নয়াদিল্লি, 4 জুন: বালাসোরের ট্রেন দুর্ঘটনা নিয়ে বিরোধীদের রাজনীতি না-করার পরামর্শ দিল বিজেপি ৷ বিরোধীদের সমালোচনা জবাবে রবিবার ইউপিএ জমানার রেলমন্ত্রীদের প্রসঙ্গ তুলেছে কেন্দ্রের শাসকদল ৷ এদিন বিজেপি এর আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি টুইট করে কিছু তথ্য তুলে ধরে লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেশের প্রাক্তন রেলমন্ত্রীদের বিঁধেছেন ৷ তাঁর আরও সাফাই, বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বাধীনতা পরবর্তী 75 বছরে দেশের সবথেকে যোগ্যতাসম্পন্ন রেলমন্ত্রী ৷
উল্লেখ্য, ওড়িশের বালাসোরে শুক্রবার সন্ধ্যায় তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ একটি মালগাড়ি, করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় 75 জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা হাজারেরও বেশি ৷ এই ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতি ও যাত্রী সুরক্ষাকে অবহেলা করার অভিযোগ তুলেছে বিরোধীরা ৷ বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস ৷
এই প্রসঙ্গেই কংগ্রেসকে বিঁধেছেন অমিত মালব্য ৷ রবিবার টুইটে তিনি লেখেন,"বালাসোরের দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজনীতি করা বন্ধ হোক ৷ কারণ ইউপিএ জমানার রেলমন্ত্রীদের কার্যকাল কোনও বিপর্যয়ের থেকে কম ছিল না ৷ আমাদের রাজনীতি ভুলে এখন উদ্ধারকাজ, সহায়তা ও জনজীবন ও রেলকে ফের লাইনে ফেরানোর দিকে মন দেওয়া উচিত ৷ "
-
Stop politicising the unfortunate Balasore tragedy because track record of Railway Ministers, under the UPA, to put it mildly, was nothing short of disaster. Ironically, these ‘worthies’ are the ones demanding resignation of the most qualified Railway Minister India has had in… pic.twitter.com/PV2BAr5WKi
— Amit Malviya (@amitmalviya) June 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stop politicising the unfortunate Balasore tragedy because track record of Railway Ministers, under the UPA, to put it mildly, was nothing short of disaster. Ironically, these ‘worthies’ are the ones demanding resignation of the most qualified Railway Minister India has had in… pic.twitter.com/PV2BAr5WKi
— Amit Malviya (@amitmalviya) June 4, 2023Stop politicising the unfortunate Balasore tragedy because track record of Railway Ministers, under the UPA, to put it mildly, was nothing short of disaster. Ironically, these ‘worthies’ are the ones demanding resignation of the most qualified Railway Minister India has had in… pic.twitter.com/PV2BAr5WKi
— Amit Malviya (@amitmalviya) June 4, 2023
আরও পড়ুন: রেলকে বেচে দেওয়ার ছক কষছে কেন্দ্র, বালাসোর বিপর্যয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত মমতা
একইসঙ্গে এদিন দেশের প্রাক্তন রেলমন্ত্রীদের আমলে ঘটা দুর্ঘটনার কথাও তুলে ধরেছেন মালব্য ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেলে 54টি সংঘর্ষ ও 839টি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে ৷ প্রাণ হারান 1 হাজার 451 জন ৷ লালুপ্রসাদ যাদবের সময় 1 হাজার 1159 জন ও নীতীশ কুমারের সময় 1 হাজার 527 জন প্রাণ হারান ৷ উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ টু জমানায় রেলমন্ত্রী ছিলেন ৷ লালুপ্রসাদ যাদব ইউপিএ 1 ও নীতীশ কুমার অটলবিহারী বাজপেয়ীর সরকারে রেলমন্ত্রী ছিলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৃতদেহের উপর দাঁড়িয়ে রাজনীতি করার অভিযোগ করেছে বিজেপি ৷ উল্লেখ্য, শনিবার বালাসোরে ঘটনাস্থলে গিয়ে এই দুর্ঘটনায় রেলের গাফিলতি ও সমন্বয়ের অভাবের দিকে ইঙ্গিত করেছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