger Conservation Authority) ৷ এই বাঘ শুমারির জন্য গত মঙ্গলবার থেকে সুন্দরবনের সজনেখালিতে তিনদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ৷ আজ যার শেষদিন ছিল ৷ যেখানে সুন্দরবনে মোট সাতটি রেঞ্জের উচ্চপদস্থ আধিকারিক এবং বনকর্মীরা অংশ নিয়েছিলেন ৷

বিশ্বের বৃহত্তম বাদাবন হিসেবে বিখ্যাত সুন্দরবন ম্যানগ্রোভ ৷ বিশাল এই ম্যানগ্রোভে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করাও অত্যন্ত কঠিন কাজ ৷ সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ভৌগোলিক প্রতিবন্ধকতা ৷ সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সুন্দরবনে গভীর জঙ্গলে ক্যামেরা লাগাবেন বনকর্মীরা ৷ সেই ছবি বিশ্লেষণ করে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে ৷ এই প্রশিক্ষণ শিবিরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত বসিরহাট রেঞ্জ, সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি রেঞ্জ, ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ ও ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের বনকর্মীরা অংশ নিয়েছিলেন (Tiger Census Training for Sundarbans Rangers) ৷ সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনার মাতলা রেঞ্জ, রায়দিঘি রেঞ্জ ও রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা অংশ নিয়েছিলেন ৷ সজনেখালির এই প্রশিক্ষণ শিবিরে ওড়িশার ম্যানগ্রোভ ডিভিশনের পাঁচজন দক্ষ বনকর্মীও অংশ নিয়েছিলেন ৷ তাঁরা ওড়িশার বাঘ শুমারিতে অংশ নেবেন ৷ ওই প্রশিক্ষণ শিবিরে কীভাবে জঙ্গলে ক্যামেরা বসানো হবে ? তা হাতে-কলমে এ দিন প্রশিক্ষণ দেওয়া হয় (Preparations for Sundarbans Tiger Census) ৷

বিশ্বের বৃহত্তম বাদাবন হিসেবে বিখ্যাত সুন্দরবন ম্যানগ্রোভ ৷ বিশাল এই ম্যানগ্রোভে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করাও অত্যন্ত কঠিন কাজ ৷ সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ভৌগোলিক প্রতিবন্ধকতা ৷ সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সুন্দরবনে গভীর জঙ্গলে ক্যামেরা লাগাবেন বনকর্মীরা ৷ সেই ছবি বিশ্লেষণ করে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে ৷ এই প্রশিক্ষণ শিবিরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত বসিরহাট রেঞ্জ, সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাঞ্চুয়ারি রেঞ্জ, ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ ও ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের বনকর্মীরা অংশ নিয়েছিলেন ৷ সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনার মাতলা রেঞ্জ, রায়দিঘি রেঞ্জ ও রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা অংশ নিয়েছিলেন ৷ সজনেখালির এই প্রশিক্ষণ শিবিরে ওড়িশার ম্যানগ্রোভ ডিভিশনের পাঁচজন দক্ষ বনকর্মীও অংশ নিয়েছিলেন ৷ তাঁরা ওড়িশার বাঘ শুমারিতে অংশ নেবেন ৷ ওই প্রশিক্ষণ শিবিরে কীভাবে জঙ্গলে ক্যামেরা বসানো হবে ? তা হাতে-কলমে এ দিন প্রশিক্ষণ দেওয়া হয় (Preparations for Sundarbans Tiger Census) ৷

আরও পড়ুন : Royal Bengal Tiger : সুন্দরবনে ফের দক্ষিণরায়ের দর্শন, আপ্লুত পর্যটকরা

এ নিয়ে সুন্দরবনের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন জানান, 5 ডিসেম্বর থেকে এই বাঘশুমারির কাজ শুরু হবে ৷ ওইদিন প্রথম সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্যামেরা লাগানোর কাজ শুরু করবেন বনকর্মীরা ৷ এর জন্য বেশ একাধিক দল গঠন করা হয়েছে ৷ প্রতি দলে 12 থেকে 14 জন বনকর্মী থাকবেন ৷ তাঁদের সঙ্গে রেঞ্জ অফিসাররাও থাকবেন ৷ জিপিএস প্রযুক্তি ছাড়াও, তাঁদের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র দেওয়া হবে ৷ মোট 1162টি বিশেষ ক্যামেরা লাগানো হবে সুন্দরবনের জঙ্গলে ৷ ক্যামেরা লাগানোর 30 দিন পর সেগুলিকে খুলে আনা হবে ৷ এভাবে গোটা সুন্দরবনের 136টি জায়গায় 15 ফেব্রুয়ারির মধ্যে এই ক্যামেরা লাগানোর কাজ শেষ করা হবে ৷

সুন্দরবন বাঘ শুমারির প্রস্তুতি শুরু

আরও পড়ুন : Sundarbans : 1 অক্টোবর থেকে খুলছে সুন্দরবন, কোভিডবিধি মানতে হবে পর্যটকদের

সুন্দরবনের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন আরও জানান, সেই ফুটেজে বাঘের শরীরের ডোরাকাটা দাগ বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হবে ৷ পুরো প্রক্রিয়াটাই হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ৷ সেই সঙ্গে বাঘের খাবারের মূল্যায়ন করা হবে ৷ এতে সুন্দরবনে অন্যান্য পশুর পরিসংখ্যান সম্পর্কে একটা ধারণা তৈরি হবে ৷

