ETV Bharat / bharat

SSB Detains American Citizens: ইন্দো-নেপাল সীমান্তে 2 মার্কিন নাগরিককে আটক করল এসএসবি - SSB

ভারত-নেপাল সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে 2 মার্কিন নাগরিককে আটক করল এসএসবি (SSB Detains American Citizens) ৷ তাঁদের সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে আধাসেনা ৷ ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷

SSB Detains California Residents
SSB Detains California Residents
author img

By

Published : Mar 29, 2023, 11:11 AM IST

মধুবনি (বিহার), 29 মার্চ: মঙ্গলবার বিহারের মধুবনির ইন্দো-নেপাল সীমান্তে লাউখা জেলার নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে দুই আমেরিকান নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা বলের বাহিনী (SSB Detains Two American Citizens From No Mans Land) ৷ সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার ওই দুই নাগরিক তদন্তকারীদের জানিয়েছেন তাঁরা মাউন্ট এভারেস্টে যাচ্ছিলেন ৷ সেই সময় ভারতীয় আধাসেনার জওয়ানরা তাঁদের আটকান ৷ এ নিয়ে এসএসবি-র অ্যাসিসটেন্ট কমান্ডান্ট কুমার জয় মিশ্র জানিয়েছেন, ওই দুই মার্কিন নাগরিক কলকাতা বিমানবন্দর হয়ে ভারতে এসেছেন ৷ তাঁদের নাম হিল ব্রায়ান (37) এবং মাইকেল (54) ৷

আধাসেনা আধিকারিক জানিয়েছেন, ইন্দো-নেপাল সীমান্তে দুই মার্কিন নাগরিককে আটক করে এসএসবি-র জওয়নারা ৷ এই দুই বিদেশি কলকাতা হয়ে ভারতে এসেছেন ৷ ওই আধিকারিক জানিয়েছেন, কলকাতা থেকে বাইকে করে তাঁরা বিহারে আসেন ৷ কিন্তু, ভারত-নেপাল সীমান্তের নো ম্যানস ল্যান্ডে কীভাবে গেলেন ওই দুই মার্কিন নাগরিক ? জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, গুগল লোকেশনে সমস্যার কারণে ভুলবশত নো ম্যানস ল্যান্ডে পৌঁছে যান ৷ তাঁরা নেপালে যাচ্ছিলেন ৷ সেখান থেকে মাউন্ট এভারেস্ট যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের ৷ পরবর্তী তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসএসবি-র অ্যাসিসটেন্ট কমান্ডান্ট কুমার জয় মিশ্র ৷

কীভাবে ওই মার্কিন নাগরিকদের আটকাল সীমান্ত সুরক্ষা বল ? সূত্রের খবর, দুজনকে প্রথমে সীমান্তে মোতায়েন এক এসএসবি জওয়ান দেখতে পান ৷ তিনি তৎক্ষণাত চেক-পোস্টে কর্তব্যরতম অ্যাসিসটেন্ট কমান্ডান্ট কুমার জয় মিশ্রকে খবর দেন ৷ জানানো হয়, দুই সন্দেহভাজন বিদেশি নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেছেন ৷ কুমার জয় মিশ্র একটি দল নিয়ে সেখানে পৌঁছন ৷ এরপর দু’জনকে আটক করে এসএসবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷

আরও পড়ুন: কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে গ্রেফতার 4 বাংলাদেশি

সূত্রের খবর, ওই দুই মার্কিন নাগরিক জিজ্ঞাসাবাদের সময় ভারতে আসার বৈধ ভিসা, প্লেনের টিকিট, মার্কিন স্টেটের পাসপোর্ট এবং সেখানকার নাগরিকত্বের প্রমাণপত্র পেশ করে এসএসবি-র আধিকারিকদের সামনে ৷ পাশাপাশি, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন ব্যুরোর যাচাই করা নথিও দেখান আধিকারিকদের ৷ উল্লেখ্য, গতমাসের শুরুতে উজবেকিস্তানের দুই মহিলাকে ভারত-নেপাল সীমান্ত এলাকা গ্রেফতার করেছিল এসএসবি ৷ তাঁরা সোনবারসা পুলিশ স্টেশনের কাছে ৷

