ETV Bharat / bharat

Compensation for Nadia Accident Victims : নদিয়ার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ করে ক্ষতিপূরণ রাজ্য ও কেন্দ্রের

নদিয়ার হাঁসখালির দুর্ঘটনায় মৃতদের সকলের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ (Compensation for Nadia Accident Victims) দিচ্ছে রাজ্য ৷ হাসপাতালে গিয়ে স্বজনহারাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ অন্যদিকে, মৃতদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের প্রত্যেককে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকারও ৷

state and central government declare compensation for nadia accident victims
Compensation for Nadia Accident Victims : নদিয়ার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ করে ক্ষতিপূরণ রাজ্য ও কেন্দ্রের
author img

By

Published : Nov 28, 2021, 6:45 PM IST

শান্তিনগর ও নয়াদিল্লি, 28 নভেম্বর : চালক মদ্যপ ছিলেন ৷ আর সেই কারণেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ নদিয়ার হাঁসখালির দুর্ঘটনা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick on Nadia Accident) ৷ এই দুর্ঘটনায় ইতিমধ্যেই 18 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের সকলের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার (Compensation for Nadia Accident Victims) ৷ স্বজনহারাদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্ষতিপূরণের চেক ৷ অন্যদিকে, কেন্দ্রের তরফেও মৃতদের সকলের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে একথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Nadia Accident Death : হাঁসখালির দুর্ঘটনায় শোক প্রকাশ মোদি-মমতার

শনিবার রাতে উত্তর 24 পরগনার বাগদা থেকে শববাহী একটি গাড়ি রওনা দেয় নদিয়ার নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে ৷ মাঝপথে হাঁসখালিতে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে শবযাত্রীদের গাড়িটি ৷ তাতেই প্রাণ হারান 18 জন ৷ গুরুতর জখম হন আরও অনেকে ৷ আহতদের মধ্য়ে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে শক্তিনগর জেলা হাসপাতালে ৷ রবিবার সকালে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সঙ্গে ছিলেন রাজ্যের কারামন্ত্রী, শান্তিপুরের তৃণমূল বিধায়ক-সহ জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ৷

হাসপাতালে মৃতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই মন্ত্রী দাবি করেন, শববাহী গাড়ির চালক মদ্যপ ছিলেন বলেই দুর্ঘটনা ঘটেছে ৷ একথা মৃতদের আত্মীয় এবং আহতরা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন জ্যোতিপ্রিয় ৷ প্রসঙ্গত, এই দুর্ঘটনার পর রাজ্যের বেহাল সড়ক পরিষেবা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সিভিক ভলান্টিয়ারদের দিয়ে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন ৷ কাঠগড়ায় তোলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং পরিবহণ মন্ত্রীকে ৷ কিন্তু, রাজ্যেরই আর এক মন্ত্রী জ্যোতিপ্রিয় এই সব অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন ৷ হাসপাতালে পৌঁছে মৃতদের আত্মীয়দের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি ৷

  • The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the road accident in Nadia, West Bengal. Rs. 50,000 would be given to the injured.

    — PMO India (@PMOIndia) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Nadia Accident Death : হাঁসখালির দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 10 সদস্যের

অন্যদিকে, নদিয়ার দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ পাশাপাশি, স্বজনহারাদের আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ স্থির হয়েছে, দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি, আহতদের প্রত্যেককেও 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে ৷ রবিবার প্রধানমন্ত্রীর দফতর সূত্রেই টুইট করে একথা জানানো হয়েছে ৷

শান্তিনগর ও নয়াদিল্লি, 28 নভেম্বর : চালক মদ্যপ ছিলেন ৷ আর সেই কারণেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ নদিয়ার হাঁসখালির দুর্ঘটনা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick on Nadia Accident) ৷ এই দুর্ঘটনায় ইতিমধ্যেই 18 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের সকলের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার (Compensation for Nadia Accident Victims) ৷ স্বজনহারাদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্ষতিপূরণের চেক ৷ অন্যদিকে, কেন্দ্রের তরফেও মৃতদের সকলের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে একথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Nadia Accident Death : হাঁসখালির দুর্ঘটনায় শোক প্রকাশ মোদি-মমতার

শনিবার রাতে উত্তর 24 পরগনার বাগদা থেকে শববাহী একটি গাড়ি রওনা দেয় নদিয়ার নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে ৷ মাঝপথে হাঁসখালিতে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে শবযাত্রীদের গাড়িটি ৷ তাতেই প্রাণ হারান 18 জন ৷ গুরুতর জখম হন আরও অনেকে ৷ আহতদের মধ্য়ে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে শক্তিনগর জেলা হাসপাতালে ৷ রবিবার সকালে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সঙ্গে ছিলেন রাজ্যের কারামন্ত্রী, শান্তিপুরের তৃণমূল বিধায়ক-সহ জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ৷

হাসপাতালে মৃতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই মন্ত্রী দাবি করেন, শববাহী গাড়ির চালক মদ্যপ ছিলেন বলেই দুর্ঘটনা ঘটেছে ৷ একথা মৃতদের আত্মীয় এবং আহতরা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন জ্যোতিপ্রিয় ৷ প্রসঙ্গত, এই দুর্ঘটনার পর রাজ্যের বেহাল সড়ক পরিষেবা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সিভিক ভলান্টিয়ারদের দিয়ে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন ৷ কাঠগড়ায় তোলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং পরিবহণ মন্ত্রীকে ৷ কিন্তু, রাজ্যেরই আর এক মন্ত্রী জ্যোতিপ্রিয় এই সব অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন ৷ হাসপাতালে পৌঁছে মৃতদের আত্মীয়দের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি ৷

  • The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the road accident in Nadia, West Bengal. Rs. 50,000 would be given to the injured.

    — PMO India (@PMOIndia) November 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Nadia Accident Death : হাঁসখালির দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 10 সদস্যের

অন্যদিকে, নদিয়ার দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ পাশাপাশি, স্বজনহারাদের আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ স্থির হয়েছে, দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি, আহতদের প্রত্যেককেও 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে ৷ রবিবার প্রধানমন্ত্রীর দফতর সূত্রেই টুইট করে একথা জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.