সুন্দরবন, 25 নভেম্বর : সুন্দরবনের বাঘের পরিসংখ্যান জানার জন্য প্রতিবছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বাঘ শুমারি (Sundarbans Tiger Census) করে ৷ প্রায় চার বছর পর ফের সুন্দরবন বাঘ শুমারি করছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ ৷ সেই সঙ্গে বাঘের খাদ্যের মূল্যায়ন করার উদ্যোগ নিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (National Tiger Conservation Authority) ৷ এই বাঘ শুমারির জন্য গত মঙ্গলবার থেকে সুন্দরবনের সজনেখালিতে তিনদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ৷ আজ যার শেষদিন ছিল ৷ যেখানে সুন্দরবনে মোট সাতটি রেঞ্জের উচ্চপদস্থ আধিকারিক এবং বনকর্মীরা অংশ নিয়েছিলেন ৷

বিশ্বের বৃহত্তম বাদাবন হিসেবে বিখ্যাত সুন্দরবন ম্যানগ্রোভ ৷ বিশাল এই ম্যানগ্রোভে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করাও অত্যন্ত কঠিন কাজ ৷ সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ভৌগোলিক প্রতিবন্ধকতা ৷ সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সুন্দরবনে গভীর জঙ্গলে ক্যামেরা লাগাবেন বনকর্মীরা ৷ সেই ছবি বিশ্লেষণ করে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে ৷ এই প্রশিক্ষণ শিবিরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত বসিরহাট রেঞ্জ, সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি রেঞ্জ, ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ ও ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের বনকর্মীরা অংশ নিয়েছিলেন (Tiger Census Training for Sundarbans Rangers) ৷ সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনার মাতলা রেঞ্জ, রায়দিঘি রেঞ্জ ও রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা অংশ নিয়েছিলেন ৷ সজনেখালির এই প্রশিক্ষণ শিবিরে ওড়িশার ম্যানগ্রোভ ডিভিশনের পাঁচজন দক্ষ বনকর্মীও অংশ নিয়েছিলেন ৷ তাঁরা ওড়িশার বাঘ শুমারিতে অংশ নেবেন ৷ ওই প্রশিক্ষণ শিবিরে কীভাবে জঙ্গলে ক্যামেরা বসানো হবে ? তা হাতে-কলমে এ দিন প্রশিক্ষণ দেওয়া হয় (Preparations for Sundarbans Tiger Census) ৷

বিশ্বের বৃহত্তম বাদাবন হিসেবে বিখ্যাত সুন্দরবন ম্যানগ্রোভ ৷ বিশাল এই ম্যানগ্রোভে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করাও অত্যন্ত কঠিন কাজ ৷ সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ভৌগোলিক প্রতিবন্ধকতা ৷ সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সুন্দরবনে গভীর জঙ্গলে ক্যামেরা লাগাবেন বনকর্মীরা ৷ সেই ছবি বিশ্লেষণ করে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে ৷ এই প্রশিক্ষণ শিবিরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত বসিরহাট রেঞ্জ, সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাঞ্চুয়ারি রেঞ্জ, ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ ও ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের বনকর্মীরা অংশ নিয়েছিলেন ৷ সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনার মাতলা রেঞ্জ, রায়দিঘি রেঞ্জ ও রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা অংশ নিয়েছিলেন ৷ সজনেখালির এই প্রশিক্ষণ শিবিরে ওড়িশার ম্যানগ্রোভ ডিভিশনের পাঁচজন দক্ষ বনকর্মীও অংশ নিয়েছিলেন ৷ তাঁরা ওড়িশার বাঘ শুমারিতে অংশ নেবেন ৷ ওই প্রশিক্ষণ শিবিরে কীভাবে জঙ্গলে ক্যামেরা বসানো হবে ? তা হাতে-কলমে এ দিন প্রশিক্ষণ দেওয়া হয় (Preparations for Sundarbans Tiger Census) ৷

আরও পড়ুন : Royal Bengal Tiger : সুন্দরবনে ফের দক্ষিণরায়ের দর্শন, আপ্লুত পর্যটকরা

এ নিয়ে সুন্দরবনের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন জানান, 5 ডিসেম্বর থেকে এই বাঘশুমারির কাজ শুরু হবে ৷ ওইদিন প্রথম সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্যামেরা লাগানোর কাজ শুরু করবেন বনকর্মীরা ৷ এর জন্য বেশ একাধিক দল গঠন করা হয়েছে ৷ প্রতি দলে 12 থেকে 14 জন বনকর্মী থাকবেন ৷ তাঁদের সঙ্গে রেঞ্জ অফিসাররাও থাকবেন ৷ জিপিএস প্রযুক্তি ছাড়াও, তাঁদের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র দেওয়া হবে ৷ মোট 1162টি বিশেষ ক্যামেরা লাগানো হবে সুন্দরবনের জঙ্গলে ৷ ক্যামেরা লাগানোর 30 দিন পর সেগুলিকে খুলে আনা হবে ৷ এভাবে গোটা সুন্দরবনের 136টি জায়গায় 15 ফেব্রুয়ারির মধ্যে এই ক্যামেরা লাগানোর কাজ শেষ করা হবে ৷

সুন্দরবন বাঘ শুমারির প্রস্তুতি শুরু

আরও পড়ুন : Sundarbans : 1 অক্টোবর থেকে খুলছে সুন্দরবন, কোভিডবিধি মানতে হবে পর্যটকদের

সুন্দরবনের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন আরও জানান, সেই ফুটেজে বাঘের শরীরের ডোরাকাটা দাগ বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হবে ৷ পুরো প্রক্রিয়াটাই হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ৷ সেই সঙ্গে বাঘের খাবারের মূল্যায়ন করা হবে ৷ এতে সুন্দরবনে অন্যান্য পশুর পরিসংখ্যান সম্পর্কে একটা ধারণা তৈরি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.