মধুবনি (বিহার), 29 মার্চ: মঙ্গলবার বিহারের মধুবনির ইন্দো-নেপাল সীমান্তে লাউখা জেলার নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে দুই আমেরিকান নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা বলের বাহিনী (SSB Detains Two American Citizens From No Mans Land) ৷ সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার ওই দুই নাগরিক তদন্তকারীদের জানিয়েছেন তাঁরা মাউন্ট এভারেস্টে যাচ্ছিলেন ৷ সেই সময় ভারতীয় আধাসেনার জওয়ানরা তাঁদের আটকান ৷ এ নিয়ে এসএসবি-র অ্যাসিসটেন্ট কমান্ডান্ট কুমার জয় মিশ্র জানিয়েছেন, ওই দুই মার্কিন নাগরিক কলকাতা বিমানবন্দর হয়ে ভারতে এসেছেন ৷ তাঁদের নাম হিল ব্রায়ান (37) এবং মাইকেল (54) ৷

আধাসেনা আধিকারিক জানিয়েছেন, ইন্দো-নেপাল সীমান্তে দুই মার্কিন নাগরিককে আটক করে এসএসবি-র জওয়নারা ৷ এই দুই বিদেশি কলকাতা হয়ে ভারতে এসেছেন ৷ ওই আধিকারিক জানিয়েছেন, কলকাতা থেকে বাইকে করে তাঁরা বিহারে আসেন ৷ কিন্তু, ভারত-নেপাল সীমান্তের নো ম্যানস ল্যান্ডে কীভাবে গেলেন ওই দুই মার্কিন নাগরিক ? জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, গুগল লোকেশনে সমস্যার কারণে ভুলবশত নো ম্যানস ল্যান্ডে পৌঁছে যান ৷ তাঁরা নেপালে যাচ্ছিলেন ৷ সেখান থেকে মাউন্ট এভারেস্ট যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের ৷ পরবর্তী তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসএসবি-র অ্যাসিসটেন্ট কমান্ডান্ট কুমার জয় মিশ্র ৷

কীভাবে ওই মার্কিন নাগরিকদের আটকাল সীমান্ত সুরক্ষা বল ? সূত্রের খবর, দুজনকে প্রথমে সীমান্তে মোতায়েন এক এসএসবি জওয়ান দেখতে পান ৷ তিনি তৎক্ষণাত চেক-পোস্টে কর্তব্যরতম অ্যাসিসটেন্ট কমান্ডান্ট কুমার জয় মিশ্রকে খবর দেন ৷ জানানো হয়, দুই সন্দেহভাজন বিদেশি নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেছেন ৷ কুমার জয় মিশ্র একটি দল নিয়ে সেখানে পৌঁছন ৷ এরপর দু’জনকে আটক করে এসএসবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷

আরও পড়ুন: কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে গ্রেফতার 4 বাংলাদেশি

সূত্রের খবর, ওই দুই মার্কিন নাগরিক জিজ্ঞাসাবাদের সময় ভারতে আসার বৈধ ভিসা, প্লেনের টিকিট, মার্কিন স্টেটের পাসপোর্ট এবং সেখানকার নাগরিকত্বের প্রমাণপত্র পেশ করে এসএসবি-র আধিকারিকদের সামনে ৷ পাশাপাশি, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন ব্যুরোর যাচাই করা নথিও দেখান আধিকারিকদের ৷ উল্লেখ্য, গতমাসের শুরুতে উজবেকিস্তানের দুই মহিলাকে ভারত-নেপাল সীমান্ত এলাকা গ্রেফতার করেছিল এসএসবি ৷ তাঁরা সোনবারসা পুলিশ স্টেশনের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.