ETV Bharat / bharat

Mathura Murder: ডাবল বেডে ঘুমোতে চাওয়ায় ছেলেকে খুন, অভিযুক্ত সৎ বাবা - অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে

সৎ বাবার সঙ্গে ডাবল বেডে ঘুমানোর আবদার করেছিল ছেলে ৷ তার জেরে বছর দশেকের ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে (Step Father Killed Son) ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরা ৷

step-father-killed-10-year-old-boy-in-mathura-because-boy-wanted-to-sleep-in-double-bed
Mathura Murder: ডাবল বেডে ঘুমোতে চাওয়ায় ছেলেকে খুন, অভিযুক্ত সৎ বাবা
author img

By

Published : Sep 29, 2022, 1:12 PM IST

মথুরা (উত্তরপ্রদেশ), 29 সেপ্টেম্বর : ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে (Step Father Killed Son) ৷ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) ৷ অভিযোগ, বছর দশেকের রাজু নামে ওই বালক বুধবার রাতে সৎ বাবা প্রেমবীরের সঙ্গে ডাবল বেডে ঘুমানোর আবদার করেছিল ৷ সেই কারণেই তাকে পিটিয়ে মেরে ফেলে প্রেমবীর ৷

পরিজনদের থেকে খবর পেয়ে মথুরা হাইওয়ে থানার (Mathura Highway Police Station) পুলিশ স্থানীয় পুষ্প বিহার কলোনির ঘটনাস্থলে পৌঁছায় ৷ তবে সৎ বাবা প্রেমবীর পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাজুর মায়ের নাম নীলম ৷ তিনি স্বামীর মৃত্যুর পর প্রেমবীরকে বিয়ে করেন ৷ মাত্র তিন মাস আগেই তাঁর বিয়ে হয় প্রেমবীরের সঙ্গে ৷ তার পর দুই ছেলেকে নিয়ে প্রেমবীরের সঙ্গেই থাকতেন ৷ বুধবার রাতেও তিনি বাড়িতে ছিলেন ৷ তাঁর সামনেই অভিযুক্ত রাজুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে ৷

স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, শুরুর দিকে নীলমের প্রথম পক্ষের দুই ছেলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল প্রেমবীরের ৷ কিন্তু পরের দিকে সম্পর্ক খারাপ হতে থাকে ৷ রাতে ঘুমানো নিয়েই গোলমাল হতে থাকে ৷ প্রায়ই অভিযুক্ত রাজু ও তার ভাইকে মারধর করতেন ৷

এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ৷ ছেলেকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন নীলম ৷

আরও পড়ুন : আমেরিকায় জখম ভারতীয় বংশোদ্ভূত, ডেলিভারি বয়কে ছুরিকাঘাত

মথুরা (উত্তরপ্রদেশ), 29 সেপ্টেম্বর : ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে (Step Father Killed Son) ৷ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) ৷ অভিযোগ, বছর দশেকের রাজু নামে ওই বালক বুধবার রাতে সৎ বাবা প্রেমবীরের সঙ্গে ডাবল বেডে ঘুমানোর আবদার করেছিল ৷ সেই কারণেই তাকে পিটিয়ে মেরে ফেলে প্রেমবীর ৷

পরিজনদের থেকে খবর পেয়ে মথুরা হাইওয়ে থানার (Mathura Highway Police Station) পুলিশ স্থানীয় পুষ্প বিহার কলোনির ঘটনাস্থলে পৌঁছায় ৷ তবে সৎ বাবা প্রেমবীর পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাজুর মায়ের নাম নীলম ৷ তিনি স্বামীর মৃত্যুর পর প্রেমবীরকে বিয়ে করেন ৷ মাত্র তিন মাস আগেই তাঁর বিয়ে হয় প্রেমবীরের সঙ্গে ৷ তার পর দুই ছেলেকে নিয়ে প্রেমবীরের সঙ্গেই থাকতেন ৷ বুধবার রাতেও তিনি বাড়িতে ছিলেন ৷ তাঁর সামনেই অভিযুক্ত রাজুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে ৷

স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, শুরুর দিকে নীলমের প্রথম পক্ষের দুই ছেলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল প্রেমবীরের ৷ কিন্তু পরের দিকে সম্পর্ক খারাপ হতে থাকে ৷ রাতে ঘুমানো নিয়েই গোলমাল হতে থাকে ৷ প্রায়ই অভিযুক্ত রাজু ও তার ভাইকে মারধর করতেন ৷

এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ৷ ছেলেকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন নীলম ৷

আরও পড়ুন : আমেরিকায় জখম ভারতীয় বংশোদ্ভূত, ডেলিভারি বয়কে ছুরিকাঘাত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.