ETV Bharat / bharat

Hindi Language: ক্ষমতা থাকলে গুজরাতে হিন্দি চালু করুক ! বিজেপিকে হুঁশিয়ারি কেসিআরের দলের - বিজেপি

বিজেপি-র যদি ক্ষমতায় কুলোয় তো গুজরাতে (Gujarat) হিন্দিকে (Hindi Language) জাতীয় ভাষা হিসাবে চালু করে দেখাক ! কেন্দ্রের শাসকদলকে হুঁশিয়ারি দিল কেসিআরের দল । সম্প্রতি তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস (TRS) থেকে বদলে দলের নতুন নাম হয়েছে ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi) ।

Start with Gujarat if you can TRS dares BJP to impose Hindi Language across India
Hindi Language: ক্ষমতা থাকলে গুজরাতে হিন্দি চালু করুক ! বিজেপি-কে হুঁশিয়ারি টিআরএস-এর
author img

By

Published : Oct 23, 2022, 12:41 PM IST

Updated : Oct 23, 2022, 1:02 PM IST

হায়দরাবাদ, 23 অক্টোবর: প্রযুক্তি ক্ষেত্র-সহ অন্য়ান্য বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে হিন্দি ভাষাকেই (Hindi Language) স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার ৷ এই মর্মে একটি সংসদীয় কমিটি গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করল তেলাঙ্গানার (Telangana) শাসকদল তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস (TRS) ৷ এখন অবশ্য দলের আনুষ্ঠানিক নাম ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi) । তাদের হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে বিজেপি সবার আগে গুজরাতে (Gujarat) হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে বলবৎ করে দেখাক !

টিআরএস-এর সাফ কথা, ভারতের কোনও জাতীয় ভাষা নেই ৷ বস্তুত, ভারত বহু ভাষাভাষী মানুষের দেশ ৷ অন্যান্য ভাষার মতো হিন্দিও একটি ভাষা ৷ তাই একটিমাত্র ভাষাকে সারা ভারতের মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় না ৷ টিআরএস মনে করে, এই ধরনের পদক্ষেপ আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানার সমতুল্য ৷ একইসঙ্গে, টিআরএস নেতৃত্ব মনে করে, ভারতের প্রতিটি নাগরিকের নিজের ভাষা বেছে নেওয়ার অধিকার আছে ৷ একজন নাগরিক কোন ভাষায় পড়াশোনা করবেন, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত বিষয় ৷ এ নিয়ে রাষ্ট্র কোনও সিদ্ধান্ত তাঁর উপর চাপিয়ে দিতে পারে না ৷

আরও পড়ুন: ভোপালে দেশের প্রথম হিন্দি এমবিবিএস বইয়ের উদ্বোধন শাহের হাতে

এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নিজেদের আপত্তি তুলে ধরেছে টিআরএস ৷ দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তবে, সেখানেই থেমে থাকেনি তারা ৷ একইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠিও পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে হিন্দিকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া বা উচ্চশিক্ষার একমাত্র মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা করার তীব্র বিরোধ জানানো হয়েছে ৷

টিআরএস নেতা রামা রাওয়ের (Rama Rao) ওরফে কেটিআর (KTR)-এর বক্তব্য, বিজেপি তথা কেন্দ্রের সিদ্ধান্ত অসাংবিধানিক ৷ তাই অবিলম্বে এটি প্রত্যাহার করা দরকার ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের এই সিদ্ধান্তে শুধুমাত্র অন্য়ান্য ভাষার প্রতি অবিচার করা হবে না, সেইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মেরও মারাত্মক ক্ষতি হয়ে যাবে ৷ বিশ্বব্যাপী প্রতিযোগিতায় ভারতের ভবিষ্যৎ প্রজন্ম শুধুমাত্র ভাষাগত কারণে পিছিয়ে পড়বে ৷

