ETV Bharat / bharat

রাম মন্দির-সহ যোগী আদিত্যনাথকে বোমা মারার হুমকি! গ্রেফতার 2

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 8:10 AM IST

Updated : Jan 4, 2024, 9:43 AM IST

Yogi Adityanath: রাম মন্দির উড়িয়ে দেওয়া ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মারার হুমকিতে গ্রেফতার দুই অভিযুক্ত ৷ বুধবার তাঁদের গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স ৷

Etv Bharat
রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি বার্তায় গ্রেফতার

লখনউ,4 জানুয়ারি: রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোনে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ বুধবার গ্রেফতার করেছে তাহার সিং ও ওমপ্রকাশ মিশ্রা নামে দুই অভিযুক্তকে ৷ লখনউয়ের গোমতি নগরের বিভূতি খান্দ এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সোশাল মিডিয়ায় অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন দুই অভিযুক্ত ৷

অভিযুক্ত তাহার সিং ও ওমপ্রকাশ মিশ্রা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এসসিএফ চিফ অমিতাভ যশ ও রাম মন্দিরের আধিকারিকদের হুমকি দিয়েছিলেন ৷ নভেম্বরে সোশাল হ্যান্ডেল এক্স (টুইটার)-এ 'অ্যাটদ্যরেট আই দেবেন্দ্র অফিস' অ্যাকাউন্ট থেকে হুমকি বার্তা দেন বলে অভিযোগ ৷ তদন্তে নেমে পুলিশ যে দুটি মেল আইডি থেকে হুমকি পোস্ট দেওয়া হয়েছিল, তা জানতে পারে ৷

এরপরেই টেকনিক্যাল টিম জানতে পারে তাহার সিং ইমেল অ্যাকাউন্ট তৈরি করেন ও হুমকি বার্তা দেন ওমপ্রকাশ মিশ্রা ৷ পুলিশ সূত্রে খবর, তাহার ও ওমপ্রকাশ দুই অভিযুক্ত গোন্ডার বাসিন্দা ৷ তাঁরা প্যারামেডিক্যআল সংস্থায় কর্মরত ছিলেন ৷ এরবেশি কিছু এসটিএফের তরফে প্রকাশ করা হয়নি ৷ এখনও তদন্ত চলছে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, বছর শুরুতেই রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে ৷ 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে তা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা আসে সোশাল মিডিয়ায় ৷ রাম মন্দিরের পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও এসটিএফ প্রধানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা দিতেই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় তদন্ত ৷ সেই তদন্তের ভিত্তিতেই বুধবার এসটিএফের জালে ধরা পড়েন দুই অভিযুক্ত ৷ কী কারণে এই হুমকি বার্তা, তদন্তে পুলিশ ৷

আরও পড়ুন:

1. শ্লীলতাহানি থেকে বাঁচতে চলন্ত পিকআপ ভ্যান থেকে ঝাঁপ 6 ছাত্রীর

2. মায়ের কোলে নিশ্চিন্তের ঘুম, আন্নামালাই আনামালাই টাইগার রিজার্ভ ফরেস্টে উদ্ধার হাতি ও শাবক

3. ছিনতাইবাজের ফাঁদে সরকারি দফতরের 'দুর্নীতিগ্রস্ত' আধিকারিকরা, গ্রেফতার ছিঁচকে চোর

লখনউ,4 জানুয়ারি: রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোনে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ বুধবার গ্রেফতার করেছে তাহার সিং ও ওমপ্রকাশ মিশ্রা নামে দুই অভিযুক্তকে ৷ লখনউয়ের গোমতি নগরের বিভূতি খান্দ এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সোশাল মিডিয়ায় অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন দুই অভিযুক্ত ৷

অভিযুক্ত তাহার সিং ও ওমপ্রকাশ মিশ্রা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এসসিএফ চিফ অমিতাভ যশ ও রাম মন্দিরের আধিকারিকদের হুমকি দিয়েছিলেন ৷ নভেম্বরে সোশাল হ্যান্ডেল এক্স (টুইটার)-এ 'অ্যাটদ্যরেট আই দেবেন্দ্র অফিস' অ্যাকাউন্ট থেকে হুমকি বার্তা দেন বলে অভিযোগ ৷ তদন্তে নেমে পুলিশ যে দুটি মেল আইডি থেকে হুমকি পোস্ট দেওয়া হয়েছিল, তা জানতে পারে ৷

এরপরেই টেকনিক্যাল টিম জানতে পারে তাহার সিং ইমেল অ্যাকাউন্ট তৈরি করেন ও হুমকি বার্তা দেন ওমপ্রকাশ মিশ্রা ৷ পুলিশ সূত্রে খবর, তাহার ও ওমপ্রকাশ দুই অভিযুক্ত গোন্ডার বাসিন্দা ৷ তাঁরা প্যারামেডিক্যআল সংস্থায় কর্মরত ছিলেন ৷ এরবেশি কিছু এসটিএফের তরফে প্রকাশ করা হয়নি ৷ এখনও তদন্ত চলছে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, বছর শুরুতেই রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে ৷ 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে তা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা আসে সোশাল মিডিয়ায় ৷ রাম মন্দিরের পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও এসটিএফ প্রধানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা দিতেই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় তদন্ত ৷ সেই তদন্তের ভিত্তিতেই বুধবার এসটিএফের জালে ধরা পড়েন দুই অভিযুক্ত ৷ কী কারণে এই হুমকি বার্তা, তদন্তে পুলিশ ৷

আরও পড়ুন:

1. শ্লীলতাহানি থেকে বাঁচতে চলন্ত পিকআপ ভ্যান থেকে ঝাঁপ 6 ছাত্রীর

2. মায়ের কোলে নিশ্চিন্তের ঘুম, আন্নামালাই আনামালাই টাইগার রিজার্ভ ফরেস্টে উদ্ধার হাতি ও শাবক

3. ছিনতাইবাজের ফাঁদে সরকারি দফতরের 'দুর্নীতিগ্রস্ত' আধিকারিকরা, গ্রেফতার ছিঁচকে চোর

Last Updated : Jan 4, 2024, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.