এই প্রসঙ্গে দলীয় নেতৃত্বের অবস্থান হল, কেন্দ্রের যদি সাহস থাকে, তাহলে গুজরাতে হিন্দি বাধ্যতামূলক করে দেখাক ৷ দলের এক নেতা বলেন, "গত ফেব্রুয়ারি মাসে গুজরাত সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে ৷ তাতে বলা হয়েছে, সমস্ত জায়গায় যত সাইনবোর্ড রয়েছে, সেগুলি সব গুজরাতিতেই লিখতে হবে ৷ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাকি সমস্ত রাজ্যকে হিন্দি বলার জন্য চাপ দিচ্ছে ৷ অথচ সেই বিজেপি-রই অধীনে থাকা গুজরাত সরকার গুজরাতিতে কথা বলতে বলছে ! তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলির বদলে বিজেপি-র গুজরাত থেকে হিন্দি চালু করা উচিত ৷"

হায়দরাবাদ, 23 অক্টোবর: প্রযুক্তি ক্ষেত্র-সহ অন্য়ান্য বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে হিন্দি ভাষাকেই (Hindi Language) স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার ৷ এই মর্মে একটি সংসদীয় কমিটি গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করল তেলাঙ্গানার (Telangana) শাসকদল তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস (TRS) ৷ এখন অবশ্য দলের আনুষ্ঠানিক নাম ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi) । তাদের হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে বিজেপি সবার আগে গুজরাতে (Gujarat) হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে বলবৎ করে দেখাক !

টিআরএস-এর সাফ কথা, ভারতের কোনও জাতীয় ভাষা নেই ৷ বস্তুত, ভারত বহু ভাষাভাষী মানুষের দেশ ৷ অন্যান্য ভাষার মতো হিন্দিও একটি ভাষা ৷ তাই একটিমাত্র ভাষাকে সারা ভারতের মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় না ৷ টিআরএস মনে করে, এই ধরনের পদক্ষেপ আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানার সমতুল্য ৷ একইসঙ্গে, টিআরএস নেতৃত্ব মনে করে, ভারতের প্রতিটি নাগরিকের নিজের ভাষা বেছে নেওয়ার অধিকার আছে ৷ একজন নাগরিক কোন ভাষায় পড়াশোনা করবেন, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত বিষয় ৷ এ নিয়ে রাষ্ট্র কোনও সিদ্ধান্ত তাঁর উপর চাপিয়ে দিতে পারে না ৷

আরও পড়ুন: ভোপালে দেশের প্রথম হিন্দি এমবিবিএস বইয়ের উদ্বোধন শাহের হাতে

এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নিজেদের আপত্তি তুলে ধরেছে টিআরএস ৷ দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তবে, সেখানেই থেমে থাকেনি তারা ৷ একইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠিও পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে হিন্দিকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া বা উচ্চশিক্ষার একমাত্র মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা করার তীব্র বিরোধ জানানো হয়েছে ৷

টিআরএস নেতা রামা রাওয়ের (Rama Rao) ওরফে কেটিআর (KTR)-এর বক্তব্য, বিজেপি তথা কেন্দ্রের সিদ্ধান্ত অসাংবিধানিক ৷ তাই অবিলম্বে এটি প্রত্যাহার করা দরকার ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের এই সিদ্ধান্তে শুধুমাত্র অন্য়ান্য ভাষার প্রতি অবিচার করা হবে না, সেইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মেরও মারাত্মক ক্ষতি হয়ে যাবে ৷ বিশ্বব্যাপী প্রতিযোগিতায় ভারতের ভবিষ্যৎ প্রজন্ম শুধুমাত্র ভাষাগত কারণে পিছিয়ে পড়বে ৷

এই প্রসঙ্গে দলীয় নেতৃত্বের অবস্থান হল, কেন্দ্রের যদি সাহস থাকে, তাহলে গুজরাতে হিন্দি বাধ্যতামূলক করে দেখাক ৷ দলের এক নেতা বলেন, "গত ফেব্রুয়ারি মাসে গুজরাত সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে ৷ তাতে বলা হয়েছে, সমস্ত জায়গায় যত সাইনবোর্ড রয়েছে, সেগুলি সব গুজরাতিতেই লিখতে হবে ৷ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাকি সমস্ত রাজ্যকে হিন্দি বলার জন্য চাপ দিচ্ছে ৷ অথচ সেই বিজেপি-রই অধীনে থাকা গুজরাত সরকার গুজরাতিতে কথা বলতে বলছে ! তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলির বদলে বিজেপি-র গুজরাত থেকে হিন্দি চালু করা উচিত ৷"

Last Updated : Oct 23, 2022, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.